ETV Bharat / bharat

Leopard Cubs Died: ভাইরাসে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর জাতীয় উদ্যানে মৃত্যু 7 চিতাবাঘ শাবকের - ফেলাইন প্যানলিউকোপেনিয়া

ভাইরাসে আক্রান্ত হয়ে সাতটি চিতাবাঘ শাবকের মর্মান্তিক মৃত্যু ৷ ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামক ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে শাবকগুলির, জানিয়েছেন বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের আধিকারিক ৷

Etv Bharat
মৃত্যু সাতটি চিতাবাঘ শাবকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 9:35 PM IST

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর: ভাইরাস আক্রান্ত হয়ে সাতটি চিতাবাঘ শাবকের মৃত্যু হল বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ৷ মারা যাওয়া চিতাবাঘ শাবকগুলি 3 থেকে 10 মাস বয়সি বলে জানিয়েছেন জাতীয় উদ্যানের এক্সিকিউটিভ অফিসার সূর্য সেন ৷ তিনি জানিয়েছেন, ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামক ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে চিতাবাঘ শাবকগুলির ৷

22 অগস্ট প্রথম চিতাবাঘের বাচ্চাগুলি ভাইরাসে সংক্রামিত হয় ৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই বাচ্চাগুলির হজম ক্ষমতা কমে গিয়েছিল ৷ রক্তে কমে যায় শ্বেতকণিকার পরিমাণ ৷ ক্রমশ রক্তবমি করতে থাকে শাবকগুলি ৷ বেশ কয়েকদিন এরকম অসুস্থ থাকার পর চিতাবাঘের বাচ্চাগুলি মারা যায় ৷

সম্প্রতি বিলিগিরি রঙ্গনাবেট্টা, মহীশূর চিড়িয়াখানা এবং মাদ্দুর থেকে 11টি চিতাবাঘের শাবককে ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে আনা হয়েছিল। তাদের পুনর্বাসন কেন্দ্রে রাখা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো পশুপালকরা বাচ্চাগুলির পরিচর্যা ও দেখভাল করতে থাকে ৷ 22 অগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে 7টি চিতাবাঘের শাবক চিকিৎসায় সাড়া না-দিয়ে মারা যায় বলে জানিয়েছেন ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের আধিকারিকরা ৷ পাশাপাশি এও জানানো হয়, চিতাবাঘের শাবকগুলি থেকে এই ভাইরাস যাতে অনান্য প্রাণীদের মধ্যে যাতে ছড়িয়ে না-পড়ে তার জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন।

তা সত্ত্বেও পার্কের 11টি পশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 8 মাসের একটি সিংহ শাবকও রয়েছে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, সিংহ শাবকটি এই ভাইরাস থেকে মুক্ত হতে পেরেছে ৷ সূর্য সেন জানিয়েছেন, যাঁরা সংক্রমিত পশুগুলির দেখভাল করছেন তাঁদের অন্য পশুর ইউনিটে যেতে নিষেধ করা হয়েছে ৷ সংক্রমণ আটকাতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: উঠোনে খেলার ফাঁকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ ! মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার

এক্সিকিউটিভ অফিসার সূর্য সেন আরও জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে পার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে স্প্রে'র মাধ্যমে ৷ পার্কে এখনও 80টি চিতাবাঘ রয়েছে। বাঘ, সিংহ-কে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। খাঁচাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে আরও বেশি করে ৷

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর: ভাইরাস আক্রান্ত হয়ে সাতটি চিতাবাঘ শাবকের মৃত্যু হল বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ৷ মারা যাওয়া চিতাবাঘ শাবকগুলি 3 থেকে 10 মাস বয়সি বলে জানিয়েছেন জাতীয় উদ্যানের এক্সিকিউটিভ অফিসার সূর্য সেন ৷ তিনি জানিয়েছেন, ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামক ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে চিতাবাঘ শাবকগুলির ৷

22 অগস্ট প্রথম চিতাবাঘের বাচ্চাগুলি ভাইরাসে সংক্রামিত হয় ৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই বাচ্চাগুলির হজম ক্ষমতা কমে গিয়েছিল ৷ রক্তে কমে যায় শ্বেতকণিকার পরিমাণ ৷ ক্রমশ রক্তবমি করতে থাকে শাবকগুলি ৷ বেশ কয়েকদিন এরকম অসুস্থ থাকার পর চিতাবাঘের বাচ্চাগুলি মারা যায় ৷

সম্প্রতি বিলিগিরি রঙ্গনাবেট্টা, মহীশূর চিড়িয়াখানা এবং মাদ্দুর থেকে 11টি চিতাবাঘের শাবককে ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে আনা হয়েছিল। তাদের পুনর্বাসন কেন্দ্রে রাখা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো পশুপালকরা বাচ্চাগুলির পরিচর্যা ও দেখভাল করতে থাকে ৷ 22 অগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে 7টি চিতাবাঘের শাবক চিকিৎসায় সাড়া না-দিয়ে মারা যায় বলে জানিয়েছেন ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের আধিকারিকরা ৷ পাশাপাশি এও জানানো হয়, চিতাবাঘের শাবকগুলি থেকে এই ভাইরাস যাতে অনান্য প্রাণীদের মধ্যে যাতে ছড়িয়ে না-পড়ে তার জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন।

তা সত্ত্বেও পার্কের 11টি পশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 8 মাসের একটি সিংহ শাবকও রয়েছে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, সিংহ শাবকটি এই ভাইরাস থেকে মুক্ত হতে পেরেছে ৷ সূর্য সেন জানিয়েছেন, যাঁরা সংক্রমিত পশুগুলির দেখভাল করছেন তাঁদের অন্য পশুর ইউনিটে যেতে নিষেধ করা হয়েছে ৷ সংক্রমণ আটকাতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: উঠোনে খেলার ফাঁকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ ! মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার

এক্সিকিউটিভ অফিসার সূর্য সেন আরও জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে পার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে স্প্রে'র মাধ্যমে ৷ পার্কে এখনও 80টি চিতাবাঘ রয়েছে। বাঘ, সিংহ-কে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। খাঁচাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে আরও বেশি করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.