কোটা, 20 সেপ্টেম্বর: কোটায় সর্বশেষ আত্মঘাতী ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে উঠে আসছে দু'রকমের তত্ত্ব ৷ নিটের জন্য প্রস্তুতি নেওয়া 16 বছরের ওই ছাত্রীর বাবার অভিযোগ, কোচিং সেন্টার থেকে পড়াশোনায় অতিরিক্ত চাপ দেওয়ার কারণেই তাঁর মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৷ এ দিকে, কোচিং ক্লাসে মৃত ছাত্রীর এক বন্ধুর হোয়াটসঅ্যাপ চ্যাট আবার অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে তদন্তের মোড় ৷ সেই চ্যাটে মৃত ছাত্রী লিখেছিল যে, তার একটি ছেলের সঙ্গে ব্রেকআপ হয়েছে ৷
কোচিং হাব কোটায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমে বেড়ে চলেছে ৷ আত্মহত্যা রুখতে প্রশাসন ও হস্টেল কর্তৃপক্ষের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও আত্মহত্যা থামানো যাচ্ছে না ৷ সোমবার রাতে আর এক নিটের পরীক্ষার্থী আত্মহত্যা করে ৷ এর ফলে চলতি বছরে এখনও পর্যন্ত পড়ুয়ার আত্মহত্যার সংখ্যা 25 ছুঁয়েছে ৷
আজই কোটায় পৌঁছেছেন মৃত ছাত্রীর বাবা সূর্য সিং ৷ তাঁর বাড়ি উত্তরপ্রদেশের মৌ-তে ৷ কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধেই পড়াশোনায় চাপ দেওয়ার অভিযোগ করেছেন তিনি । কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও চান সূর্য সিং । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তার তদন্ত শুরু হয়েছে । মৃত পড়ুয়ার বাবার অভিযোগ, কোচিং ইনস্টিটিউটের শিক্ষকদের কাছে হয়রানির শিকার হতে হয়েছে তাঁর সন্তানকে ৷ তার আত্মহত্যার জন্য কোচিং ইনস্টিটিউটকেই দায়ী করেছেন সূর্য সিং।
আরও পড়ুন: কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির
এ দিকে, ওই কোচিং ইনস্টিটিউটের অপর এক ছাত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে মৃত ছাত্রীর লেখা একটি মেসেজ দেখে তদন্তের মোড় অন্য দিকে ঘুরেছে ৷ ওই চ্যাটের স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, মেসেজে ওই ছাত্রী লিখেছিল একটি ছেলের সঙ্গে তার ব্রেক আপ হয়েছে ৷ আরও লেখা ছিল যে, এর পর আর বেঁচে থেকে কী লাভ ৷ তাই সে বিদায় নিচ্ছে ৷ কেন ওই ছাত্রী এ কথা লিখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
কোটা শহরের অতিরিক্ত পুলিশ সুপার ভগবত সিং হিঙ্গাড় বলেন যে, আত্মহত্যার কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে । মৃতার বাবা কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ সে ক্ষেত্রে কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধেও মামলা করা হবে । মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷