ETV Bharat / bharat

Govt asks medical students to serve in state : ডাক্তারি পাশ করে রাজ্যে চাকরি না-করলে গুণতে হবে জরিমানা - govt asks medical students to serve in state

সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ডাক্তারি পডুয়াদের জন্য নয়া নির্দেশিকা জারি করল লাদাখ সরকার (govt asks medical students to serve in state) । পড়াশোনা শেষে লাদাখের জন্য কাজ করতে হবে চিকিৎসকদের ।

medical students to serve in state
medical students to serve in state
author img

By

Published : Feb 7, 2022, 7:27 AM IST

শ্রীনগর, 7 ফেব্রুয়ারি: সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ডাক্তারি পডুয়াদের জন্য নয়া নির্দেশিকা জারি করল লাদাখ সরকার (govt asks medical students to serve in state )। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সকল পড়ুয়া সংরক্ষিত আসনে ডাক্তরি কোর্স সম্পন্ন করবেন তাদের সরকারকে পরিষেবা দিতে হবে । এই সরকারি নির্দেশিকা অমান্য করলে তাদের জরিমানও ধার্য করা হবে ।

লাদাখে এই সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এমবিবিএস স্টুডেন্টদের পাঁচ বছর এবং বিডিএস কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের তিন বছর সরকারকে পরিষেবা দিতে হবে ৷ তবে এই নির্দেশ শুধুমাত্র সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য ৷ এসটি কোটা বা অন্য যে কোনও ধরনের সংরক্ষিত আসনে ভর্তি হওয়ার আগে পড়ুয়াদের এই মর্মে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে নেওয়া হবে ৷ নির্দেশিকা না মানলে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জরিমান ধার্য হবে ৷ এমবিবিএস পড়ুয়াদের জন্য 50 লাখ এবং বিডিএস-এর জন্য 30 লাখ ৷ এখানেই শেষ নয় ৷ মাঝপথে কোর্স বদল করলে অথবা সম্পূর্ণ করতে না-পারলে বন্ডের অর্ধেক অর্থ সরকারকে দিতে হবে ৷

আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন

সরকারের এই নির্দেশিকার বিরোধিতা করেছেন লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের কাউন্সিলর স্মানলা দরজে নুরবু (Smanla Dorje Nurboo) ৷ তিনি জানান, বিতর্কিত এই আইনটি গত বছর চালু করেছে লাদাখ সরকার । লাদাখে মাত্র দুটি হাসপাতাল আছে । অথচ নির্দেশিকায় বলা হয়নি এতজন পড়শোনা শেষ করে কোথায় চাকরি করবে ৷ অথচ বলা হয়েছে পড়াশোনার পর লাদাখেই থাকতে হবে । তা পড়ুয়াদের স্বার্থবিরোধী । তাই অবিলনম্বে লাদাখ সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে ।

শ্রীনগর, 7 ফেব্রুয়ারি: সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ডাক্তারি পডুয়াদের জন্য নয়া নির্দেশিকা জারি করল লাদাখ সরকার (govt asks medical students to serve in state )। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সকল পড়ুয়া সংরক্ষিত আসনে ডাক্তরি কোর্স সম্পন্ন করবেন তাদের সরকারকে পরিষেবা দিতে হবে । এই সরকারি নির্দেশিকা অমান্য করলে তাদের জরিমানও ধার্য করা হবে ।

লাদাখে এই সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এমবিবিএস স্টুডেন্টদের পাঁচ বছর এবং বিডিএস কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের তিন বছর সরকারকে পরিষেবা দিতে হবে ৷ তবে এই নির্দেশ শুধুমাত্র সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য ৷ এসটি কোটা বা অন্য যে কোনও ধরনের সংরক্ষিত আসনে ভর্তি হওয়ার আগে পড়ুয়াদের এই মর্মে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে নেওয়া হবে ৷ নির্দেশিকা না মানলে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জরিমান ধার্য হবে ৷ এমবিবিএস পড়ুয়াদের জন্য 50 লাখ এবং বিডিএস-এর জন্য 30 লাখ ৷ এখানেই শেষ নয় ৷ মাঝপথে কোর্স বদল করলে অথবা সম্পূর্ণ করতে না-পারলে বন্ডের অর্ধেক অর্থ সরকারকে দিতে হবে ৷

আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন

সরকারের এই নির্দেশিকার বিরোধিতা করেছেন লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের কাউন্সিলর স্মানলা দরজে নুরবু (Smanla Dorje Nurboo) ৷ তিনি জানান, বিতর্কিত এই আইনটি গত বছর চালু করেছে লাদাখ সরকার । লাদাখে মাত্র দুটি হাসপাতাল আছে । অথচ নির্দেশিকায় বলা হয়নি এতজন পড়শোনা শেষ করে কোথায় চাকরি করবে ৷ অথচ বলা হয়েছে পড়াশোনার পর লাদাখেই থাকতে হবে । তা পড়ুয়াদের স্বার্থবিরোধী । তাই অবিলনম্বে লাদাখ সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.