ETV Bharat / bharat

সুড়ঙ্গের 'অন্ধকার' থেকে 'আলোয়' ফিরলেন 41 মৃত্যঞ্জয়ী, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - 41 শ্রমিক

Silkyara Tunnel Rescue Operation Successful: 17 দিনের অপেক্ষা শেষে মঙ্গলবার সফল হয়েছে উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে উদ্ধারকাজ ৷ বাইরে বেরিয়ে এসেছেন 41 জন শ্রমিক ৷ তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন শ্রমিকও ৷

ETV Bharat
সফল সিল্কিয়ারার উদ্ধারকাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 10:23 PM IST

Updated : Nov 29, 2023, 6:12 AM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: 17 দিনের শাপমুক্তি ! 12 নভেম্বর ভোর থেকে 28 নভেম্বর, মঙ্গলবার রাত প্রায় 8টা ৷ দীর্ঘ প্রায় 398 ঘণ্টার রূদ্ধশ্বাস অপেক্ষা, কঠিন উদ্ধারকাজ পর্ব ও একের পর এক বাধা পেরিয়ে উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসেছেন 41 জন শ্রমিক ৷ পাহাড়ের ভিতরে পাথরের দেওয়াল চিরে 'অন্ধকার' থেকে এই মৃত্যুঞ্জয়ীদের বাইরের 'আলোয়' ফিরে আসায় মঙ্গলবার রাতে হাঁফ ছেড়ে নিশ্বাস নিয়েছে গোটা দেশ ৷ দীর্ঘ পথ পেরিয়ে এদিন এই উদ্ধারকাজ সফল হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শ্রমিকদের পরিবারও ৷ এই 41 জন শ্রমিক, তাঁদের পরিবার ও উদ্ধারকারীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় লিখেছেন, "সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সফল হওয়ার খবরে আমি খুশি ও আশ্বস্ত ৷ দেশ তাঁদের সহনশীলতা ও তাঁরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিকাঠামো তৈরি করেন তাকে কুর্নিশ জানায় ৷ ইতিহাসের সবচেয়ে কঠিন এই উদ্ধারকাজের সাফল্যের জন্য আমি বিশেষজ্ঞ ও উদ্ধারকারীদেরও অভিনন্দন জানাই ৷"

  • उत्तरकाशी में हमारे श्रमिक भाइयों के रेस्क्यू ऑपरेशन की सफलता हर किसी को भावुक कर देने वाली है।

    टनल में जो साथी फंसे हुए थे, उनसे मैं कहना चाहता हूं कि आपका साहस और धैर्य हर किसी को प्रेरित कर रहा है। मैं आप सभी की कुशलता और उत्तम स्वास्थ्य की कामना करता हूं।

    यह अत्यंत…

    — Narendra Modi (@narendramodi) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক্স হ্যান্ডেলে এক বার্তায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া আমাদের শ্রমিকভাইদের উদ্ধার করে আনার অভিযানের এই সফলতা ভাবুক করে দেওয়ার মতো ৷ যাঁরা এতদিন এই সুড়ঙ্গের মধ্যে আটকে ছিলেন আমি তাঁদের বলতে চাই, আপনাদের সাহস ও ধৈর্য্য সকলের কাছে প্রেরণার মতো ৷ আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি ৷ দীর্ঘ প্রতীক্ষার পর এবার আপনারা পরিবারের দেখা পাবেন, এটা অত্যন্ত সন্তোষজনক ৷" উদ্ধারকাজের সঙ্গে যাঁরা এই 17 দিন ধরে যুক্ত ছিলেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সফল উদ্ধারকাজের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করিও ৷ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারাও ৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে ছিলেন বাংলার তিন শ্রমিকও ৷ এই উদ্ধারকাজের সাফল্যে শ্রমিক ও উদ্ধারকারীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

  • I feel relieved and happy to learn that all the workers trapped in a tunnel in Uttarakhand have been rescued. Their travails over 17 days, as the rescue effort met with obstacles, have been a testament of human endurance. The nation salutes their resilience and remains grateful…

    — President of India (@rashtrapatibhvn) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার দুপুরের পরেও উদ্ধারকারীরা জানিয়ে দিয়েছিলেন, আর মাত্র 2 মিটার খননকাজ বাকি ৷ তা শেষ হলে এদিনই যেকোনও মুহুর্তে বাইরে বের করে আনা হবে 17 দিন ধরে টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে ৷ সেই মতো এদিন সন্ধ্যা 7টা 50 মিনিট নাগাদ একে একে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন শ্রমিকরা ৷ রাত 8টা 40 মিনিট নাগাদ শেষ হয় উদ্ধারকাজ ৷ উদ্ধারের পর 41 জন শ্রমিকেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় 35 কিমি দূরের চিনয়ালিসৌরের হাসপাতালে ৷

এদিন উদ্ধারকাজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ তার আগে শ্রমিকদের সঙ্গে দেখাও করেন তিনি ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ শেষে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ উদ্ধারকারীদেরকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ ধামী আরও জানান, 41 জন শ্রমিকই সুস্থ রয়েছেন, কেউ গুরুতর অসুস্থ নন ৷ প্রত্যেকে এদিন হামাগুড়ি দিয়ে নিজেরাই ওই 60 ইঞ্চির পাইপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসেন, কোনও স্ট্রেচারের প্রয়োজন পড়েনি ৷ এনডিআরএর এর উদ্ধারকারীরা এদিন প্রথমে শ্রমিকদের কাছে পৌঁছন, তারপর তাঁদের একে একে সুড়ঙ্গের বাইরে বের করে আনা হয় ৷

  • उत्तरकाशी की सिलक्यारा सुरंग में फंसे श्रमिक भाइयों की सुरक्षित वापसी बहुत ही खुशी का समाचार है। उन्हें और उनके परिवारों को मेरी दिली बधाई।

    भारत का निर्माण करने वाले हमारे मज़दूर भाइयों की सुरक्षा सर्वोपरि है। इस मुश्किल अभियान को सफल बनाने वाले सभी जांबाज़ों को मेरा सलाम है।…

    — Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেও থাকবেন উদ্ধার হওয়া শ্রমিকরা ৷ এতদিন বাইরের জল-হাওয়া ও সূর্যের আলো থেকে দূরে বদ্ধ পরিবেশে থাকায়, তাঁদের প্রথমিক চিকিৎসা প্রয়োজন ৷ বুধবার তাঁদের বাড়ি যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৷ রাজ্য সরকারের তরফে প্রত্যেক শ্রমিককে 1 লক্ষ টাকার অর্থিক সাহায্য করা হবে বলে ধামী জানিয়েছেন ৷ একইসঙ্গে এই টানেল বিপর্যয়ের তদন্ত হবে ও নির্মীয়মাণ অন্যান্য প্রকল্পেরও অডিট করা হবে বলে এদিন তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. অবশেষে অপেক্ষার অবসান, 17 দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক
  2. আঁধার পেরিয়ে আলোয় 41 নির্মাণ শ্রমিক; 17 দিনের উৎকণ্ঠার অবসান, টাইমলাইনে ফিরে দেখা সিল্কিয়ারার উদ্ধার পর্ব
  3. উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল

হায়দরাবাদ, 28 অক্টোবর: 17 দিনের শাপমুক্তি ! 12 নভেম্বর ভোর থেকে 28 নভেম্বর, মঙ্গলবার রাত প্রায় 8টা ৷ দীর্ঘ প্রায় 398 ঘণ্টার রূদ্ধশ্বাস অপেক্ষা, কঠিন উদ্ধারকাজ পর্ব ও একের পর এক বাধা পেরিয়ে উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসেছেন 41 জন শ্রমিক ৷ পাহাড়ের ভিতরে পাথরের দেওয়াল চিরে 'অন্ধকার' থেকে এই মৃত্যুঞ্জয়ীদের বাইরের 'আলোয়' ফিরে আসায় মঙ্গলবার রাতে হাঁফ ছেড়ে নিশ্বাস নিয়েছে গোটা দেশ ৷ দীর্ঘ পথ পেরিয়ে এদিন এই উদ্ধারকাজ সফল হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শ্রমিকদের পরিবারও ৷ এই 41 জন শ্রমিক, তাঁদের পরিবার ও উদ্ধারকারীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় লিখেছেন, "সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সফল হওয়ার খবরে আমি খুশি ও আশ্বস্ত ৷ দেশ তাঁদের সহনশীলতা ও তাঁরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিকাঠামো তৈরি করেন তাকে কুর্নিশ জানায় ৷ ইতিহাসের সবচেয়ে কঠিন এই উদ্ধারকাজের সাফল্যের জন্য আমি বিশেষজ্ঞ ও উদ্ধারকারীদেরও অভিনন্দন জানাই ৷"

  • उत्तरकाशी में हमारे श्रमिक भाइयों के रेस्क्यू ऑपरेशन की सफलता हर किसी को भावुक कर देने वाली है।

    टनल में जो साथी फंसे हुए थे, उनसे मैं कहना चाहता हूं कि आपका साहस और धैर्य हर किसी को प्रेरित कर रहा है। मैं आप सभी की कुशलता और उत्तम स्वास्थ्य की कामना करता हूं।

    यह अत्यंत…

    — Narendra Modi (@narendramodi) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক্স হ্যান্ডেলে এক বার্তায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া আমাদের শ্রমিকভাইদের উদ্ধার করে আনার অভিযানের এই সফলতা ভাবুক করে দেওয়ার মতো ৷ যাঁরা এতদিন এই সুড়ঙ্গের মধ্যে আটকে ছিলেন আমি তাঁদের বলতে চাই, আপনাদের সাহস ও ধৈর্য্য সকলের কাছে প্রেরণার মতো ৷ আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি ৷ দীর্ঘ প্রতীক্ষার পর এবার আপনারা পরিবারের দেখা পাবেন, এটা অত্যন্ত সন্তোষজনক ৷" উদ্ধারকাজের সঙ্গে যাঁরা এই 17 দিন ধরে যুক্ত ছিলেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সফল উদ্ধারকাজের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করিও ৷ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারাও ৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে ছিলেন বাংলার তিন শ্রমিকও ৷ এই উদ্ধারকাজের সাফল্যে শ্রমিক ও উদ্ধারকারীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

  • I feel relieved and happy to learn that all the workers trapped in a tunnel in Uttarakhand have been rescued. Their travails over 17 days, as the rescue effort met with obstacles, have been a testament of human endurance. The nation salutes their resilience and remains grateful…

    — President of India (@rashtrapatibhvn) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার দুপুরের পরেও উদ্ধারকারীরা জানিয়ে দিয়েছিলেন, আর মাত্র 2 মিটার খননকাজ বাকি ৷ তা শেষ হলে এদিনই যেকোনও মুহুর্তে বাইরে বের করে আনা হবে 17 দিন ধরে টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে ৷ সেই মতো এদিন সন্ধ্যা 7টা 50 মিনিট নাগাদ একে একে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন শ্রমিকরা ৷ রাত 8টা 40 মিনিট নাগাদ শেষ হয় উদ্ধারকাজ ৷ উদ্ধারের পর 41 জন শ্রমিকেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় 35 কিমি দূরের চিনয়ালিসৌরের হাসপাতালে ৷

এদিন উদ্ধারকাজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ তার আগে শ্রমিকদের সঙ্গে দেখাও করেন তিনি ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ শেষে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ উদ্ধারকারীদেরকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ ধামী আরও জানান, 41 জন শ্রমিকই সুস্থ রয়েছেন, কেউ গুরুতর অসুস্থ নন ৷ প্রত্যেকে এদিন হামাগুড়ি দিয়ে নিজেরাই ওই 60 ইঞ্চির পাইপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসেন, কোনও স্ট্রেচারের প্রয়োজন পড়েনি ৷ এনডিআরএর এর উদ্ধারকারীরা এদিন প্রথমে শ্রমিকদের কাছে পৌঁছন, তারপর তাঁদের একে একে সুড়ঙ্গের বাইরে বের করে আনা হয় ৷

  • उत्तरकाशी की सिलक्यारा सुरंग में फंसे श्रमिक भाइयों की सुरक्षित वापसी बहुत ही खुशी का समाचार है। उन्हें और उनके परिवारों को मेरी दिली बधाई।

    भारत का निर्माण करने वाले हमारे मज़दूर भाइयों की सुरक्षा सर्वोपरि है। इस मुश्किल अभियान को सफल बनाने वाले सभी जांबाज़ों को मेरा सलाम है।…

    — Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেও থাকবেন উদ্ধার হওয়া শ্রমিকরা ৷ এতদিন বাইরের জল-হাওয়া ও সূর্যের আলো থেকে দূরে বদ্ধ পরিবেশে থাকায়, তাঁদের প্রথমিক চিকিৎসা প্রয়োজন ৷ বুধবার তাঁদের বাড়ি যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৷ রাজ্য সরকারের তরফে প্রত্যেক শ্রমিককে 1 লক্ষ টাকার অর্থিক সাহায্য করা হবে বলে ধামী জানিয়েছেন ৷ একইসঙ্গে এই টানেল বিপর্যয়ের তদন্ত হবে ও নির্মীয়মাণ অন্যান্য প্রকল্পেরও অডিট করা হবে বলে এদিন তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. অবশেষে অপেক্ষার অবসান, 17 দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক
  2. আঁধার পেরিয়ে আলোয় 41 নির্মাণ শ্রমিক; 17 দিনের উৎকণ্ঠার অবসান, টাইমলাইনে ফিরে দেখা সিল্কিয়ারার উদ্ধার পর্ব
  3. উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল
Last Updated : Nov 29, 2023, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.