ETV Bharat / bharat

RBI Raises Repo Rate: চলতি অর্থবর্ষে ষষ্ঠবার, 25 বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট 6.5 শতাংশ - আরবিআই

2022-23 অর্থবর্ষে ষষ্ঠবার বৃদ্ধি পেল রেপো রেট ৷ ফলে ফের একবার ঋণ নেওয়ার আরও ব্যয়বহুল হতে চলেছে ৷ আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বুধবার মুদ্রানীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷

RBI Raises Repo Rate ETV BHARTA
RBI Raises Repo Rate
author img

By

Published : Feb 8, 2023, 11:31 AM IST

Updated : Feb 8, 2023, 11:52 AM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেট পেশের 1 সপ্তাহ পর ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বুধবার জানান রেপো রেট 25 বেসিস পয়েন্ট বেড়ে (RBI Raises Repo Rate by 25 Basis Points) হল 6.5 শতাংশ ৷ উল্লেখ্য, চলতি অর্থবর্ষে গত মে মাস থেকে এনিয়ে মোট 6 বার রেপো রেটে বদল আনল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ মে মাস থেকে রেপো রেট মোট 250 বেসিস পয়েন্ট বৃদ্ধি পয়েছে ৷ ফলে নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার ফের উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে (Lending May Get Costlier) ৷

এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "মুদ্রানীতি নির্ধারণের যে কমিটি রয়েছে, তার সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পলিসি রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ৷ সেই সঙ্গে মুদ্রাস্ফীতি দিকেও নজর রাখা হবে ৷" গভর্নর জানিয়েছেন, প্রাক-অতিমারির পরবর্তী পরিস্থিতিকে মাথায় রেখে রেপো রেট 6.5 শতাংশ রেখেছে মুদ্রানীতি নির্ধারণের সংক্রান্ত কমিটি ৷ তবে, রেপো রেট বাড়ার ফলে এবার ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের বোঝা ফের বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল ৷

মুদ্রাস্ফীতির যে হার রয়েছে, বিশেষ করে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, তা বজায় থাকবে বলে জানিয়েছেন গভর্নর ৷ আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমবে বলে আশ্বাস জুগিয়েছেন তিনি ৷ তবে, বৃদ্ধির পরিমাণ 4 শতাংশের উপরেই থাকবে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস ৷ আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.4 শতাংশ হবে বলেও আশ্বস্ত করা হয়েছে ৷ তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে যে আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 2023-24 অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধির পরিমাণ 6-6.8 শতাংশ হবে ৷

আরও পড়ুন: আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?

শক্তিকান্ত দাস জানিয়েছেন, চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার গড়ে ৬.৫ শতাংশ থাকবে ৷ 2023-24 সালে তা কমে 5.3 শতাংশ হবে ৷ তিনি দাবি করেছেন, মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতি হাল আর আগের মতো খারাপ নেই ৷ এমনকি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মাঝেও ভারতের আর্থিক স্থিতাবস্থা বজায় রয়েছে বলে দাবি করেছেন আরবিআই গভর্নর ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেট পেশের 1 সপ্তাহ পর ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বুধবার জানান রেপো রেট 25 বেসিস পয়েন্ট বেড়ে (RBI Raises Repo Rate by 25 Basis Points) হল 6.5 শতাংশ ৷ উল্লেখ্য, চলতি অর্থবর্ষে গত মে মাস থেকে এনিয়ে মোট 6 বার রেপো রেটে বদল আনল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ মে মাস থেকে রেপো রেট মোট 250 বেসিস পয়েন্ট বৃদ্ধি পয়েছে ৷ ফলে নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার ফের উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে (Lending May Get Costlier) ৷

এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "মুদ্রানীতি নির্ধারণের যে কমিটি রয়েছে, তার সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পলিসি রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ৷ সেই সঙ্গে মুদ্রাস্ফীতি দিকেও নজর রাখা হবে ৷" গভর্নর জানিয়েছেন, প্রাক-অতিমারির পরবর্তী পরিস্থিতিকে মাথায় রেখে রেপো রেট 6.5 শতাংশ রেখেছে মুদ্রানীতি নির্ধারণের সংক্রান্ত কমিটি ৷ তবে, রেপো রেট বাড়ার ফলে এবার ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের বোঝা ফের বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল ৷

মুদ্রাস্ফীতির যে হার রয়েছে, বিশেষ করে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, তা বজায় থাকবে বলে জানিয়েছেন গভর্নর ৷ আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমবে বলে আশ্বাস জুগিয়েছেন তিনি ৷ তবে, বৃদ্ধির পরিমাণ 4 শতাংশের উপরেই থাকবে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস ৷ আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.4 শতাংশ হবে বলেও আশ্বস্ত করা হয়েছে ৷ তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে যে আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 2023-24 অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধির পরিমাণ 6-6.8 শতাংশ হবে ৷

আরও পড়ুন: আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?

শক্তিকান্ত দাস জানিয়েছেন, চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার গড়ে ৬.৫ শতাংশ থাকবে ৷ 2023-24 সালে তা কমে 5.3 শতাংশ হবে ৷ তিনি দাবি করেছেন, মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতি হাল আর আগের মতো খারাপ নেই ৷ এমনকি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মাঝেও ভারতের আর্থিক স্থিতাবস্থা বজায় রয়েছে বলে দাবি করেছেন আরবিআই গভর্নর ৷

Last Updated : Feb 8, 2023, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.