উদয়পুর, 29 জুন: মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পেশায় দর্জি কানহাইয়া লাল সাহুকে হত্যার ঘটনায় এবার সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য ৷ হত্যাকারীদের সঙ্গে সরাসরি পাক-যোগ পেলেন তদন্তকারীরা (Big disclosure has come to the fore in the Udaipur Murder Case) ৷ একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সাম্প্রদায়িক হিংসা নয়, উদয়পুর হত্যাকাণ্ডের পেছনে রয়েছে জঙ্গিযোগ ৷
এই ঘটনায় দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে অভিযুক্তদের পাকিস্তান যোগের কথা সামনে এসেছে । জানা গিয়েছে, দুই আসামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল । রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন, অভিযুক্ত ঘাউস মোহাম্মদ 2014-15 সালে 45 দিন পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে ৷ কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে ৷
-
इस घटना में मुकदमा UAPA के तहत दर्ज किया गया है इसलिए अब आगे की जांच NIA द्वारा की जाएगी जिसमें राजस्थान ATS पूर्ण सहयोग करेगी। पुलिस एवं प्रशासन पूरे राज्य में कानून व्यवस्था सुनिश्चित करें एवं उपद्रव करने के प्रयासों पर सख्ती से कार्रवाई करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">इस घटना में मुकदमा UAPA के तहत दर्ज किया गया है इसलिए अब आगे की जांच NIA द्वारा की जाएगी जिसमें राजस्थान ATS पूर्ण सहयोग करेगी। पुलिस एवं प्रशासन पूरे राज्य में कानून व्यवस्था सुनिश्चित करें एवं उपद्रव करने के प्रयासों पर सख्ती से कार्रवाई करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) June 29, 2022इस घटना में मुकदमा UAPA के तहत दर्ज किया गया है इसलिए अब आगे की जांच NIA द्वारा की जाएगी जिसमें राजस्थान ATS पूर्ण सहयोग करेगी। पुलिस एवं प्रशासन पूरे राज्य में कानून व्यवस्था सुनिश्चित करें एवं उपद्रव करने के प्रयासों पर सख्ती से कार्रवाई करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) June 29, 2022
মঙ্গলবার দুপুরে উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় কানাইলাল সাহুকে ৷ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন কানহাইয়া লাল সাহু ৷ ভিডিয়োতে দাবি করা হয়েছে, নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় কানহাইয়া লালকে খুন করা হয়েছে বলে ৷
-
NIA Registers a Case in the Incident of Brutal Murder of Shri Kanhaiya Lal Teli in Udaipur, Rajasthan pic.twitter.com/YtI48NHSJy
— NIA India (@NIA_India) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NIA Registers a Case in the Incident of Brutal Murder of Shri Kanhaiya Lal Teli in Udaipur, Rajasthan pic.twitter.com/YtI48NHSJy
— NIA India (@NIA_India) June 29, 2022NIA Registers a Case in the Incident of Brutal Murder of Shri Kanhaiya Lal Teli in Udaipur, Rajasthan pic.twitter.com/YtI48NHSJy
— NIA India (@NIA_India) June 29, 2022
আরও পড়ুন : উদয়পুরে ব্যবসায়ীকে ক্যামেরার সামনে খুন, হিংসা রুখতে রাজস্থানে এক মাসের জন্য 144 ধারা
পুলিশ সূত্রে খবর, ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয়েছে ৷ তদন্তকারীদের দাবি, 10 দিন আগে ওই খুনের ছক কষা হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উদয়পুর শহরে ৷ বেশকিছু জায়গায় গাড়ির টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ৷ সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ ঘটনার নিন্দা করে, দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি ৷