ETV Bharat / bharat

Vizhinjam Violence: কেরালায় থানায় হামলা, 3 হাজার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

author img

By

Published : Nov 28, 2022, 1:58 PM IST

আদানি বন্দর প্রকল্পের (Adani Port Project) বিরুদ্ধে আন্দোলন চলছে কেরালায় (Kerala) ৷ সেই নিয়ে থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ পুলিশ 3 হাজার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷

Kerala Vizhinjam police station attack Cases against 3k persons
Vizhinjam Violence: কেরালায় থানায় হামলা, 3 হাজার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তিরুঅনন্তপুরম, 28 নভেম্বর: থানায় ভাঙচুর ও পুলিশ আধিকারিকদের মারধরের অভিযোগে 3 হাজার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ ঘটনাটি ঘটেছে কেরালার ভিজহিনজামে (Vizhinjam) ৷

রবিবার রাতে সেখানে আদানি বন্দর প্রকল্পের (Adani Port Project) বিরুদ্ধে আন্দোলন চলছিল ৷ সেই সময়ই ওই ঘটনাটি ঘটে ৷ এর জেরে 36 জন আহত হয়েছেন ৷ আহতরা তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) একাধিক হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছেন ৷

এর আগে রবিবার পুলিশ একটি এফআইআর করেছিল ৷ সেখানে অভিযুক্তদের তালিকায় অন্তত 15 জন ল্যাটিন ক্যাথলিক ধর্মগুরুর নাম ছিল ৷ ভিজহিনজামে হিংসা (Violence) ছড়ানোর অভিযোগেই ওই এফআইআর হয়েছিল ৷

তার পর রাতে থানায় হামলার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ সেই নিয়ে প্রতিবাদ করতেই থানার সামনে হাজির হয়েছিল বিক্ষোভকারীরা ৷ তখনই হামলা চালানো হয় ৷ কেরালা (Kerala) পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এমআর অজিত কুমার জানিয়েছেন, ওই হামলায় একজন সাব ইনস্পেক্টরের পা ভেঙেছে ৷ তাঁকে ইট ছুঁড়ে মারা হয়েছে বলে মনে হচ্ছে ৷

তিনি আরও জানিয়েছেন, পুলিশ নিজে থেকে বিক্ষোভ দমনে যায়নি ৷ বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে যতটা সম্ভব কড়া হওয়ার চেষ্টা করেছে ৷ বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে যাওয়ায় লাঠিচার্জ করা হয় ৷ আগে থেকেই 600 জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল ৷ পরে আরও 300 জনকে মোতায়েন করা হয়েছে ৷

এই প্রতিবাদ আন্দোলনের পুরোভাগে রয়েছে স্থানীয় ল্যাটিন চার্চ কর্তৃপক্ষ ৷ তাদের সঙ্গে রবিবার রাতেই বৈঠক করে পুলিশ ৷ সোমবারও বৈঠক রয়েছে ৷

আরও পড়ুন: নিমন্ত্রণ না পেয়েও বিয়ের অনুষ্ঠানে এসে মারধর যুবকের, আহত কনের বাবা-সহ কয়েকজন

তিরুঅনন্তপুরম, 28 নভেম্বর: থানায় ভাঙচুর ও পুলিশ আধিকারিকদের মারধরের অভিযোগে 3 হাজার অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ ঘটনাটি ঘটেছে কেরালার ভিজহিনজামে (Vizhinjam) ৷

রবিবার রাতে সেখানে আদানি বন্দর প্রকল্পের (Adani Port Project) বিরুদ্ধে আন্দোলন চলছিল ৷ সেই সময়ই ওই ঘটনাটি ঘটে ৷ এর জেরে 36 জন আহত হয়েছেন ৷ আহতরা তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) একাধিক হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছেন ৷

এর আগে রবিবার পুলিশ একটি এফআইআর করেছিল ৷ সেখানে অভিযুক্তদের তালিকায় অন্তত 15 জন ল্যাটিন ক্যাথলিক ধর্মগুরুর নাম ছিল ৷ ভিজহিনজামে হিংসা (Violence) ছড়ানোর অভিযোগেই ওই এফআইআর হয়েছিল ৷

তার পর রাতে থানায় হামলার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ সেই নিয়ে প্রতিবাদ করতেই থানার সামনে হাজির হয়েছিল বিক্ষোভকারীরা ৷ তখনই হামলা চালানো হয় ৷ কেরালা (Kerala) পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এমআর অজিত কুমার জানিয়েছেন, ওই হামলায় একজন সাব ইনস্পেক্টরের পা ভেঙেছে ৷ তাঁকে ইট ছুঁড়ে মারা হয়েছে বলে মনে হচ্ছে ৷

তিনি আরও জানিয়েছেন, পুলিশ নিজে থেকে বিক্ষোভ দমনে যায়নি ৷ বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে যতটা সম্ভব কড়া হওয়ার চেষ্টা করেছে ৷ বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে যাওয়ায় লাঠিচার্জ করা হয় ৷ আগে থেকেই 600 জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল ৷ পরে আরও 300 জনকে মোতায়েন করা হয়েছে ৷

এই প্রতিবাদ আন্দোলনের পুরোভাগে রয়েছে স্থানীয় ল্যাটিন চার্চ কর্তৃপক্ষ ৷ তাদের সঙ্গে রবিবার রাতেই বৈঠক করে পুলিশ ৷ সোমবারও বৈঠক রয়েছে ৷

আরও পড়ুন: নিমন্ত্রণ না পেয়েও বিয়ের অনুষ্ঠানে এসে মারধর যুবকের, আহত কনের বাবা-সহ কয়েকজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.