হায়দরাবাদ, 16 মার্চ: নিয়োগ দুর্নীতি নিয়ে যখন চর্চা তুঙ্গে এ রাজ্যে, তখনই তেলাঙ্গানাতেও ধরা পড়েছে একই ছবি ৷ টিএসপিএসসি (TSPSC) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রকাশ্যে এসেছে নতুন তথ্য (TSPSC Question Paper Leak)৷ বুধবার মামলাটি বেগমবাজার থানা থেকে সিসিএসে স্থানান্তর করা হয় । বিশেষ তদন্তকারী দলের প্রধান এআর শ্রীনিবাসের নেতৃত্বে তদন্তে গতি এসেছে (Leakage of TSPSC papers)। জানা গিয়েছে যে, গুরুকুল উপাধ্যায় এল রেণুকা রাঠোর ওরফে রেণুকা তাঁর ছোট ভাইয়ের নামে প্রশ্নপত্র পেতে এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন ।
রেণুকা তাঁর ভাই রাজেশ্বরের জন্য এ.ই (AE) প্রশ্নপত্র পাওয়ার জন্য 10 লাখ টাকা পর্যন্ত দর কষাকষি করেন প্রবীণের সঙ্গে (Naked photos in phone)। রাজেশ্বর টিটিসি অধ্যয়ন করেছেন । তিনি ঠিকাদারি কাজ করেন । তিনি এ.ই পরীক্ষায় বসার যোগ্য নন । রেণুকা প্রবীণের থেকে ভাইয়ের জন্য একটি প্রশ্নপত্র চেয়েছিলেন । প্রশ্নপত্র সাজাতে দাবি করা 14 লাখ টাকা নিয়ে রেণুকা মেহাবুবনগর জেলার কে. নীলেশ নায়েক এবং পি. গোপাল নায়েকের সঙ্গে দর কষাকষি করেন । রেণুকা তাঁদের কাছ থেকে টাকা নিয়ে প্রবীণকে দেন । সেই টাকা প্রবীণ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেন । পুলিশ জানতে পেরেছে যে তিনি তাঁর বাবার কাছে রাজমহেন্দ্রভরমে অনলাইনে 3.5 লাখ টাকা পাঠিয়েছিলেন ৷
প্রবীণ ঘুষের আশা দেখিয়ে আউটসোর্সিং পরিষেবার কর্মচারী রাজশেখরের কাছ থেকে প্রশ্নপত্র পেয়েছিলেন । রেণুকার দেওয়া 10 লাখ টাকার মধ্যে থেকে তিনি কিছু টাকা রাজশেখরকে দেবেন বলে এসেছিলেন । এদিকে পুলিশ বলছে, কেলেঙ্কারি যখন প্রকাশ্যে আসে তখন জানা যায়, সেই টাকা রাজশেখর পাননি ৷
এসআই হতে চেয়েছিলেন শ্রীনিবাস: মেহবুবনগর জেলার মনসুরথল্লি তান্ডা থেকে কে শ্রীনিবাস (30) 2020 সালে পুলিশ কনস্টেবল হিসেবে নির্বাচিত হন । বর্তমানে তিনি মেদচাল থানায় কর্মরত । তিনি এসআই-এর প্রাথমিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন । মেইনসের প্রস্তুতি নিতে 1 ফেব্রুয়ারি থেকে ছুটিতে আছেন তিনি । প্রশ্নপত্র বিক্রির জন্য রেণুকাকে ফোন করলে তিনি বলেন তাঁর দরকার নেই । তিনি তাঁকে AE পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কিছু পরীক্ষার্থীর তথ্য দেন । একজন পুলিশ কর্মী হয়ে তাঁর চোখের সামনে ঘটে যাওয়া অপরাধের তথ্য না দেওয়াকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া দৃষ্টিভঙ্গীতে দেখেছে । মেডিক্যাল ইন্সপেক্টর রাজশেখর রেড্ডি বলেছেন যে, শ্রীনিবাসের বিরুদ্ধে সিপি অফিসে একটি রিপোর্ট পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: বৃহস্পতিবার ইডি-র সামনে ফের হাজিরা কবিতার
কীভাবে প্রবীণ সন্দেহের তালিকায় এলেন ? প্রশ্নপত্র ফাঁস হয়েছে জানতে পেরে কর্মকর্তারা টিএসপিএসসি অফিসের গোপনীয় বিভাগে আসা কর্মীদের বিবরণ সংগ্রহ করেন । দেখা গিয়েছে, প্রবীণ কুমার যে ঘরে কম্পিউটার এবং ল্যান রয়েছে সেখানে প্রবেশ করেছেন । একজন কর্মচারী বলেন যে, তিনি গোপনীয় বিভাগে প্রশ্নপত্র সম্পর্কিত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন এবং গোপনীয় বিবরণ নিয়ে আলোচনা করেছিলেন ৷
তাঁর বিরুদ্ধে সন্দেহ রয়েছে বলে পুলিশে করা অভিযোগে বলা হয়েছে । পুলিশ প্রবীণের বাজেয়াপ্ত করা ফোনে 100 টিরও বেশি মহিলার ফোন নম্বর পেয়েছে । এতে 42 জন নারীর অর্ধনগ্ন ও নগ্ন ছবি এবং ভিডিয়ো রয়েছে বলে জানা গিয়েছে । তিনি কি ইন্টারনেট থেকে এই ছবি ও ভিডিয়ো ডাউনলোড করেছেন ? নাকি তাঁদের সাথে থাকাকালীন এই ভিডিয়ো তুলেছিলেন ? একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে গোটা বিষয়টি জানার চেষ্টা চলছে ৷
ডিউটি থেকে ছুটি নিয়ে অনেক চেষ্টা: রেণুকা 2018 সালে টিজিটি হিন্দি পদের জন্য নির্বাচিত হয়েছিলেন । তিনি বনপরথি জেলার বুদ্ধরাম গ্রামের অধীনে এসসি গুরুকুল স্কুল ফর গার্লসে হিন্দি শিক্ষক হিসেবে কাজ করেছেন । জানা যায় যে, রেণুকা এই বছরের জানুয়ারি থেকে পুলিশ হেফাজতে নেওয়ার দিন পর্যন্ত মোট 16 দিন ছুটি নিয়েছিলেন । 23, 28 ও 31 জানুয়ারি, 1লা ফেব্রুয়ারি, 4 থেকে 8 ও 24 তারিখ । তিনি এই মাসের 4 ও 5 তারিখেও ছুটি নিয়েছিলেন (এই পরীক্ষার দিনগুলি)৷
তিনি 4 তারিখ মাঝরাতে 1টায় অধ্যক্ষকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে বলেছিলেন যে, তাঁর ছেলে ভালো নেই এবং তিনি ছুটি চান । জানা গিয়েছে, তাঁকে 5 তারিখে সিভিও প্রবেশিকা পরীক্ষার জন্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে আসতে বলা হলেও তিনি আসেননি । 10 তারিখ তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন দিনের ছুটির জন্য অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে তাঁর মেয়ে মারা গিয়েছে ।
এর পাশাপাশি প্রিন্সিপাল 10, 11 এবং 12 তারিখকে ছুটি হিসাবে চিহ্নিত করেছেন । 13 তারিখে এমএলসি নির্বাচনের কারণে কর্মীরা ছুটিতে থাকবেন বলে মনে করা হয়েছিল । একই দিন সন্ধ্যায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসে । টাউন প্ল্যানিং বিল্ডিং ওভারসার (টিপিবিও) পদের জন্য লিখিত পরীক্ষা এই মাসের 12 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ এটি লক্ষণীয় যে তিনি 10, 11, 12 এবং 13 তারিখে ছুটি নিয়েছিলেন । গুরুকুলা সোসাইটি সূত্রে জানা গিয়েছে রেণুকাকে সাসপেন্ড করা হবে ।