ETV Bharat / bharat

Khalistani Terrorist Sukha Duneke: কূটনৈতিক চাপনউতোরের মধ্যেই কানাডায় খুন খালিস্তানি জঙ্গি - গ্যাংস্টার সুখদুল সিং

India-Canada Diplomatic Row: ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে কানাডায় খুন হলেন খালিস্তানি জঙ্গি সুখা দুনেকে ৷ এনআইএ সূত্রে জানানো হয়েছে, গোষ্ঠীকলহের জেরেই মৃত্যু হয়েছে পঞ্জাবের মোগা জেলার গ্যাংস্টার সুখদুল সিং ওরফে সুখার ৷

Khalistani Terrorist Sukha Duneke
খালিস্তানি জঙ্গি সুখা দুনেকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে নির্মমভাবে হত্যা করা হল খালিস্তানি জঙ্গি সুখা দুনেকে ৷ জানা যাচ্ছে, গোষ্ঠীকলহের জেরেই মৃত্যু হয়েছে পঞ্জাবের মোগা জেলার গ্যাংস্টার সুখদুল সিং ওরফে সুখার ৷ তিনি কানাডায় খালিস্তান আন্দোলনের এক বিশিষ্ট নেতা ছিলেন ৷ এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) সূত্রে জানা গিয়েছে । সুখা দুনেকের মৃত্যুতে কানাডার শিখ সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে ৷ তবে খালিস্তানি জঙ্গির মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে আরও উত্তাপ বেড়েছে ।

সুখা দুনেকে দীর্ঘদিন ধরে কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার আরশদীপ সিং ওরফে আরশ দালার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷ সম্প্রতি এনআইএ 43 জন কুখ্যাত গ্যাংস্টারের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল সুখা দুনেকের ৷ এই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই সুখা দুনেকের আকস্মিক মৃত্যু ঘটনা ঘটল । অপরাধী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সুখা জড়িত থাকার কারণে প্রতিদ্বন্দ্বী দলগুলি তাকে প্রধান টার্গেট করেছিল ।

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অফ কমন্সে ভাষণ দিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন ৷ তাঁর দাবি, জুন মাসে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যোগ রয়েছে ৷ এমনটাই অভিযোগ রয়েছে তাঁর সরকারের কাছে । ট্রুডোর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই দুই দেশের মধ্যে অভিযোগ ও পালটা অভিযোগের পালা চলেছে । অবনতি হয়েছে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে ৷

  • #WATCH | Punjab | Visuals from the residence of gangster Sukhdool Singh in Moga. Reports have been coming in that he has been killed in Winnipeg, Canada in a gang land shooting but official confirmation is yet to come in.

    Earlier today, raids against gangsters and Khalistani… pic.twitter.com/2cRp0SW4IV

    — ANI (@ANI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের

45 বছর বয়সি হরদীপ সিং নিজ্জর ছিলেন একজন কুখ্যাত ভারতীয় জঙ্গি এবং নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান । 18 জুন কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে তাঁর মৃত্যু হয় ৷ নিজ্জর ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে একজন ছিলেন ৷ তাঁর মাথায় মূল্য ধার্য করা হয়েছিল নগদ 10 লক্ষ টাকা। ভারত ও কানাডার মধ্যে চলা কূটনৈতিক অচলবস্থার মধ্যে সুখা দুনেকের মৃত্যু খালিস্তানি চরমপন্থার বিষয়টিকে আন্তর্জাতিক স্পটলাইটে ফিরিয়ে এনেছে ৷ নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে নির্মমভাবে হত্যা করা হল খালিস্তানি জঙ্গি সুখা দুনেকে ৷ জানা যাচ্ছে, গোষ্ঠীকলহের জেরেই মৃত্যু হয়েছে পঞ্জাবের মোগা জেলার গ্যাংস্টার সুখদুল সিং ওরফে সুখার ৷ তিনি কানাডায় খালিস্তান আন্দোলনের এক বিশিষ্ট নেতা ছিলেন ৷ এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) সূত্রে জানা গিয়েছে । সুখা দুনেকের মৃত্যুতে কানাডার শিখ সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে ৷ তবে খালিস্তানি জঙ্গির মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে আরও উত্তাপ বেড়েছে ।

সুখা দুনেকে দীর্ঘদিন ধরে কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার আরশদীপ সিং ওরফে আরশ দালার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷ সম্প্রতি এনআইএ 43 জন কুখ্যাত গ্যাংস্টারের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল সুখা দুনেকের ৷ এই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই সুখা দুনেকের আকস্মিক মৃত্যু ঘটনা ঘটল । অপরাধী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সুখা জড়িত থাকার কারণে প্রতিদ্বন্দ্বী দলগুলি তাকে প্রধান টার্গেট করেছিল ।

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অফ কমন্সে ভাষণ দিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন ৷ তাঁর দাবি, জুন মাসে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যোগ রয়েছে ৷ এমনটাই অভিযোগ রয়েছে তাঁর সরকারের কাছে । ট্রুডোর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই দুই দেশের মধ্যে অভিযোগ ও পালটা অভিযোগের পালা চলেছে । অবনতি হয়েছে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে ৷

  • #WATCH | Punjab | Visuals from the residence of gangster Sukhdool Singh in Moga. Reports have been coming in that he has been killed in Winnipeg, Canada in a gang land shooting but official confirmation is yet to come in.

    Earlier today, raids against gangsters and Khalistani… pic.twitter.com/2cRp0SW4IV

    — ANI (@ANI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের

45 বছর বয়সি হরদীপ সিং নিজ্জর ছিলেন একজন কুখ্যাত ভারতীয় জঙ্গি এবং নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান । 18 জুন কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে তাঁর মৃত্যু হয় ৷ নিজ্জর ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে একজন ছিলেন ৷ তাঁর মাথায় মূল্য ধার্য করা হয়েছিল নগদ 10 লক্ষ টাকা। ভারত ও কানাডার মধ্যে চলা কূটনৈতিক অচলবস্থার মধ্যে সুখা দুনেকের মৃত্যু খালিস্তানি চরমপন্থার বিষয়টিকে আন্তর্জাতিক স্পটলাইটে ফিরিয়ে এনেছে ৷ নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.