ETV Bharat / bharat

Record Liquor Sales in Kerala: ক্রিসমাসে কেরলে রেকর্ড সংখ্যক মদ বিক্রি, আয় 250 কোটি

স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (বেভকো)- এর দেওয়া তথ্য বলছে, এই বড়দিনের মরসুমে (Christmas season) কেরলে মদ বিক্রি বৃদ্ধি পেয়েছে 5 শতাংশ । 'ভগবানের আপন দেশে' প্রায় 250 কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর (Record Liquor Sales in Kerala) ৷

ETV Bharat
Liquor Sales in Kerala
author img

By

Published : Dec 27, 2022, 2:21 PM IST

Updated : Dec 27, 2022, 4:13 PM IST

কোচি (কেরল), 27 ডিসেম্বর: কেরলে মদ বিক্রি গত বছরের তুলনায় এবার ক্রিসমাসে (Christmas season) 5 শতাংশ বেড়েছে ৷ এমনটাই জানা গিয়েছে স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (বেভকো) সূত্রে ৷ 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে কেরলে প্রায় 250 কোটি টাকার মদ বিক্রি হয়েছে (Record Liquor Sales) ৷

রাজ্য জুড়ে সরকারি সংস্থা বেভকোর (State Beverages Corporation Ltd) আউটলেট থেকে শুধু বড়দিনে 90 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । বিক্রির সম্পূর্ণ হিসেব এখনও এসে পৌঁছয়নি । এরই মধ্যে গত বছরের বিক্রির রেকর্ড ছাড়িয়ে গিয়েছে । সামনেই নতুন বছর ৷ ফলে বিক্রি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বেভকোর কর্তারা । এবার রেকর্ড বিক্রি হতে পারে বলে তাঁদের অনুমান ৷ রাজ্য সরকার ওয়াইনের উপর বিক্রয় কর 112 শতাংশ থেকে কমিয়ে 86 শতাংশ করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ফাইনালের রাতে 50 কোটির মদ বিক্রি করল কেরলের সরকারি সংস্থা !

এর আগে বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2022 ) ঘিরেও একই ছবি দেখা গিয়েছিল। সেদি পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষের চোখ ছিল টিভির পর্দায়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে 'চেষ্টার ত্রুটি ছিল না' কেরলেও। জানা গিয়েছিল, মেসি-এমবাপেরা যখন মাঠে স্কিলের ঝড় তুলছিলেন তখন এ রাজ্যে প্রায় 50 কোটি টাকার মদ বিক্রি করেছিল এই সরকারি সংস্থা বেভকো ৷ এমন কাণ্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছিল (Kerala liquor company registered sale of 50 crore) বিভিন্ন মহলে। সন্ধ্যা থেকেই বাড়তে শুরু করে ভিড । বেডকোর কর্তারা প্রথম থেকেই বুঝতে পারছিলেন তাঁদের বিক্রি বাড়তে চলেছে । তবে শেষমেশ বিক্রির পরিমাণ যে বেড়ে 250 কোটিতে গিয়ে ঠেকবে এমনটা জানা ছিল না তাঁদের কারও । গভীর রাত পর্যন্ত খোলা ছিল বিভিন্ন দোরকান । পরদিন সোমবার হিসেব কষতে বসেন সংস্থার কর্তারা । বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্ট যোগ করে দেখা গিয়েছিল বিক্রি 250 কোটি ছাড়িয়েছে । যে কোনও উৎসবেই এই ছবি দেখতে পাওয়া যায় । কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর পর মদ বিক্রির যে পরিসংখ্যান হাতে আসে তা দেখেও অবাক হওয়া ছাড়া উপায় থাকে না । প্রায় একই ছবি ধরা পড়ল কেরলে ।

আরও পড়ুন: বিদেশি মদ-বিয়ার নয়, বাংলায় বাড়ছে দেশি মদের চাহিদা

কোচি (কেরল), 27 ডিসেম্বর: কেরলে মদ বিক্রি গত বছরের তুলনায় এবার ক্রিসমাসে (Christmas season) 5 শতাংশ বেড়েছে ৷ এমনটাই জানা গিয়েছে স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (বেভকো) সূত্রে ৷ 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে কেরলে প্রায় 250 কোটি টাকার মদ বিক্রি হয়েছে (Record Liquor Sales) ৷

রাজ্য জুড়ে সরকারি সংস্থা বেভকোর (State Beverages Corporation Ltd) আউটলেট থেকে শুধু বড়দিনে 90 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । বিক্রির সম্পূর্ণ হিসেব এখনও এসে পৌঁছয়নি । এরই মধ্যে গত বছরের বিক্রির রেকর্ড ছাড়িয়ে গিয়েছে । সামনেই নতুন বছর ৷ ফলে বিক্রি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বেভকোর কর্তারা । এবার রেকর্ড বিক্রি হতে পারে বলে তাঁদের অনুমান ৷ রাজ্য সরকার ওয়াইনের উপর বিক্রয় কর 112 শতাংশ থেকে কমিয়ে 86 শতাংশ করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ফাইনালের রাতে 50 কোটির মদ বিক্রি করল কেরলের সরকারি সংস্থা !

এর আগে বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2022 ) ঘিরেও একই ছবি দেখা গিয়েছিল। সেদি পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষের চোখ ছিল টিভির পর্দায়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে 'চেষ্টার ত্রুটি ছিল না' কেরলেও। জানা গিয়েছিল, মেসি-এমবাপেরা যখন মাঠে স্কিলের ঝড় তুলছিলেন তখন এ রাজ্যে প্রায় 50 কোটি টাকার মদ বিক্রি করেছিল এই সরকারি সংস্থা বেভকো ৷ এমন কাণ্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছিল (Kerala liquor company registered sale of 50 crore) বিভিন্ন মহলে। সন্ধ্যা থেকেই বাড়তে শুরু করে ভিড । বেডকোর কর্তারা প্রথম থেকেই বুঝতে পারছিলেন তাঁদের বিক্রি বাড়তে চলেছে । তবে শেষমেশ বিক্রির পরিমাণ যে বেড়ে 250 কোটিতে গিয়ে ঠেকবে এমনটা জানা ছিল না তাঁদের কারও । গভীর রাত পর্যন্ত খোলা ছিল বিভিন্ন দোরকান । পরদিন সোমবার হিসেব কষতে বসেন সংস্থার কর্তারা । বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্ট যোগ করে দেখা গিয়েছিল বিক্রি 250 কোটি ছাড়িয়েছে । যে কোনও উৎসবেই এই ছবি দেখতে পাওয়া যায় । কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর পর মদ বিক্রির যে পরিসংখ্যান হাতে আসে তা দেখেও অবাক হওয়া ছাড়া উপায় থাকে না । প্রায় একই ছবি ধরা পড়ল কেরলে ।

আরও পড়ুন: বিদেশি মদ-বিয়ার নয়, বাংলায় বাড়ছে দেশি মদের চাহিদা

Last Updated : Dec 27, 2022, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.