ETV Bharat / bharat

Woman dies after consuming Biryani: মরণফাঁদ বিরিয়ানি ! অর্ডার করা খাবারে বিষক্রিয়ায় মৃত্যু মহিলার

বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী । সেটা খাওয়াই তাঁর কাল হল (Kerala woman orders Kuzhimanthi) । বিরিয়ানি খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি Kerala woman dies after consuming Biryani) । পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থমন্ত্রী ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 9:00 PM IST

কাসারগোদ (কেরল), 7 জানুয়ারি: বিরিয়ানি অর্ডার করেছিলেন (Kerala woman orders Kuzhimanthi) । সেটাই কাল হল বছর 20-এর অঞ্জু শ্রীপার্বতীর । স্থানীয় অর্ডার করা ওই কুঝিমান্থি (কেরলের পদ) খাওয়ার পরই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (Kerala woman dies after consuming Biryani) । স্থানীয় সূত্রে খবর, কেরলের কাসারাগোদ অঞ্চলের পেরুমবালার বাসিন্দা অঞ্জু (Kerala Woman Dies)। ডিসেম্বর 31 তারিখ, তিনি স্থানীয় হোটেল থেকে খাবার অর্ডার করেন । ওই খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি । শেষে শনিবার তাঁর মৃত্যু হয় ।

পুলিশ সূত্রে খবর, তাঁর মৃত্যুর পর একটি মামলা দায়ের করা হয় । ময়নাতদন্ত করা হয়েছে । রিপোর্ট আসার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । একই সঙ্গে জানানো হয়েছে, তাঁকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থা খারাপ হলে ম্যাঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দুই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের সঙ্গে কথা বলছে পুলিশ ।

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ মহিলা-সহ 8 শিশু

ওই রাজ্যের স্বাস্থমন্ত্রী ভীনা জর্জ (Veena George) ইতিমধ্যেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, "ফুড সেফটি কমিশনারকে (Commissioners of Food Safety) ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । ওই মেয়েটিকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল, তাতে কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি 21 আইটিবিপি জওয়ান

একই সঙ্গে জানানো হয়েছে, যেই হোটেলের খাবার খেয়ে মেয়েটির বিষক্রিয়া হয়েছিল, সেই হোটেলের লাইসেন্স ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের (Food Safety and Standards Act) অধীনে বাতিল করা হবে । প্রসঙ্গত, কয়েকদিন আগে কোঝিকোড়েও একই ঘটনা ঘটেছিল । একটি রেস্তোরা থেকে অর্ডার করা খাবার খেয়ে বিষক্রিয়ায় এক নার্স প্রাণ হারিয়েছিলেন ।

কাসারগোদ (কেরল), 7 জানুয়ারি: বিরিয়ানি অর্ডার করেছিলেন (Kerala woman orders Kuzhimanthi) । সেটাই কাল হল বছর 20-এর অঞ্জু শ্রীপার্বতীর । স্থানীয় অর্ডার করা ওই কুঝিমান্থি (কেরলের পদ) খাওয়ার পরই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (Kerala woman dies after consuming Biryani) । স্থানীয় সূত্রে খবর, কেরলের কাসারাগোদ অঞ্চলের পেরুমবালার বাসিন্দা অঞ্জু (Kerala Woman Dies)। ডিসেম্বর 31 তারিখ, তিনি স্থানীয় হোটেল থেকে খাবার অর্ডার করেন । ওই খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি । শেষে শনিবার তাঁর মৃত্যু হয় ।

পুলিশ সূত্রে খবর, তাঁর মৃত্যুর পর একটি মামলা দায়ের করা হয় । ময়নাতদন্ত করা হয়েছে । রিপোর্ট আসার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । একই সঙ্গে জানানো হয়েছে, তাঁকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থা খারাপ হলে ম্যাঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দুই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের সঙ্গে কথা বলছে পুলিশ ।

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ মহিলা-সহ 8 শিশু

ওই রাজ্যের স্বাস্থমন্ত্রী ভীনা জর্জ (Veena George) ইতিমধ্যেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, "ফুড সেফটি কমিশনারকে (Commissioners of Food Safety) ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । ওই মেয়েটিকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল, তাতে কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি 21 আইটিবিপি জওয়ান

একই সঙ্গে জানানো হয়েছে, যেই হোটেলের খাবার খেয়ে মেয়েটির বিষক্রিয়া হয়েছিল, সেই হোটেলের লাইসেন্স ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের (Food Safety and Standards Act) অধীনে বাতিল করা হবে । প্রসঙ্গত, কয়েকদিন আগে কোঝিকোড়েও একই ঘটনা ঘটেছিল । একটি রেস্তোরা থেকে অর্ডার করা খাবার খেয়ে বিষক্রিয়ায় এক নার্স প্রাণ হারিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.