ETV Bharat / bharat

Lesbian Marriage: গর্ভবতী বান্ধবীকে বিয়ে করলেন যুবতি, সোশাল মিডিয়া পোস্ট দেখে হতবাক পরিবার - সমকামী বিবাহ

স্বামীর অত্যাচারে উত্যক্ত হয়ে উঠেছিল গর্ভবতী বান্ধবী ৷ জানতে পেরে আর দেরি করেননি যুবতি ৷ মন্দিরে নিয়ে গিয়ে গর্ভবতী বান্ধবীকে বিয়ে করলেন তিনি ৷ পুরো ঘটনা জানতে পড়ুন প্রতিবেদনটি ৷

Etv Bharat
দুই যুবতির বিয়ের ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:53 PM IST

বদায়ুন, 27 সেপ্টেম্বর: ফের চর্চায় সমকামী বিবাহ ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের বদায়ুন জেলা ৷ একটি মেয়ে তাঁর গর্ভবতী বান্ধবীকে মন্দিরে গিয়ে বিয়ে করলেন ৷ মন্দিরে সিঁদুর পরানোর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই অবাক হয়ে যান পরিবারের সদস্যরা ৷ বিয়ের পর দু’জনেই বাড়ি ফিরেছেন ৷

জানা গিয়েছে, বদায়ুন জেলার দাতাগঞ্জ থানা এলাকার দুই ভিন্ন গ্রামে বসবাস করতেন এই দুই যুবতি ৷ দুজনেই দাতাগঞ্জের একটি কাপড়ের দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করতেন ৷ সেখানেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ কয়েকদিন আগে গর্ভবতী যুবতি অন্যজনকে জানায় তাঁর স্বামী উত্যক্ত করছে ৷ একথা শোনার পরই ওই যুবতির বান্ধবী তাঁর বাড়িতে পৌঁছে যায় ৷ এরপর 26 সেপ্টেম্বর দু'জনেই বেড়াতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে বরেলিতে পৌঁছয় ৷ সেখানেই এক মন্দিরে সিদুঁর পরিয়ে মালাবদল করে বিয়ে করেন দুই যুবতি ৷ দু’জনেই সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ৷ এরপরই এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় ৷

যে যুবতি সিঁদুর পরিয়েছেন তাঁর বাড়িতেই থাকছেন দু’জনে ৷ তিনি জানিয়েছেন, সর্বদা তাঁর বান্ধবীকে খুশি রাখবেন ৷ তাঁর সন্তানকেও দত্তক নেবেন ৷ একটি ছেলে তাঁর স্ত্রীর সঙ্গে যেভাবে আচরণ করে তিনিও সর্বদা তাই করবেন ৷ তাঁর কথায়, আমরা দু’জনে একই দোকানে কাজ করতাম ৷ সেখান থেকেই ও আমার প্রেমে পড়েছিল ৷ এরপর ও স্বামীর সঙ্গে অনেক ঝামেলার সম্মুখীন হয় ৷ আমাকে ওর সঙ্গে থাকতে বলছিল ৷ তাই আমরা দু’জনে এই পদক্ষেপ নিয়েছি ৷

গর্ভবতী মহিলা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ছিল ৷ সেই জন্য আমরা দেখাতে বিয়ে করেছি যে আমি একটা মেয়ের সঙ্গে আছি ৷ কোনও ছেলের সঙ্গে নয় ৷ আমি অনাগত সন্তানকে আমার নাম দিতে চাই ৷ বাকি জীবনটা বান্ধবী ও সন্তানের সঙ্গে কাটাতে চাই ৷

আরও পড়ুন : স্বামী সমকামী হওয়ায় যৌন মিলনে আগ্রহী নন, বিয়ের 3 বছর পর পুলিশে নালিশ যুবতীর

বদায়ুন, 27 সেপ্টেম্বর: ফের চর্চায় সমকামী বিবাহ ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের বদায়ুন জেলা ৷ একটি মেয়ে তাঁর গর্ভবতী বান্ধবীকে মন্দিরে গিয়ে বিয়ে করলেন ৷ মন্দিরে সিঁদুর পরানোর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই অবাক হয়ে যান পরিবারের সদস্যরা ৷ বিয়ের পর দু’জনেই বাড়ি ফিরেছেন ৷

জানা গিয়েছে, বদায়ুন জেলার দাতাগঞ্জ থানা এলাকার দুই ভিন্ন গ্রামে বসবাস করতেন এই দুই যুবতি ৷ দুজনেই দাতাগঞ্জের একটি কাপড়ের দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করতেন ৷ সেখানেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ কয়েকদিন আগে গর্ভবতী যুবতি অন্যজনকে জানায় তাঁর স্বামী উত্যক্ত করছে ৷ একথা শোনার পরই ওই যুবতির বান্ধবী তাঁর বাড়িতে পৌঁছে যায় ৷ এরপর 26 সেপ্টেম্বর দু'জনেই বেড়াতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে বরেলিতে পৌঁছয় ৷ সেখানেই এক মন্দিরে সিদুঁর পরিয়ে মালাবদল করে বিয়ে করেন দুই যুবতি ৷ দু’জনেই সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ৷ এরপরই এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় ৷

যে যুবতি সিঁদুর পরিয়েছেন তাঁর বাড়িতেই থাকছেন দু’জনে ৷ তিনি জানিয়েছেন, সর্বদা তাঁর বান্ধবীকে খুশি রাখবেন ৷ তাঁর সন্তানকেও দত্তক নেবেন ৷ একটি ছেলে তাঁর স্ত্রীর সঙ্গে যেভাবে আচরণ করে তিনিও সর্বদা তাই করবেন ৷ তাঁর কথায়, আমরা দু’জনে একই দোকানে কাজ করতাম ৷ সেখান থেকেই ও আমার প্রেমে পড়েছিল ৷ এরপর ও স্বামীর সঙ্গে অনেক ঝামেলার সম্মুখীন হয় ৷ আমাকে ওর সঙ্গে থাকতে বলছিল ৷ তাই আমরা দু’জনে এই পদক্ষেপ নিয়েছি ৷

গর্ভবতী মহিলা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ছিল ৷ সেই জন্য আমরা দেখাতে বিয়ে করেছি যে আমি একটা মেয়ের সঙ্গে আছি ৷ কোনও ছেলের সঙ্গে নয় ৷ আমি অনাগত সন্তানকে আমার নাম দিতে চাই ৷ বাকি জীবনটা বান্ধবী ও সন্তানের সঙ্গে কাটাতে চাই ৷

আরও পড়ুন : স্বামী সমকামী হওয়ায় যৌন মিলনে আগ্রহী নন, বিয়ের 3 বছর পর পুলিশে নালিশ যুবতীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.