দিল্লি, 27 ডিসেম্বর : দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষক বিক্ষোভ চলছে । আর সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উদ্ধার হল পঞ্জাবের এক আইনজীবীর দেহ । তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে ।
পুলিশ জানিয়েছে, পঞ্জাবের ফাজিলকা জেলার জালালাবাদের বাসিন্দা অমরজিৎ সিং-এর দেহ টিকরি সীমান্ত থেকে উদ্ধার করা হয় । বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের প্রাথমিক অনুমান ।
অমরজিতের দেহের পাশে যে নোটটি পাওয়া গিয়েছে সেখানে লেখা রয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সমর্থনে "নিজের জীবন উৎসর্গ করছেন" যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয় । সেখানে আরও লেখা রয়েছে, এই তিনটি "কালো" আইনের দ্বারা তাঁরা প্রতারিত হচ্ছে বলে মনে করছেন কৃষকরা । এবং মানুষের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদনও জানানো হয়েছে সেখানে ।
হরিয়ানার ঝাজর জেলার এক পুলিশ কর্তা জানান, "আমরা মৃতের আত্মীয়দের খবর দিয়েছি এবং তাঁরা এখানে এলে তাঁদের বক্তব্য রেকর্ড করা হবে এবং তদন্তের পরবর্তী প্রক্রিয়া পরিচালিত হবে ।"
এর আগে 65 বছর বয়সি শিখ ধর্মপ্রচারক সন্তরাম সিং চলতি মাসের শুরুর দিকে সিঙ্ঘু সীমান্তে আত্মহত্যা করেছিলেন । "কৃষকদের কষ্ট সহ্য করতে পারছেন না" বলে মৃত্যুর আগে দাবি করেছিলেন তিনি ।
আরও পড়ুন : মনের কথা শুনতে নারাজ, থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের