ETV Bharat / bharat

Karnataka Election Result 2023: কংগ্রেসের সরকার গঠন সময়ের অপেক্ষা, জিতলেন প্রিয়াঙ্ক খাড়গে - karnataka BJP News

সকাল 8টা থেকে কর্ণাটকের 36টি কেন্দ্রে ভোটগণনা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ 224টি আসনে 2 হাজার 615 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷ গণনা যতই এগোচ্ছে ততই সরকার গড়ার জায়গায় চলে যাচ্ছে কংগ্রেস ৷ দুপুরের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

Karnataka Election Result
কর্ণাটক নিরর্বাচনের ফলাফল
author img

By

Published : May 13, 2023, 8:43 AM IST

Updated : May 13, 2023, 3:51 PM IST

বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস ক্ষমতা দখলের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। 131টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস । এর মধ্যে 71টিতে ইতিমধ্যেই জয় এসে গিয়েছে। বিজেপি জিতেছে 29টি আসনে । এগিয়ে আছে 38টি আসনে। জেডিএস জিতেছে 9টি আসনে। এগিয়ে আছে 12টি আসনে। অন্যদিকে, নিজের বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার । প্রায় এক লক্ষ ভোটে জিতেছেন তিনি । জিতেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গেও।

নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল 8টায় ভোটগণনা শুরু হল ৷ রাজ্যের 36টি কেন্দ্রে গণনা চলছে ৷ 2 হাজার 615 জন প্রার্থীর ভাগ্য গণনা হচ্ছে ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা 224টি ৷ জাদু সংখ্যা 113 ৷ এর আগে সাড়ে এগোটায় প্রথম জয়ী প্রার্থীদের নাম জানা যায ৷ কংগ্রেসের রঘুমূর্তি জেডিএসের চাল্লাকেরেরকে পরাজিত করেছেন ৷ হাসান বিধানসভা কেন্দ্রে জেডিএসের স্বরূপ গৌড়া 13 হাজার ভোটে বিজেপি প্রার্থী প্রীতম গৌড়াকে হারিয়েছেন ৷ ইয়েল্লাপুরা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাসবরাজ মন্ত্রিসভার মন্ত্রী শিবরাম হেব্বার ৷ তিনি কংগ্রেস প্রার্থী ভি এস পাটিলকে পরাজিত করেছেন ৷

এর আগে সকাল সাড়ে দশটার পর জানা গিয়েছিল পূর্বতন মন্ত্রিসভার 14 জন সদস্য পিছিয়ে আছেন । গতবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি 104টি আসনে জিতেছিল ৷ কংগ্রেস 78টি আসনে এবং জেডি(এস) 37 টি আসন পেয়েছিল ৷ প্রথমে কংগ্রেস ও জেডিএস সরকার গড়ে ৷ মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী ৷ পরে সেই সরকারের পতন হয় ৷ বিজেপি সরকার গড়ে এবং মুখ্যমন্ত্রী হন প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা ৷ তবে পরবর্তীকালে ইয়েদুরাপ্পাকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় ৷

শনিবার সকালে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্রনাথ সিদ্ধারামাইয়া সাংবাদিকদের বলেন, "কর্ণাটকের স্বার্থে আমরা বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না ৷ আমার বাবার মুখ্য়মন্ত্রী হওয়া উচিত ৷" এদিকে আজই আঞ্চলিক দল জেডি(এস) প্রধান এইচডি কুমারস্বামী কিছুটা আক্ষেপের সুরেই জানিয়েছেন, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি ৷ কর্ণাটকের রাজনীতিতে তাঁর দলের কোনও চাহিদা নেই ৷ কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ভোটগণনার আগে তেমন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ৷ তিনি সাংবাদিকদের ফলাফলের জন্য অপেক্ষা করার বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, আজ কর্ণাটকে কংগ্রেস জয়ী হলে সরকার গড়ার পরিস্থিতি তৈরি হবে ৷ সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকছেন ডি কে শিবকুমার ৷

10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বিজেপি ও কংগ্রেস- দু'টি জাতীয় দল তুমুল প্রচার করেছে কর্ণাটকে ৷ দক্ষিণের রাজ্যটিতে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকী কংগ্রেসের তরফে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিও কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও প্রচার করেন ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপিশাসিত রাজ্যটিতে কংগ্রেস সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে ৷ প্রাথমিক গণনায় সেই ইঙ্গিতই মিলছে ।

আরও পড়ুন: 'ফলাফলের জন্য অপেক্ষা করুন !', নির্লিপ্ত শিবকুমার

বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস ক্ষমতা দখলের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। 131টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস । এর মধ্যে 71টিতে ইতিমধ্যেই জয় এসে গিয়েছে। বিজেপি জিতেছে 29টি আসনে । এগিয়ে আছে 38টি আসনে। জেডিএস জিতেছে 9টি আসনে। এগিয়ে আছে 12টি আসনে। অন্যদিকে, নিজের বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার । প্রায় এক লক্ষ ভোটে জিতেছেন তিনি । জিতেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গেও।

নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল 8টায় ভোটগণনা শুরু হল ৷ রাজ্যের 36টি কেন্দ্রে গণনা চলছে ৷ 2 হাজার 615 জন প্রার্থীর ভাগ্য গণনা হচ্ছে ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা 224টি ৷ জাদু সংখ্যা 113 ৷ এর আগে সাড়ে এগোটায় প্রথম জয়ী প্রার্থীদের নাম জানা যায ৷ কংগ্রেসের রঘুমূর্তি জেডিএসের চাল্লাকেরেরকে পরাজিত করেছেন ৷ হাসান বিধানসভা কেন্দ্রে জেডিএসের স্বরূপ গৌড়া 13 হাজার ভোটে বিজেপি প্রার্থী প্রীতম গৌড়াকে হারিয়েছেন ৷ ইয়েল্লাপুরা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাসবরাজ মন্ত্রিসভার মন্ত্রী শিবরাম হেব্বার ৷ তিনি কংগ্রেস প্রার্থী ভি এস পাটিলকে পরাজিত করেছেন ৷

এর আগে সকাল সাড়ে দশটার পর জানা গিয়েছিল পূর্বতন মন্ত্রিসভার 14 জন সদস্য পিছিয়ে আছেন । গতবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি 104টি আসনে জিতেছিল ৷ কংগ্রেস 78টি আসনে এবং জেডি(এস) 37 টি আসন পেয়েছিল ৷ প্রথমে কংগ্রেস ও জেডিএস সরকার গড়ে ৷ মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী ৷ পরে সেই সরকারের পতন হয় ৷ বিজেপি সরকার গড়ে এবং মুখ্যমন্ত্রী হন প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা ৷ তবে পরবর্তীকালে ইয়েদুরাপ্পাকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় ৷

শনিবার সকালে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্রনাথ সিদ্ধারামাইয়া সাংবাদিকদের বলেন, "কর্ণাটকের স্বার্থে আমরা বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না ৷ আমার বাবার মুখ্য়মন্ত্রী হওয়া উচিত ৷" এদিকে আজই আঞ্চলিক দল জেডি(এস) প্রধান এইচডি কুমারস্বামী কিছুটা আক্ষেপের সুরেই জানিয়েছেন, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি ৷ কর্ণাটকের রাজনীতিতে তাঁর দলের কোনও চাহিদা নেই ৷ কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ভোটগণনার আগে তেমন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ৷ তিনি সাংবাদিকদের ফলাফলের জন্য অপেক্ষা করার বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, আজ কর্ণাটকে কংগ্রেস জয়ী হলে সরকার গড়ার পরিস্থিতি তৈরি হবে ৷ সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকছেন ডি কে শিবকুমার ৷

10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বিজেপি ও কংগ্রেস- দু'টি জাতীয় দল তুমুল প্রচার করেছে কর্ণাটকে ৷ দক্ষিণের রাজ্যটিতে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকী কংগ্রেসের তরফে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিও কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও প্রচার করেন ৷ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপিশাসিত রাজ্যটিতে কংগ্রেস সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে ৷ প্রাথমিক গণনায় সেই ইঙ্গিতই মিলছে ।

আরও পড়ুন: 'ফলাফলের জন্য অপেক্ষা করুন !', নির্লিপ্ত শিবকুমার

Last Updated : May 13, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.