ETV Bharat / bharat

Karnataka Assembly Polls 2023: নির্বাচনী বিধিভঙ্গ ! কর্ণাটকে 10 দিনে বাজেয়াপ্ত 100 কোটির নগদ ও সামগ্রী

কর্ণাটকে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গত 10 দিনে 100 কোটি টাকা নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নির্বাচন কমিশন সূত্রে এ কথা জানা গিয়েছে ৷

Cash seized ETV Bharat
নগদ বাজেয়াপ্ত
author img

By

Published : Apr 10, 2023, 12:26 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 10 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচন ঘোষণার 10 দিনের মধ্যে প্রায় 100 কোটি টাকা নগদ এবং সামগ্রী বাজেয়াপ্ত করা হল । নির্বাচন কমিশন রবিবার জানিয়েছে যে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য 29 মার্চ থেকে এখনও পর্যন্ত নগদ-সহ 99,18,23,457 টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।

কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনের সূত্র জানা গিয়েছে যে, গোয়েন্দা স্কোয়াড, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম, পুলিশ এবং আয়কর কর্মকর্তারা মোট 36,80,16,674 টাকা নগদ বাজেয়াপ্ত করেছেন । গোয়েন্দা স্কোয়াড, স্মিরা কানাভালু দল এবং পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা 26,53,97,312 টাকা মূল্যের 5,20,561 লিটার মদ বাজেয়াপ্ত করেছে এবং 2,89,77,410 টাকা মূল্যের 336.81 কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷

জানা গিয়েছে, আবগারি বিভাগ 1,062টি গুরুতর মামলা এবং মদের লাইসেন্স লঙ্ঘনের 730টি মামলা নথিভুক্ত করেছে, 38টি এনডিপিএস এবং কর্ণাটক আবগারি আইন 1965-এর 15(এ) ধারার অধীনে - মোট 3,385টি মামলা রুজু হয়েছে ৷ এই ঘটনায় 685টি বিভিন্ন ধরনের যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে । কমিশন বলেছে যে, পুনরুদ্ধার দল, ফিক্সড গার্ড টিম এবং পুলিশ অফিসাররা অভিযান চালিয়ে 14,93,92,046 টাকা মূল্যের 34.31 কেজি সোনা এবং 17,48,15,643 টাকা মূল্যের 404.60 কেজি রুপো বাজেয়াপ্ত করেছে ।

গোয়েন্দা স্কোয়াড, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম এবং পুলিশ অফিসাররা 792 টিরও বেশি এফআইআর নথিভুক্ত করেছে ৷ তারা নগদ, মদ, মাদক, মূল্যবান জিনিসপত্র, ধাতু এবং উপহার সামগ্রী বাজেয়াপ্ত করেছে । নির্বাচন ঘোষণার তারিখ থেকে এ পর্যন্ত মোট 57 হাজার 126টি অস্ত্র জমা পড়েছে । আর 13টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে । প্রায় 11টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে । ভারতীয় দণ্ডবিধির আওতায় প্রায় 2,509টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং 6,227টি অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্ণাটকের নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 13 তারিখ

বেঙ্গালুরু (কর্ণাটক), 10 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচন ঘোষণার 10 দিনের মধ্যে প্রায় 100 কোটি টাকা নগদ এবং সামগ্রী বাজেয়াপ্ত করা হল । নির্বাচন কমিশন রবিবার জানিয়েছে যে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য 29 মার্চ থেকে এখনও পর্যন্ত নগদ-সহ 99,18,23,457 টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।

কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনের সূত্র জানা গিয়েছে যে, গোয়েন্দা স্কোয়াড, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম, পুলিশ এবং আয়কর কর্মকর্তারা মোট 36,80,16,674 টাকা নগদ বাজেয়াপ্ত করেছেন । গোয়েন্দা স্কোয়াড, স্মিরা কানাভালু দল এবং পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা 26,53,97,312 টাকা মূল্যের 5,20,561 লিটার মদ বাজেয়াপ্ত করেছে এবং 2,89,77,410 টাকা মূল্যের 336.81 কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷

জানা গিয়েছে, আবগারি বিভাগ 1,062টি গুরুতর মামলা এবং মদের লাইসেন্স লঙ্ঘনের 730টি মামলা নথিভুক্ত করেছে, 38টি এনডিপিএস এবং কর্ণাটক আবগারি আইন 1965-এর 15(এ) ধারার অধীনে - মোট 3,385টি মামলা রুজু হয়েছে ৷ এই ঘটনায় 685টি বিভিন্ন ধরনের যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে । কমিশন বলেছে যে, পুনরুদ্ধার দল, ফিক্সড গার্ড টিম এবং পুলিশ অফিসাররা অভিযান চালিয়ে 14,93,92,046 টাকা মূল্যের 34.31 কেজি সোনা এবং 17,48,15,643 টাকা মূল্যের 404.60 কেজি রুপো বাজেয়াপ্ত করেছে ।

গোয়েন্দা স্কোয়াড, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম এবং পুলিশ অফিসাররা 792 টিরও বেশি এফআইআর নথিভুক্ত করেছে ৷ তারা নগদ, মদ, মাদক, মূল্যবান জিনিসপত্র, ধাতু এবং উপহার সামগ্রী বাজেয়াপ্ত করেছে । নির্বাচন ঘোষণার তারিখ থেকে এ পর্যন্ত মোট 57 হাজার 126টি অস্ত্র জমা পড়েছে । আর 13টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে । প্রায় 11টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে । ভারতীয় দণ্ডবিধির আওতায় প্রায় 2,509টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং 6,227টি অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্ণাটকের নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 13 তারিখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.