ETV Bharat / bharat

Sushmita Dev : ত্রিপুরায় তৃণমূলকে ঠেকাতে ‘ম্য়াচ ফিক্সিং’ করছে বাম-বিজেপি, দাবি সুস্মিতার - ম্য়াচ ফিক্সিং

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে ‘ম্য়াচ ফিক্সিং’ করছে বাম-বিজেপি ৷ এমনই দাবি করেছেন সুস্মিতা দেব ৷ বুধবার কলকাতায় বিধানসভায় আসেন তিনি ৷ রাজ্যসভার উপনির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী ৷ সেই সংক্রান্ত নথিপত্র জমা করতেই এদিন বিধানসভায় আসেন সুস্মিতা ৷

left front along with bjp want to stop tmc in Tripura, said Sushmita Dev
Sushmita Dev : ত্রিপুরায় তৃণমূলকে ঠেকাতে ‘ম্য়াচ ফিক্সিং’ করছে বাম-বিজেপি, দাবি সুস্মিতার
author img

By

Published : Sep 15, 2021, 9:12 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : মনোনয়ন সংক্রান্ত নথি জমা দিতে এসেও ত্রিপুরার হিংসা নিয়ে সরব হলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি ৷ বুধবার বিকেলে বিধানসভায় আসেন সুস্মিতা ৷ রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করে তাঁর মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র গোছানোর কাজ সারেন তিনি ৷ এরপর বিধানসভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, ‘‘ত্রিপুরায় যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর আক্রমণ করা হচ্ছে, সেটা কোনও গণতান্ত্রিক দেশের সুস্থ রাজনীতি হতে পারে না ৷’’ পাশাপাশি, ত্রিপুরার বামপন্থী দলগুলিকে নিয়েও সমালোচনা করেন সুস্মিতা ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় গত তিন বছর ধরে বামেরা থাকলেও তারা শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ কিন্তু, তৃণমূল সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরই আবার জেগে উঠেছে তারা ৷ সুস্মিতার অভিযোগ, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকাতে ‘ম্যাচ ফিক্সিং’ করছে সিপিএম আর বিজেপি ৷

আরও পড়ুন : Sushmita Dev : মানস ভুঁইয়ার আসনে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব

এদিন সুস্মিতা সরাসরি আক্রমণ করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে (Manik Sarkar) ৷ সুস্মিতার অভিযোগ, ‘‘তৃণমূলকে আটকাতেই মানিক সরকার ও তাঁর দলকে শীতঘুম থেকে টেনে তোলা হচ্ছে ৷ এই মুহূর্তে ত্রিপুরায় বামেদের উপর আক্রমণের যে ছবি দেখা যাচ্ছে, তা আসলে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে বামেদের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলারই প্রয়াস ৷’’

তবে সুস্মিতার দাবি, বাম-বিজেপি পরস্পরের সঙ্গে বোঝাপড়া করলেও তাতে লাভ কিছুই হবে ৷ এভাবে ত্রিপুরার মাটিতে তৃণমূলকে রোখা যাবে না বলেই মনে করেন তিনি ৷ সুস্মিতা বলেন, ‘‘2018-র বিধানসভা নির্বাচনে বামেদের বহু বছরের সরকারকে পাল্টে দিয়েছিলেন ত্রিপুরার জনগণ ৷ এবার বিজেপি-কেও বিদায় করবেন তাঁরা ৷ সুশাসন কাকে বলে, ত্রিপুরার মানুষকে তা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে তিনি ত্রিপুরার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে ত্রিপুরায় কত কাজ হতে পারে ৷ আমরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই উন্নয়নকে সামনে রেখেই কাজ করব ৷’’ সুস্মিতার আশা, এই উন্নয়নের বার্তার মাধ্যমেই ত্রিপুরার মানুষের মন জয় করবে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি

একইসঙ্গে, তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন কথা বলেন সুস্মিতা ৷ তিনি জানান, এই মুহূর্তে তৃণমূলের লক্ষ্য শুধুমাত্র ত্রিপুরা বা অসম নয় ৷ বরং, সমগ্র উত্তর-পূর্ব ভারতই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৷ তবে এক্ষেত্রে ধাপে ধাপে এগোতে চাই আমরা ৷ প্রথমে ত্রিপুরা ও অসম, এবং পরবর্তীতে অন্যান্য রাজ্যগুলিতেও ঘাসফুল ফোটানোই যে তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্য, এদিনও তাও খোলসা করেন সুস্মিতা ৷ অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার মনোনয়ন পেশ করতে পারেন সুস্মিতা ৷ এখন দেখার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সুস্মিতা দেবের বিরুদ্ধে আদৌ কোনও প্রার্থী দেয় কিনা !

কলকাতা, 15 সেপ্টেম্বর : মনোনয়ন সংক্রান্ত নথি জমা দিতে এসেও ত্রিপুরার হিংসা নিয়ে সরব হলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি ৷ বুধবার বিকেলে বিধানসভায় আসেন সুস্মিতা ৷ রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করে তাঁর মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র গোছানোর কাজ সারেন তিনি ৷ এরপর বিধানসভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, ‘‘ত্রিপুরায় যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর আক্রমণ করা হচ্ছে, সেটা কোনও গণতান্ত্রিক দেশের সুস্থ রাজনীতি হতে পারে না ৷’’ পাশাপাশি, ত্রিপুরার বামপন্থী দলগুলিকে নিয়েও সমালোচনা করেন সুস্মিতা ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় গত তিন বছর ধরে বামেরা থাকলেও তারা শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ কিন্তু, তৃণমূল সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরই আবার জেগে উঠেছে তারা ৷ সুস্মিতার অভিযোগ, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকাতে ‘ম্যাচ ফিক্সিং’ করছে সিপিএম আর বিজেপি ৷

আরও পড়ুন : Sushmita Dev : মানস ভুঁইয়ার আসনে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব

এদিন সুস্মিতা সরাসরি আক্রমণ করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে (Manik Sarkar) ৷ সুস্মিতার অভিযোগ, ‘‘তৃণমূলকে আটকাতেই মানিক সরকার ও তাঁর দলকে শীতঘুম থেকে টেনে তোলা হচ্ছে ৷ এই মুহূর্তে ত্রিপুরায় বামেদের উপর আক্রমণের যে ছবি দেখা যাচ্ছে, তা আসলে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে বামেদের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলারই প্রয়াস ৷’’

তবে সুস্মিতার দাবি, বাম-বিজেপি পরস্পরের সঙ্গে বোঝাপড়া করলেও তাতে লাভ কিছুই হবে ৷ এভাবে ত্রিপুরার মাটিতে তৃণমূলকে রোখা যাবে না বলেই মনে করেন তিনি ৷ সুস্মিতা বলেন, ‘‘2018-র বিধানসভা নির্বাচনে বামেদের বহু বছরের সরকারকে পাল্টে দিয়েছিলেন ত্রিপুরার জনগণ ৷ এবার বিজেপি-কেও বিদায় করবেন তাঁরা ৷ সুশাসন কাকে বলে, ত্রিপুরার মানুষকে তা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে তিনি ত্রিপুরার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে ত্রিপুরায় কত কাজ হতে পারে ৷ আমরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই উন্নয়নকে সামনে রেখেই কাজ করব ৷’’ সুস্মিতার আশা, এই উন্নয়নের বার্তার মাধ্যমেই ত্রিপুরার মানুষের মন জয় করবে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি

একইসঙ্গে, তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন কথা বলেন সুস্মিতা ৷ তিনি জানান, এই মুহূর্তে তৃণমূলের লক্ষ্য শুধুমাত্র ত্রিপুরা বা অসম নয় ৷ বরং, সমগ্র উত্তর-পূর্ব ভারতই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৷ তবে এক্ষেত্রে ধাপে ধাপে এগোতে চাই আমরা ৷ প্রথমে ত্রিপুরা ও অসম, এবং পরবর্তীতে অন্যান্য রাজ্যগুলিতেও ঘাসফুল ফোটানোই যে তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্য, এদিনও তাও খোলসা করেন সুস্মিতা ৷ অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার মনোনয়ন পেশ করতে পারেন সুস্মিতা ৷ এখন দেখার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সুস্মিতা দেবের বিরুদ্ধে আদৌ কোনও প্রার্থী দেয় কিনা !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.