কুপওয়ারা, 26 মে : এনকাউন্টারে নিকেশ হল তিন জঙ্গি ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর গুলিতে জুমাগুন্ডে জঙ্গিরা মারা যায়, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ তিনজনই লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য (Lashkar-e-Taiba militants killed in Kupwara's Jumagund encounter) ৷
জম্মু ও কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, তাদের কাছে আগে থাকতেই খবর ছিল জঙ্গিরা কুপওয়ারার জুমাগুন্ড গ্রামে (Jumagund, Kupwara) অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৷ সেই অনুযায়ী এনকাউন্টার শুরু হয় ৷ আইজিপি কাশ্মীর একটি বিবৃতিতে বলেছেন, "তিনজন জঙ্গিকেই খতম করা হয়েছে ৷ তারা লস্কর-ই-তইবা গোষ্ঠীর ৷ এখনও তাদের পরিচয় জানা যায়নি ৷ জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে ৷"
-
#KupwaraEncounterUpdate: All three #terrorists killed, affiliated with proscribed #terror outfit LeT. Identification being ascertained. #Incriminating materials including arms & #ammunition recovered: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/WdnmmQzCUl
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KupwaraEncounterUpdate: All three #terrorists killed, affiliated with proscribed #terror outfit LeT. Identification being ascertained. #Incriminating materials including arms & #ammunition recovered: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/WdnmmQzCUl
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022#KupwaraEncounterUpdate: All three #terrorists killed, affiliated with proscribed #terror outfit LeT. Identification being ascertained. #Incriminating materials including arms & #ammunition recovered: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/WdnmmQzCUl
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022
আরও পড়ুন : Amreen Bhat Shot Dead : বদগামে টেলি-তারকার বাড়িতে ঢুকে গুলি, লস্কর-ই-তইবা জঙ্গি হানায় মৃত আমরিন ভাট
বুধবারই লস্কর-ই-তইবার তিন জঙ্গির আক্রমণে প্রাণ খুইয়েছেন টেলি-তারকা আমরিন ভাট (Amreen Bhat Shot Dead) ৷ তাঁর আত্মীয় 10 বছরের ফারহান জুবেরের হাতে গুলি লেগেছে ৷ ঘটনাটি ঘটেছে বদগাম জেলার হাশুরা চাদুরা (Hashoora Chadoora) এলাকায় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই জঙ্গিরা আমরিনের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে ৷ মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ এই হামলার তীব্র নিন্দা করেছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷