ETV Bharat / bharat

Aryadan Mohammed Dies: প্রয়াত কেরলের বরিষ্ঠ কংগ্রেস নেতা আর্যদান মহম্মদ - পিনারাই বিজয়ন

বয়সজনিত কারণে মৃত্যু হল কেরলের কংগ্রেস নেতা আর্যদান মহম্মদের (Kerala Congress Leader Aryadan Mohammed Dies) ৷ রবিবার কেরলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ৷ আগামিকাল তাঁর শেষকৃত্য হবে ৷

Kerala Congress Leader Aryadan Mohammed Dies at Age of 87
Kerala Congress Leader Aryadan Mohammed Dies at Age of 87
author img

By

Published : Sep 25, 2022, 3:33 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: প্রয়াত কেরলের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আটবারের বিধায়ক আর্যদান মহম্মদ (Kerala Congress Leader Aryadan Mohammed Dies) ৷ রবিবার কেরলের কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণের রাজ্যটির তিনবারের মন্ত্রী ৷ মৃত্যুকালে আর্যদান মহম্মদের বয়স হয়েছিল 87 বছর ৷ এদিন তাঁর পরিবার জানিয়েছে, আর্যদান মহম্মদ বয়সজনিত কারণে গত একসপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

1977-2011 সাল পর্যন্ত 8 বার নিলাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত এই কংগ্রেস নেতা ৷ তিনি ই কে নয়ানার শাসনকালে মন্ত্রী ছিলেন ৷ এমনকি একে অ্যান্টনি এবং ওমেন চান্দি সরকারের মন্ত্রিসভারও সদস্য ছিলেন এই কংগ্রেস নেতা ৷ তাঁর ছেলে আর্যদান শওকত জানিয়েছেন, আজ দুপুরে তাঁর দেহ নিলাম্বুরে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে আর্যদান মহম্মদকে শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ যদিও তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার সকাল 9টায় ৷

কংগ্রেসের একাধিক শীর্ষনেতা তাঁদের কর্মসূচি কাটছাঁট করেছেন প্রয়াত আর্যদান মহম্মদকে সম্মান জানাতে ৷ দিল্লি থেকেও কংগ্রেসের কয়েকজন প্রতিনিধি নিলাম্বুরে যেতে পারেন বলে জানা গিয়েছে ৷ এদিন কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) শোকপ্রকাশ করে বলেন, ‘‘আর্যদান মহম্মদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বামপন্থীদের সঙ্গে ও বিরুদ্ধে সমানভাবে কাজ করেছেন ৷’’

আরও পড়ুন: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

প্রায় 70 দশকের বেশি সময় ধরে তিনি একনিষ্ঠভাবে কংগ্রেস করে গিয়েছেন প্রয়াত বর্ষীয়ান নেতা ৷ তাঁর প্রয়াণে কেরলের কংগ্রেস নেতৃত্ব শোকপ্রকাশ করেছে ৷ কেরল কংগ্রেসের সভাপতি কে সুধাকান বলেন, ‘‘মহম্মদ এমন একজন কংগ্রেস নেতা ছিলেন, যিনি দলের আত্মার সঙ্গে জড়িত ৷ 70 দশক ধরে কংগ্রেস পার্টির সঙ্গে ছিলেন ৷’’

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: প্রয়াত কেরলের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আটবারের বিধায়ক আর্যদান মহম্মদ (Kerala Congress Leader Aryadan Mohammed Dies) ৷ রবিবার কেরলের কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণের রাজ্যটির তিনবারের মন্ত্রী ৷ মৃত্যুকালে আর্যদান মহম্মদের বয়স হয়েছিল 87 বছর ৷ এদিন তাঁর পরিবার জানিয়েছে, আর্যদান মহম্মদ বয়সজনিত কারণে গত একসপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

1977-2011 সাল পর্যন্ত 8 বার নিলাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত এই কংগ্রেস নেতা ৷ তিনি ই কে নয়ানার শাসনকালে মন্ত্রী ছিলেন ৷ এমনকি একে অ্যান্টনি এবং ওমেন চান্দি সরকারের মন্ত্রিসভারও সদস্য ছিলেন এই কংগ্রেস নেতা ৷ তাঁর ছেলে আর্যদান শওকত জানিয়েছেন, আজ দুপুরে তাঁর দেহ নিলাম্বুরে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে আর্যদান মহম্মদকে শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ যদিও তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার সকাল 9টায় ৷

কংগ্রেসের একাধিক শীর্ষনেতা তাঁদের কর্মসূচি কাটছাঁট করেছেন প্রয়াত আর্যদান মহম্মদকে সম্মান জানাতে ৷ দিল্লি থেকেও কংগ্রেসের কয়েকজন প্রতিনিধি নিলাম্বুরে যেতে পারেন বলে জানা গিয়েছে ৷ এদিন কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) শোকপ্রকাশ করে বলেন, ‘‘আর্যদান মহম্মদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বামপন্থীদের সঙ্গে ও বিরুদ্ধে সমানভাবে কাজ করেছেন ৷’’

আরও পড়ুন: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

প্রায় 70 দশকের বেশি সময় ধরে তিনি একনিষ্ঠভাবে কংগ্রেস করে গিয়েছেন প্রয়াত বর্ষীয়ান নেতা ৷ তাঁর প্রয়াণে কেরলের কংগ্রেস নেতৃত্ব শোকপ্রকাশ করেছে ৷ কেরল কংগ্রেসের সভাপতি কে সুধাকান বলেন, ‘‘মহম্মদ এমন একজন কংগ্রেস নেতা ছিলেন, যিনি দলের আত্মার সঙ্গে জড়িত ৷ 70 দশক ধরে কংগ্রেস পার্টির সঙ্গে ছিলেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.