ETV Bharat / bharat

Kanhaiya Kumar on Rahul: রাহুল গান্ধির আসল চেহারা প্রকাশ পেয়েছে ভারত জোড়ো যাত্রায়: কানহাইয়া কুমার - Rahul Gandhi in Bharat Jodo Yatra

বদলে গিয়েছেন রাহুল গান্ধি ? নাকি এটাই তিনি ৷ আজকের ভারত জোড়ো যাত্রায় দিনের পর দিন যে রাহুল গান্ধি হাঁটছেন, তাঁর এই চেহারা আগে দেখেনি দেশ ৷ কী বললেন তরুণ নেতা কানহাইয়া কুমার (Rahul Gandhi in Bharat Jodo Yatra) ?

Rahul Gandhi
ETV Bharat
author img

By

Published : Nov 13, 2022, 8:18 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: আসল রাহুল গান্ধির দেখা মিলছে এবার ৷ তাঁর আসল চেহারা বেরিয়ে এসেছে ভারত জোড়ো যাত্রায়, জানালেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার ৷ তিনিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছেন (Bharat Jodo Yatra has revealed real identity of Rahul Gandhi) ৷

কানহাইয়া কুমার (Congress leader Kanhaiya Kumar) বলেন, "যাত্রাটা যখন শুরু হয়, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল ৷ কিন্তু আমাদের আশা ছাপিয়ে গিয়েছে ৷ ভারত জোড়ো যাত্রা চলাকালীন, বহু মানুষ এতে যোগ দিয়েছেন ৷ বেশিরভাগ দেশের সাধারণ মানুষ ৷ কৃষক, তরুণ এবং খেটে খাওয়া মানুষেরা এই যাত্রায় অংশ নিয়েছে ৷" তিনি আরও জানান, দেশে এই যাত্রার প্রয়োজন ছিল ৷

আরও পড়ুন: হিংগোলিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটবেন আদিত্য ঠাকরে

তিনি বলেন, "এই যাত্রায় মহিলারাও কোনও বাধা ছাড়াই রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে পারছেন ৷ এতে তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছে ৷ ভারত জোড়ো যাত্রার প্রথম দফা শেষ হয়েছে ৷ বিজেপি সরকারের অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলি নিয়ে দ্বিতীয় দফার যাত্রা আরম্ভ হবে ৷" ভারত জোড়ো যাত্রা এখন মহারাষ্ট্রে ৷ শনিবার রাজ্যের হিঙ্গোলির শেভালা গ্রাম থেকে যাত্রা শুরু হয় ৷ 66দিনে পড়েছে ভারত জোড়ো যাত্রা ৷

7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয় ৷ 3 হাজার 570 কিমি দীর্ঘ পথের মধ্যে এখনও 2 হাজার 355 কিমি বাকি ৷ আগামী বছর কাশ্মীরে শেষ হবে ভারত জোড়ো যাত্রা ৷ ভারতের ইতিহাসে এই প্রথম কোনও রাজনৈতিক নেতা হেঁটে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছেন ৷ যাত্রাপথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের সমর্থন পেয়েছে কংগ্রেস৷ দিনে দিনে এই সাড়া বেড়ে চলেছে ৷

নয়াদিল্লি, 13 নভেম্বর: আসল রাহুল গান্ধির দেখা মিলছে এবার ৷ তাঁর আসল চেহারা বেরিয়ে এসেছে ভারত জোড়ো যাত্রায়, জানালেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার ৷ তিনিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছেন (Bharat Jodo Yatra has revealed real identity of Rahul Gandhi) ৷

কানহাইয়া কুমার (Congress leader Kanhaiya Kumar) বলেন, "যাত্রাটা যখন শুরু হয়, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল ৷ কিন্তু আমাদের আশা ছাপিয়ে গিয়েছে ৷ ভারত জোড়ো যাত্রা চলাকালীন, বহু মানুষ এতে যোগ দিয়েছেন ৷ বেশিরভাগ দেশের সাধারণ মানুষ ৷ কৃষক, তরুণ এবং খেটে খাওয়া মানুষেরা এই যাত্রায় অংশ নিয়েছে ৷" তিনি আরও জানান, দেশে এই যাত্রার প্রয়োজন ছিল ৷

আরও পড়ুন: হিংগোলিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটবেন আদিত্য ঠাকরে

তিনি বলেন, "এই যাত্রায় মহিলারাও কোনও বাধা ছাড়াই রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে পারছেন ৷ এতে তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছে ৷ ভারত জোড়ো যাত্রার প্রথম দফা শেষ হয়েছে ৷ বিজেপি সরকারের অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলি নিয়ে দ্বিতীয় দফার যাত্রা আরম্ভ হবে ৷" ভারত জোড়ো যাত্রা এখন মহারাষ্ট্রে ৷ শনিবার রাজ্যের হিঙ্গোলির শেভালা গ্রাম থেকে যাত্রা শুরু হয় ৷ 66দিনে পড়েছে ভারত জোড়ো যাত্রা ৷

7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয় ৷ 3 হাজার 570 কিমি দীর্ঘ পথের মধ্যে এখনও 2 হাজার 355 কিমি বাকি ৷ আগামী বছর কাশ্মীরে শেষ হবে ভারত জোড়ো যাত্রা ৷ ভারতের ইতিহাসে এই প্রথম কোনও রাজনৈতিক নেতা হেঁটে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছেন ৷ যাত্রাপথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের সমর্থন পেয়েছে কংগ্রেস৷ দিনে দিনে এই সাড়া বেড়ে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.