ETV Bharat / bharat

Congress-BJP: মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলা উচিত হয়নি, বিতর্কে সাফাই কংগ্রেস নেতার, টুইট মুছল দল - DK Shivakumar

পরিস্থিতি ক্রমশ তেতে উঠতে শুরু করলে কর্নাটক কংগ্রেসের তরফে বিতর্কিত টুইটটি সরিয়ে নেওয়া হয় ৷ দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য কাম্য ছিল না বলে মন্তব্য করেন শিবকুমার ৷ তবে তাঁর দাবি, দলের কেউ এমন মন্তব্য করেননি ৷ বরং নেটমাধ্যমে দলের কাজকর্ম সামলানো এক অনভিজ্ঞ ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছে ফেলেছেন ৷

Karnataka congress withdraws tweet calling narendra modi illiterate
বিতর্কে সাফাই কংগ্রেস নেতার
author img

By

Published : Oct 19, 2021, 1:44 PM IST

বেঙ্গালুরু, 19 অক্টোবর: সামনে যখন ভোটবাক্সের লড়াই, তখন ভাষার ব্যবহারে শালীন-অশালীন বাছবিচার থাকে না । কর্নাটকে বিধানসভা উপনির্বাচনের আগে সেই রাস্তাই ধরল কংগ্রেস এবং বিজেপি । কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলে কটাক্ষ করা হয়েছে ৷ জবাবে রাহুল গান্ধীর মানসিক বৃদ্ধি ঘটেনি বলে পাল্টা আক্রমণ বিজেপি-র ৷ তাতে পরিস্থিতি এমন তেতে ওঠে যে আসরে নামতে হয় কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে ৷ দলের টুইটার হ্যান্ডল থেকে মোদির উদ্দেশে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি ৷

বিষয়টি নিয়ে পরিস্থিতি ক্রমশ তেতে উঠতে শুরু করলে কর্নাটক কংগ্রেসের তরফে বিতর্কিত টুইটটি সরিয়ে নেওয়া হয় । দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য কাম্য ছিল না বলে তার পর মন্তব্য করেন শিবকুমার । তবে তাঁর দাবি, দলের কেউ এমন মন্তব্য করেননি । বরং নেটমাধ্যমে দলের কাজকর্ম সামলানো এক অনভিজ্ঞ ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছে ফেলেছেন । শিবকুমার টুইটারে লেখেন, "আমার তো বরাবরের বিশ্বাস, রাজনীতিতে সভ্য এবং সংসদীয় ভাষার ব্যবহারই উচিত ৷ কোনও পরিস্থিতিতেই তার সঙ্গে আপস করা উচিত নয় ৷ একজন অনভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে অভদ্র ভাষা ব্যবহার করে ওই টুইট ফেলেছেন ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ টুইটটি তুলে নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের

সামনেই কর্নাটকের হানাগল এবং সিন্দগি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ৷ তাতে একেবারে সম্মুখ সমরে কংগ্রেস এবং বিজেপি ৷ সেই উত্তেজনার আবহে ইন্ধন জোগায় কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডলের একটি পোস্ট, যাতে লেখা হয়, "কংগ্রেস স্কুল তৈরি করেছে, কিন্তু মোদি পড়াশোনা করতে স্কুলেই যাননি ৷ প্রাপ্তবয়স্কদের জন্যও শিক্ষার ব্যবস্থা করেছে কংগ্রেস, সেখানেও শিক্ষা নিতে যাননি মোদি ৷ ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও যাঁরা ভিক্ষার রাস্তা ধরেন, তাঁরা আজ দেশের মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন ৷ মোদি অঙ্গুঠাছাপ বলেই দেশকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷"

এর পরই পাল্টা কংগ্রেসকে আক্রমণ করতে নেমে পড়ে গেরুয়া শিবির ৷ দলের টুইটার হ্যান্ডেল লেখা হয়, "দেশে যথেষ্ট সংখ্যক স্কুল থাকলেও, 50 বছরের বর্ষীয়ান যুব নেতা ভারতে পড়াশোনা করেননি ৷ প্রাপ্তবয়স্কদের শিক্ষার ব্যবস্থা থাকলেও, পাপ্পুর মানসিক বৃদ্ধি ঘটেনি ৷ দাদু এবং বাবা প্রধানমন্ত্রী বলে নিজেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিলেন ৷" দু’তরফে এই আক্রমণ, পাল্টা আক্রমণের জেরে পরিস্থিতি তেতে উঠলে, আসরে নামতে হয় শিবকুমারকে ৷

আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুর-কাণ্ডে গ্রেফতার আরও 4, উদ্ধার রিভলভার, বিজেপি কর্মী হত্যায় জেরা কৃষকদেরও

বেঙ্গালুরু, 19 অক্টোবর: সামনে যখন ভোটবাক্সের লড়াই, তখন ভাষার ব্যবহারে শালীন-অশালীন বাছবিচার থাকে না । কর্নাটকে বিধানসভা উপনির্বাচনের আগে সেই রাস্তাই ধরল কংগ্রেস এবং বিজেপি । কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলে কটাক্ষ করা হয়েছে ৷ জবাবে রাহুল গান্ধীর মানসিক বৃদ্ধি ঘটেনি বলে পাল্টা আক্রমণ বিজেপি-র ৷ তাতে পরিস্থিতি এমন তেতে ওঠে যে আসরে নামতে হয় কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে ৷ দলের টুইটার হ্যান্ডল থেকে মোদির উদ্দেশে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি ৷

বিষয়টি নিয়ে পরিস্থিতি ক্রমশ তেতে উঠতে শুরু করলে কর্নাটক কংগ্রেসের তরফে বিতর্কিত টুইটটি সরিয়ে নেওয়া হয় । দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য কাম্য ছিল না বলে তার পর মন্তব্য করেন শিবকুমার । তবে তাঁর দাবি, দলের কেউ এমন মন্তব্য করেননি । বরং নেটমাধ্যমে দলের কাজকর্ম সামলানো এক অনভিজ্ঞ ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছে ফেলেছেন । শিবকুমার টুইটারে লেখেন, "আমার তো বরাবরের বিশ্বাস, রাজনীতিতে সভ্য এবং সংসদীয় ভাষার ব্যবহারই উচিত ৷ কোনও পরিস্থিতিতেই তার সঙ্গে আপস করা উচিত নয় ৷ একজন অনভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে অভদ্র ভাষা ব্যবহার করে ওই টুইট ফেলেছেন ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ টুইটটি তুলে নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের

সামনেই কর্নাটকের হানাগল এবং সিন্দগি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ৷ তাতে একেবারে সম্মুখ সমরে কংগ্রেস এবং বিজেপি ৷ সেই উত্তেজনার আবহে ইন্ধন জোগায় কর্নাটক কংগ্রেসের টুইটার হ্যান্ডলের একটি পোস্ট, যাতে লেখা হয়, "কংগ্রেস স্কুল তৈরি করেছে, কিন্তু মোদি পড়াশোনা করতে স্কুলেই যাননি ৷ প্রাপ্তবয়স্কদের জন্যও শিক্ষার ব্যবস্থা করেছে কংগ্রেস, সেখানেও শিক্ষা নিতে যাননি মোদি ৷ ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও যাঁরা ভিক্ষার রাস্তা ধরেন, তাঁরা আজ দেশের মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন ৷ মোদি অঙ্গুঠাছাপ বলেই দেশকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷"

এর পরই পাল্টা কংগ্রেসকে আক্রমণ করতে নেমে পড়ে গেরুয়া শিবির ৷ দলের টুইটার হ্যান্ডেল লেখা হয়, "দেশে যথেষ্ট সংখ্যক স্কুল থাকলেও, 50 বছরের বর্ষীয়ান যুব নেতা ভারতে পড়াশোনা করেননি ৷ প্রাপ্তবয়স্কদের শিক্ষার ব্যবস্থা থাকলেও, পাপ্পুর মানসিক বৃদ্ধি ঘটেনি ৷ দাদু এবং বাবা প্রধানমন্ত্রী বলে নিজেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিলেন ৷" দু’তরফে এই আক্রমণ, পাল্টা আক্রমণের জেরে পরিস্থিতি তেতে উঠলে, আসরে নামতে হয় শিবকুমারকে ৷

আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুর-কাণ্ডে গ্রেফতার আরও 4, উদ্ধার রিভলভার, বিজেপি কর্মী হত্যায় জেরা কৃষকদেরও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.