ETV Bharat / bharat

Jammu and Kashmir: উপত্যকায় সফল জঙ্গিদমন অভিযান, খতম এক লস্কর জঙ্গি - সন্ত্রাসবাদী

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদমন অভিযানে প্রাণ গেল এক লস্কর (Lashkar-e-Taiba) সদস্যের ৷ নিহতের নাম আদিল পারায় (Adil Parray) ৷

Lashkar e Taiba militant Adil Parray killed in an encounter in Jammu and Kashmir
Jammu and Kashmir: উপত্যকায় সফল জঙ্গিদমন অভিযান, খতম লস্করের এক সদস্য
author img

By

Published : Jun 12, 2022, 11:03 PM IST

শ্রীনগর, 12 জুন: কাশ্মীর উপত্যকায় (Jammu and Kashmir) জঙ্গিদমন অভিযানে নেমে আবারও সাফল্য পেল সেনা ও নিরাপত্তাবাহিনী ৷ রবিবার এমনই একটি অভিযানে নিকেশ এক জঙ্গি ৷ ঘটনাটি ঘটেছে শ্রীনগরের (Srinagar) সাঙ্গা (Sanga) এলাকায় ৷ নিহত ওই জঙ্গির নাম আদিল পারায় (Adil Parray) ৷ সে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি সেনাবাহিনীর ৷

এদিনের এই অভিযান প্রসঙ্গে টুইট করেছে জম্মু-কাশ্মীর পুলিশ (J&K Police) ৷ টুইটে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারকে (IGP Kashmir Vijay Kumar) উদ্ধৃত করে বলা হয়েছে, মধ্য কাশ্মীরের শ্রীনগরে এদিন জঙ্গিদমন অভিযান চালানো হয় ৷ সেই সময়েই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় গান্ডেরওয়ালের বাসিন্দা আদিলের ৷

আরও পড়ুন: Militant Killed in Pulwama : অবন্তিপোরা সেক্টরে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 1 জঙ্গি

এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, "গান্ডেরওয়ালের লস্কর জঙ্গি আদিল পারায় দুই পুলিশকর্মীকে খুনের ঘটনায় জড়িত ছিল ৷ জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য গুলাম হাসান দার এবং সইফুল্লা কাদরিকে গুলি করে খুন করা হয়েছিল ৷ এঁদের মধ্য়ে গুলাম হাসানকে সঙ্গমে এবং সইফুল্লাকে আনচার সৌরা এলাকায় খুন করা হয় ৷ দ্বিতীয় ঘটনায় 9 বছরের এক বালিকাও গুরুতর জখম হয়েছিল ৷ রবিবার সেই আদিলকেই খতম করে নিরাপত্তাবাহিনী ৷"

সম্প্রতি জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে ৷ একইসঙ্গে বেড়েছে জঙ্গিদমন অভিযানও ৷ এই নিয়ে চলতি বছর কাশ্মীরে 100 জন জঙ্গিকে নিকেশ করল সেনা, পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷

শ্রীনগর, 12 জুন: কাশ্মীর উপত্যকায় (Jammu and Kashmir) জঙ্গিদমন অভিযানে নেমে আবারও সাফল্য পেল সেনা ও নিরাপত্তাবাহিনী ৷ রবিবার এমনই একটি অভিযানে নিকেশ এক জঙ্গি ৷ ঘটনাটি ঘটেছে শ্রীনগরের (Srinagar) সাঙ্গা (Sanga) এলাকায় ৷ নিহত ওই জঙ্গির নাম আদিল পারায় (Adil Parray) ৷ সে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি সেনাবাহিনীর ৷

এদিনের এই অভিযান প্রসঙ্গে টুইট করেছে জম্মু-কাশ্মীর পুলিশ (J&K Police) ৷ টুইটে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারকে (IGP Kashmir Vijay Kumar) উদ্ধৃত করে বলা হয়েছে, মধ্য কাশ্মীরের শ্রীনগরে এদিন জঙ্গিদমন অভিযান চালানো হয় ৷ সেই সময়েই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় গান্ডেরওয়ালের বাসিন্দা আদিলের ৷

আরও পড়ুন: Militant Killed in Pulwama : অবন্তিপোরা সেক্টরে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 1 জঙ্গি

এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, "গান্ডেরওয়ালের লস্কর জঙ্গি আদিল পারায় দুই পুলিশকর্মীকে খুনের ঘটনায় জড়িত ছিল ৷ জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য গুলাম হাসান দার এবং সইফুল্লা কাদরিকে গুলি করে খুন করা হয়েছিল ৷ এঁদের মধ্য়ে গুলাম হাসানকে সঙ্গমে এবং সইফুল্লাকে আনচার সৌরা এলাকায় খুন করা হয় ৷ দ্বিতীয় ঘটনায় 9 বছরের এক বালিকাও গুরুতর জখম হয়েছিল ৷ রবিবার সেই আদিলকেই খতম করে নিরাপত্তাবাহিনী ৷"

সম্প্রতি জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে ৷ একইসঙ্গে বেড়েছে জঙ্গিদমন অভিযানও ৷ এই নিয়ে চলতি বছর কাশ্মীরে 100 জন জঙ্গিকে নিকেশ করল সেনা, পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.