দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের কৃষক নেতাদের মধ্যে রবিবার জাতীয় রাজধানীর বিধানসভায় কৃষির আইন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির পরিবহন ও পরিবেশমন্ত্রী কৈলাস গেহলট সহ, জল ও পর্যটনমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ।
কৃষকদের উৎপাদন ও বাণিজ্য (উন্নয়ন ও সুবিধা) আইন ২০২০ , মূল্য আশ্বাস এবং খামার পরিষেবা আইন ২০২০ এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধন) আইন , ২০২০ সম্পর্কিত কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) চুক্তি আইন ২০২০ - এই তিনটি নতুন আইনের বিরুদ্ধে বিগত বছরের নভেম্বর থেকে কৃষকরা রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিবাদ গড়ে তুলেছে।
কেন্দ্রীয় সরকার কৃষক ইউনিয়নগুলির এই প্রতিবাদের জেরে ১২-১৮ মাসের জন্য 'আটকে' রাখার প্রস্তাব দিয়েছে । প্রায় তিন মাস ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকরা যে তিনটি নতুন আইনবিরোধী বিক্ষোভ করছেন তার বিরুদ্ধে কৃষকদের তাদের তিনটি নতুন আইন বাতিলের দাবি নিয়ে বিভিন্ন দফায় আলোচনা হয়েছে।