ETV Bharat / bharat

Yadadri Temple : সোনায় মোড়া হবে ইয়াদাদরি মন্দিরের চূড়া, 125 কেজি স্বর্ণ কিনবে তেলাঙ্গানা সরকার - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

গতকাল ইয়াদাদরির শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দির দর্শনে যান তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর ৷ তিনি জানান, মন্দিরের চূড়া পুরোপুরি সোনা দিয়ে মুড়ে ফেলা হবে ৷ এর জন্য যা সোনা লাগবে, তা কিনবে রাজ্য সরকার ৷ তিনি নিজেও 1.16 কেজি সোনা দেওয়ার কথা জানিয়েছেন ৷

মন্দিরে মুখ্যমন্ত্রী কেসিআর
মন্দিরে মুখ্যমন্ত্রী কেসিআর
author img

By

Published : Oct 21, 2021, 8:39 AM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর : সোনায় সাজবে তেলাঙ্গানা ইয়াদাদরির শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের (Yadadri Temple) চূড়া ৷ এর জন্য ব্যক্তিগতভাবে 1.16 কেজি সোনা দান করবেন তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী (Chief Minister) কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao) ৷ তবে মন্দিরের চূড়া সোনায় মুড়ে ফেলতে যে পরিমাণ স্বর্ণের প্রয়োজন তা কিনবে তেলাঙ্গানা সরকার ৷ গত মঙ্গলবার ইয়াদাদরি মন্দিরে গিয়ে একথা ঘোষণা করেন কেসিআর ৷ তিনি বলেন, "আমার পরিবার প্রথম মন্দিরের চূড়ার জন্য 1.16 কেজি সোনা দান করবে ৷ একই ভাবে, মন্ত্রী মাল্লারেড্ডিও (Mallareddy) 1 কেজি সোনা দেবেন ৷"

ইয়াদাদরি শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দির (Yadadri Sri Lakshmi Narasimha Swamy) দর্শনে গিয়ে তিনি জানান 2022-এর 28 মার্চ খুলে দেওয়া হবে মন্দিরের দরজা ৷ মহাকুম্ভ সমপ্রোক্ষণে (Mahakumbha Samprokshan) মন্দির উদ্বোধন হবে ৷

আরও পড়ুন : Rasogolla Chaat : ‘রসগোল্লা চাট’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

কেসিআরের ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে এই মন্দিরের চূড়া সোনা দিয়ে সাজাতে বহু উৎসাহী ভক্ত সোনা দেওয়ার কথা জানান ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের চূড়া সাজাতে তেলাঙ্গানা সরকার (Telangana government) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (Reserve Bank of India, RBI) থেকে 125 কেজি খাঁটি সোনা কেনার সিদ্ধান্ত নিয়েছে ৷ তিনি বলেন, "এই সোনা কিনতে আমাদের প্রায় 60-65 কোটি টাকা খরচ হবে ৷ অর্থ সংগ্রহ করে আমরা আরবিআই-এর কাছ থেকে সোনা কিনব ৷"

মুখ্যমন্ত্রী ইয়াদাদরি মন্দিরে যাওয়ার পর একদিনে 22 কেজি সোনা দান করেছেন ভক্তরা ৷ হেটেরো গ্রুপের (Hetero Group of Companies) চেয়ারম্যান পার্থসারথী রেড্ডি (Parthasarathy Reddy) তাঁর পরিবারের পক্ষ থেকে 5 কেজি সোনা দান করার কথা জানান ৷ রাজ্যের অর্থমন্ত্রী তান্নিরু হরিশ রাও (Tanniru Harish Rao) সিদ্ধিপেট বিধানসভা কেন্দ্রের (Siddipet constituency) তরফে 1 কেজি সোনা দেবেন বলে জানিয়েছেন ৷ নগর কুরনুল-এর (Nagar Kurnool) সাংসদ মাররি জনার্ধন রেড্ডি (Marri Janardhan Reddy) 2 কেজি সোনা দেবেন ৷ রাজ্যের আরও বহু বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন পরিমাণে সোনা দিয়ে মুড়ে দেবেন ইয়াদাদরি মন্দিরের চূড়া ৷

হায়দরাবাদ, 21 অক্টোবর : সোনায় সাজবে তেলাঙ্গানা ইয়াদাদরির শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের (Yadadri Temple) চূড়া ৷ এর জন্য ব্যক্তিগতভাবে 1.16 কেজি সোনা দান করবেন তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী (Chief Minister) কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao) ৷ তবে মন্দিরের চূড়া সোনায় মুড়ে ফেলতে যে পরিমাণ স্বর্ণের প্রয়োজন তা কিনবে তেলাঙ্গানা সরকার ৷ গত মঙ্গলবার ইয়াদাদরি মন্দিরে গিয়ে একথা ঘোষণা করেন কেসিআর ৷ তিনি বলেন, "আমার পরিবার প্রথম মন্দিরের চূড়ার জন্য 1.16 কেজি সোনা দান করবে ৷ একই ভাবে, মন্ত্রী মাল্লারেড্ডিও (Mallareddy) 1 কেজি সোনা দেবেন ৷"

ইয়াদাদরি শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দির (Yadadri Sri Lakshmi Narasimha Swamy) দর্শনে গিয়ে তিনি জানান 2022-এর 28 মার্চ খুলে দেওয়া হবে মন্দিরের দরজা ৷ মহাকুম্ভ সমপ্রোক্ষণে (Mahakumbha Samprokshan) মন্দির উদ্বোধন হবে ৷

আরও পড়ুন : Rasogolla Chaat : ‘রসগোল্লা চাট’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

কেসিআরের ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে এই মন্দিরের চূড়া সোনা দিয়ে সাজাতে বহু উৎসাহী ভক্ত সোনা দেওয়ার কথা জানান ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের চূড়া সাজাতে তেলাঙ্গানা সরকার (Telangana government) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (Reserve Bank of India, RBI) থেকে 125 কেজি খাঁটি সোনা কেনার সিদ্ধান্ত নিয়েছে ৷ তিনি বলেন, "এই সোনা কিনতে আমাদের প্রায় 60-65 কোটি টাকা খরচ হবে ৷ অর্থ সংগ্রহ করে আমরা আরবিআই-এর কাছ থেকে সোনা কিনব ৷"

মুখ্যমন্ত্রী ইয়াদাদরি মন্দিরে যাওয়ার পর একদিনে 22 কেজি সোনা দান করেছেন ভক্তরা ৷ হেটেরো গ্রুপের (Hetero Group of Companies) চেয়ারম্যান পার্থসারথী রেড্ডি (Parthasarathy Reddy) তাঁর পরিবারের পক্ষ থেকে 5 কেজি সোনা দান করার কথা জানান ৷ রাজ্যের অর্থমন্ত্রী তান্নিরু হরিশ রাও (Tanniru Harish Rao) সিদ্ধিপেট বিধানসভা কেন্দ্রের (Siddipet constituency) তরফে 1 কেজি সোনা দেবেন বলে জানিয়েছেন ৷ নগর কুরনুল-এর (Nagar Kurnool) সাংসদ মাররি জনার্ধন রেড্ডি (Marri Janardhan Reddy) 2 কেজি সোনা দেবেন ৷ রাজ্যের আরও বহু বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন পরিমাণে সোনা দিয়ে মুড়ে দেবেন ইয়াদাদরি মন্দিরের চূড়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.