বেঙ্গালুরু, 31 অগস্ট : বেঙ্গালুরুতে (Bengaluru) মর্মান্তিক দুর্ঘটনায় (Bengaluru Accident) মৃত্যু হল তামিলনাড়ুর (Tamil Nadu) ডিএমকে বিধায়কের ছেলে (DMK MLA's Son Death) ও পুত্রবধূর ৷ মঙ্গলবার ভোর রাতে কোরামঙ্গলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি ৷ ওই দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্য়ু হয়েছে ৷
ভোর রাতে তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফুটপাথে উঠে পড়ে অডি কিউথ্রি ৷ বিলাসবহুল সেই গাড়িতে বসেছিলেন তিনজন মহিলা ও চারজন পুরুষ ৷ তাঁদের 7 জনেরই মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির কোনও আরোহীরই সিটবেল্ট পরা ছিল না ৷
কোরামঙ্গলায় ফুটপাথের উপর গাড়িটি আছড়ে পড়ার সাংঘাতিক দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে ৷ ঘটনাস্থলেই মারা যান তিন মহিলা-সহ 6 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় অবশিষ্ট একজনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন: Post Poll Violence : 11 দিন পরও নিষ্ক্রিয় সিট, প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে হাইকোর্ট
মৃতদের মধ্যে রয়েছেন ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের (Y Prakash) ছেলে করুণা সাগর (Karuna Sagar) ও পুত্রবধূ বিন্দু ৷ বাকি পাঁচজন হলেন, ঈশিতা (21), ডা. দনুশা (21), কেরালার অক্ষয় গোয়েল, হরিয়ানার উৎসব ও হুবলির রোহিত (23) ৷ তিনজন গাড়ির সামনের আসনে ও চারজন পেছনের আসনে বসেছিলেন ৷ আডুগোডি ট্র্যাফিক পুলিশ স্টেশনে এই নিয়ে মামলা দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন: Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের
ঘটনাস্থলে গিয়েছিলেন যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) ডা. বিআর রবিকান্তে গৌড়া ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, "চালকের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ গাড়িতে কেউ সিটবেল্ট পরেছিলেন না ৷ দুর্ঘটনার সময় এয়ারব্যাগ খোলেনি ৷ গোটা ঘটনা আমরা তদন্ত করে দেখছি ৷"
আরও পড়ুন: Bikaner Accident : বিকানেরে পথ দুর্ঘটনা, মৃত 11
মৃত করুণা সাগরের বাবা প্রকাশ দেনকানকোটের কৃষ্ণগিরি জেলার বিধায়ক ৷ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতেও তিনি পরিচিত নাম ৷ কৃষ্ণগিরির সঞ্জীবনী ব্লু মেটালের পার্টনার তিনি ৷ যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি 2015 সালের নভেম্বর মাসে কেনা হয়েছিল ৷
আরও পড়ুন : Gold Seized : গলানো সোনা জিন্সে লুকিয়ে পাচারের চেষ্টা, কন্নুর বিমানবন্দরে আটক 1