বেঙ্গালুরু, 16 এপ্রিল: আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার ৷ এর মাঝেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ ভোটে লড়ার টিকিট না পেয়ে রবিবার বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ৷ কর্ণাটকে বর্তমানে বিজেপির সরকার রয়েছে ৷ প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় এবারের নির্বাচন ক্ষমতাসীন বিজেপির ক্ষেত্রে কঠিন লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ তার উপর পদ্ম শিবিরের এই লড়াইকে আরও কঠিন করে তুলেছে তাদের অন্দরের কোন্দল ও টিকিট বণ্টন নিয়ে দ্বন্দ্ব ৷
মূলত এই টিকিট বণ্টন নিয়ে ক্ষোভের কারণেই এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ এদিন বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর কাছে পদত্যাগ পত্র জমা দেন শেট্টার ৷ জানা গিয়েছে, জগদীশ শেট্টার হুবলির ধারাওয়াত সেন্ট্রাল কেন্দ্র থেকে এবারের নির্বাচনে লড়তে চেয়েছিলেন ৷ তিনি এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি ৷ সেই ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ এই সুযোগ অবশ্য লুফে নিয়েছে কংগ্রেস, শেট্টারকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷
-
#WATCH | "I wanted only the MLA seat for Hubali-Dharwad-Central...I had contributed to the growth of the party in the state," says Jagadish Shettar, after resigning as MLA at Sirsi.#KarnatakaElections pic.twitter.com/Fg5pjVHneL
— ANI (@ANI) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "I wanted only the MLA seat for Hubali-Dharwad-Central...I had contributed to the growth of the party in the state," says Jagadish Shettar, after resigning as MLA at Sirsi.#KarnatakaElections pic.twitter.com/Fg5pjVHneL
— ANI (@ANI) April 16, 2023#WATCH | "I wanted only the MLA seat for Hubali-Dharwad-Central...I had contributed to the growth of the party in the state," says Jagadish Shettar, after resigning as MLA at Sirsi.#KarnatakaElections pic.twitter.com/Fg5pjVHneL
— ANI (@ANI) April 16, 2023
যদিও এখনই অন্য কোনও দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত তিনি নেননি বলে জানিয়েছেন শেট্টার ৷ রবিবার পদত্যাগের পর তিনি বলেন, "আমি এবারের নির্বাচনে লড়বই ৷ আমায় দল এবার টিকিট না দেওয়ায় আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলাম ৷ আমি দলের পদ থেকেও ইস্তফা দেব ৷ কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে আমি এই সিদ্ধান্ত নিইনি, কিন্তু দলের কয়েকজনের স্বার্থপরতা আমায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল ৷ আমি অন্য কোনও দলের সঙ্গে যোগাযোগ করিনি ৷ আমি হুবলিতে ফিরে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব ৷"
আরও পড়ুন: 'বিজেপি সিবিআই-কে বলেছে আমাকে গ্রেফতার করতে', হাজিরার আগে ইঙ্গিত কেজরির
উল্লেখ্য, শনিবারও শেট্টারের রাগ কমানোর চেষ্টা করেন বিজেপি নেতারা ৷ তাঁর সঙ্গে কথা বলেছিলেন ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশীর মতো কেন্দ্রীয় মন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ কিন্তু তাতেও মন বদলায়নি এই বিজেপি নেতার ৷ প্রায় তিন দশক ধরে বিজেপিতে রয়েছেন জগদীশ শেট্টার ৷ দলের রাজ্য সভাপতি পদেও ছিলেন তিনি, জিতেছেন 6টি বিধানসভা নির্বাচনে ৷