ETV Bharat / bharat

Karnataka Hijab Row : হিজাব বিতর্কে স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের, কাল থেকে স্কুল খুলছে কর্নাটকে

author img

By

Published : Feb 10, 2022, 5:57 PM IST

কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন (Karnataka Hijab Row) ৷ তারপরেই হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট ৷

Karnataka
কাল থেকে স্কুল খুলছে কর্নাটকে

বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি : কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে কর্নাটক হাইকোর্ট ৷ আজ হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে ৷ একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কাল থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রাজ্যে (Karnataka High Court orders to open schools and colleges) ৷

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি ৷ আগামিকাল থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন তাঁঁরা ৷ একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ছাত্র-ছাত্রী যেন ধর্মীয় পোশাক পরার জেদ না করেন (Karnataka High Court directs to maintain statusquo on Hijab Issue) ৷

কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ শোনা যায়, "আমরা বিচার চাই এবং আমরা হিজাবকে সমর্থন করি" স্লোগান ৷ মহারাষ্ট্রের থানেতেও হিজাব পরার পক্ষে বিক্ষোভ দেখায় মুসলিম ছাত্রছাত্রীরা ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন ৷ তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সরকার ৷

আরও পড়ুন : বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত : হিজাব বিতর্কে জাভেদ

প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি বলেন, ‘‘প্রতিষ্ঠানগুলো চালু হোক, কিন্তু বিষয়টি বিচারাধীন থাকায় কোনও শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার জন্য জেদ করবেন না । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেব ।’’ 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হয়েছে ৷

বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি : কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে কর্নাটক হাইকোর্ট ৷ আজ হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে ৷ একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কাল থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রাজ্যে (Karnataka High Court orders to open schools and colleges) ৷

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি ৷ আগামিকাল থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন তাঁঁরা ৷ একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ছাত্র-ছাত্রী যেন ধর্মীয় পোশাক পরার জেদ না করেন (Karnataka High Court directs to maintain statusquo on Hijab Issue) ৷

কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ শোনা যায়, "আমরা বিচার চাই এবং আমরা হিজাবকে সমর্থন করি" স্লোগান ৷ মহারাষ্ট্রের থানেতেও হিজাব পরার পক্ষে বিক্ষোভ দেখায় মুসলিম ছাত্রছাত্রীরা ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন ৷ তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সরকার ৷

আরও পড়ুন : বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত : হিজাব বিতর্কে জাভেদ

প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি বলেন, ‘‘প্রতিষ্ঠানগুলো চালু হোক, কিন্তু বিষয়টি বিচারাধীন থাকায় কোনও শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার জন্য জেদ করবেন না । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেব ।’’ 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.