ETV Bharat / bharat

Presidential Poll : এবার লক্ষ্য দেশের মসনদ, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে লালু প্রসাদ যাদব

15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । সেদিনই লালুপ্রসাদ যাদবের মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে (Lalu Prasad Yadav will contest in the Presidential Poll)।

Presidential Poll 2022
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি লালুপ্রসাদ যাদব
author img

By

Published : Jun 13, 2022, 2:41 PM IST

পটনা, 13 জুন : 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷ আগামী 18 জুলাই তাঁর উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক ৷ যা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারদের মতো বিরোধী দলনেতারা । এই পর্যন্ত কোনও চমক না এলেও, দেশবাসীকে চমকে দিলেন এক বিহারিবাবু । জানা গিয়েছে, রাষ্ট্রপতির চেয়ার দখলের জন্য লড়াই করবেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav set to contest Presidential polls) । তবে কী এবার 'অরাজনৈতিক' পদপ্রার্থী হয়ে আরও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নামছেন তিনি ?

ইতিমধ্যেই 15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । লালুপ্রসাদ যাদব দাবি করেছেন, তিনি ইতিমধ্যেই দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন । 15 জুন তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে । 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ।

ইনি অবশ্য রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান নন । 42 বছরের লালু মারহাউরা বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রামের বাসিন্দা । নাম এক হলেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তাঁর বিশেষ প্রভাব-প্রতিপত্তিও নেই । ফলে গতবার তিনি মনোনয়নপত্র জমা দিলেও পর্যাপ্ত সংখ্যক প্রস্তাবক না থাকায় তা গৃহীতই হয়নি । কিন্তু লালু হাল ছাড়তে নারাজ । ফলে আসন্ন নির্বাচনেও তাঁর একমাত্র লক্ষ্য দেশের সাংবিধানিক প্রধানের পদে বসা ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে

শুধু রাষ্ট্রপতি নির্বাচনেই নয়, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কখনও না কখনও প্রতিদ্বন্দ্বিতা করেছেন । তার মধ্যে প্রায় প্রত্যেকবার জামানত বাজেয়াপ্ত হলেও কুছ পরোয়া নেহি । লালুর কথায়, ''পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি । আর কিছু না হলে আমি সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রেকর্ড করতে পারি ।''

পটনা, 13 জুন : 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷ আগামী 18 জুলাই তাঁর উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক ৷ যা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারদের মতো বিরোধী দলনেতারা । এই পর্যন্ত কোনও চমক না এলেও, দেশবাসীকে চমকে দিলেন এক বিহারিবাবু । জানা গিয়েছে, রাষ্ট্রপতির চেয়ার দখলের জন্য লড়াই করবেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav set to contest Presidential polls) । তবে কী এবার 'অরাজনৈতিক' পদপ্রার্থী হয়ে আরও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নামছেন তিনি ?

ইতিমধ্যেই 15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । লালুপ্রসাদ যাদব দাবি করেছেন, তিনি ইতিমধ্যেই দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন । 15 জুন তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে । 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ।

ইনি অবশ্য রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান নন । 42 বছরের লালু মারহাউরা বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রামের বাসিন্দা । নাম এক হলেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তাঁর বিশেষ প্রভাব-প্রতিপত্তিও নেই । ফলে গতবার তিনি মনোনয়নপত্র জমা দিলেও পর্যাপ্ত সংখ্যক প্রস্তাবক না থাকায় তা গৃহীতই হয়নি । কিন্তু লালু হাল ছাড়তে নারাজ । ফলে আসন্ন নির্বাচনেও তাঁর একমাত্র লক্ষ্য দেশের সাংবিধানিক প্রধানের পদে বসা ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে

শুধু রাষ্ট্রপতি নির্বাচনেই নয়, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কখনও না কখনও প্রতিদ্বন্দ্বিতা করেছেন । তার মধ্যে প্রায় প্রত্যেকবার জামানত বাজেয়াপ্ত হলেও কুছ পরোয়া নেহি । লালুর কথায়, ''পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি । আর কিছু না হলে আমি সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রেকর্ড করতে পারি ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.