ETV Bharat / bharat

PM Modi Roadshow: মোদির 37 কিলোমিটার রোড শোয়ের সাক্ষী থাকবেন 10 লক্ষ মানুষ - 37 কিলোমিটার দীর্ঘ রোড শো করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 6 মে বেঙ্গালুরুতে দুই ধাপে 37 কিলোমিটার দীর্ঘ রোড-শো করবেন। যাত্রী ও সড়ক ব্যবহারকারীদের অসুবিধার কথা মাথায় রেখেই মেগা রোড-শো নির্ধারিত সময়ের আগে করা হবে বলে জানিয়েছে রাজ্য় নেতৃত্ব।

Etv Bharat
রোড-শো করবেন প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : May 3, 2023, 10:43 PM IST

বেঙ্গালুরু, 3 মে: লোকসভা ভোটের আগে কার্যত কর্ণাটককে পাখির চোখ করেছে বিজেপি ৷ কয়েকদিনের অন্তরে ফের রাজ্যে রোড-শো করবেন প্রধানমন্ত্রী ৷ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দুটি ধাপে 37 কিলোমিটার দীর্ঘ রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাঙ্গালোর লোকসভা কেন্দ্রের সাংসদ পিসি মোহন জানিয়েছেন, আগামী 6 মে প্রধানমন্ত্রীর এই রোড-শো রাজ্যের 23টি বিধানসভা আসনকেই ছুঁয়ে যাবে ৷ সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে ৷

বুধবার রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংসদ পিসি মোহন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 6 মে শনিবার 'কর্ণাটক সংকল্প' নামে একটি জনসভা করার কর্মসূচি রয়েছে। ওই সমাবেশটি পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এক সপ্তাহ ধরে নির্ধারিত ছিল। কিন্তু জনসাধারণের অসুবিধা এড়াতে সমাবেশের বিষয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আগাম জানানো হয়েছে। মোট 37 কিলোমিটার দীর্ঘ রুট নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। মোহন বলেন, "আমাদের সমাবেশ ভারত জোরো যাত্রার থেকে আলাদা হবে। আশা করছি, 10 লক্ষ লোক এই সমাবেশে যোগ দেবেন।"

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নির্দিষ্ট দিনে বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর এয়ারপোর্টে পৌঁছনোর পর সেখান থেকে সিভি রমন নগর হয়ে ব্রিগেড রোডের ওয়ার মেমোরিয়াল পর্যন্ত রোড-শো শুরু করবেন। পরে, প্রধানমন্ত্রী মোদির রোড-শো বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে বেঙ্গালুরু দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে মল্লেশ্বরায় পৌঁছবে বলে খবর। বেঙ্গালুরুর সাংসদ জানিয়েছেন, সকালে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এবং সন্ধ্যায় সাড়ে 26 কিলোমিটার দীর্ঘ রোড-শো অনুষ্ঠিত হবে।

বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তেজস্বী সূর্য বলেন, "প্রধানমন্ত্রী কার্যত আমাদের দোরগোড়ায় আসছেন। এটা জনগণের কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। প্রতি পাঁচ বছর অন্তর গণতন্ত্রের উৎসব উদযাপনের উপলক্ষ্য।" তিনি আরও বলেন, "বেঙ্গালুরু শহরের জন্য একটি স্যাটেলাইট টাউনশিপ তৈরি করা হয়েছিল। যেখানে মেট্রো ছিল মাত্র 7 কিলোমিটার ছিল, এখন 75 কিলোমিটার পর্যন্ত দূরত্বের করা হয়েছে। কেম্পেগৌড়া বিমানবন্দর টার্মিনাল (দুই) শেষ হয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখানে জনগণ ধন্যবাদ জানাতে আসবেন। তাঁরা প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করবেন।"

আরও পড়ুন: কংগ্রেসের বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলতেই হনুমানের নামে জয়ধ্বনি মোদির

বেঙ্গালুরু, 3 মে: লোকসভা ভোটের আগে কার্যত কর্ণাটককে পাখির চোখ করেছে বিজেপি ৷ কয়েকদিনের অন্তরে ফের রাজ্যে রোড-শো করবেন প্রধানমন্ত্রী ৷ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দুটি ধাপে 37 কিলোমিটার দীর্ঘ রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাঙ্গালোর লোকসভা কেন্দ্রের সাংসদ পিসি মোহন জানিয়েছেন, আগামী 6 মে প্রধানমন্ত্রীর এই রোড-শো রাজ্যের 23টি বিধানসভা আসনকেই ছুঁয়ে যাবে ৷ সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে ৷

বুধবার রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংসদ পিসি মোহন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 6 মে শনিবার 'কর্ণাটক সংকল্প' নামে একটি জনসভা করার কর্মসূচি রয়েছে। ওই সমাবেশটি পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এক সপ্তাহ ধরে নির্ধারিত ছিল। কিন্তু জনসাধারণের অসুবিধা এড়াতে সমাবেশের বিষয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আগাম জানানো হয়েছে। মোট 37 কিলোমিটার দীর্ঘ রুট নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। মোহন বলেন, "আমাদের সমাবেশ ভারত জোরো যাত্রার থেকে আলাদা হবে। আশা করছি, 10 লক্ষ লোক এই সমাবেশে যোগ দেবেন।"

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নির্দিষ্ট দিনে বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর এয়ারপোর্টে পৌঁছনোর পর সেখান থেকে সিভি রমন নগর হয়ে ব্রিগেড রোডের ওয়ার মেমোরিয়াল পর্যন্ত রোড-শো শুরু করবেন। পরে, প্রধানমন্ত্রী মোদির রোড-শো বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে বেঙ্গালুরু দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে মল্লেশ্বরায় পৌঁছবে বলে খবর। বেঙ্গালুরুর সাংসদ জানিয়েছেন, সকালে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এবং সন্ধ্যায় সাড়ে 26 কিলোমিটার দীর্ঘ রোড-শো অনুষ্ঠিত হবে।

বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তেজস্বী সূর্য বলেন, "প্রধানমন্ত্রী কার্যত আমাদের দোরগোড়ায় আসছেন। এটা জনগণের কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। প্রতি পাঁচ বছর অন্তর গণতন্ত্রের উৎসব উদযাপনের উপলক্ষ্য।" তিনি আরও বলেন, "বেঙ্গালুরু শহরের জন্য একটি স্যাটেলাইট টাউনশিপ তৈরি করা হয়েছিল। যেখানে মেট্রো ছিল মাত্র 7 কিলোমিটার ছিল, এখন 75 কিলোমিটার পর্যন্ত দূরত্বের করা হয়েছে। কেম্পেগৌড়া বিমানবন্দর টার্মিনাল (দুই) শেষ হয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখানে জনগণ ধন্যবাদ জানাতে আসবেন। তাঁরা প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করবেন।"

আরও পড়ুন: কংগ্রেসের বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলতেই হনুমানের নামে জয়ধ্বনি মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.