ETV Bharat / bharat

Blast in Kerala: নীল গাড়ির রহস্যভেদের চেষ্টায় এনআইএ, বিস্ফোরণের জেরে কেরলে জারি হাই অ্যালার্ট - Kalamassery

Kalamassery Blast probe: বিস্ফোরণের জেরে কেরলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ফুটেজে একটি নীল গাড়ির দেখা মিলেছে, যা ভাবাচ্ছে এনআইএ ও পুলিশকে ৷

Kalamassery Blast probe
কেরলে বিস্ফোরণের তদন্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:37 PM IST

Updated : Oct 29, 2023, 6:20 PM IST

এর্নাকুলাম, 29 অক্টোবর: কালামাসেরিতে ধারাবাহিক বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল থেকে প্রাথমিক কিছু প্রমাণ ও সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করল পুলিশ ও এনআইএ-এর দল ৷ বিস্ফোরণের ঠিক আগে কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে যাওয়া নীল গাড়িটির উপর বিশেষ নজর রয়েছে ৷ সন্দেহ করা হচ্ছে, এটাই সেই গাড়ি যেটিতে অভিযুক্তরা কনভেনশন ভেন্যুতে এসেছিলেন ।

দেখা গিয়েছে, লোকজন কনভেনশন সেন্টারে যেতে শুরু করার আগেই নীল রঙের গাড়িটি সেখানে দাঁড় করানো হয় । কিন্তু বিস্ফোরণের কিছুক্ষণ আগেই গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে । এতে সন্দেহ জাগে ওই গাড়িটির উপর ৷ পুলিশ গাড়ির আরও বিস্তারিত তথ্য মামলার স্বার্থে প্রকাশ করেনি । এটা স্পষ্ট যে, মামলার তদন্তে এই গাড়ির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । সম্মেলনের কয়েকজন অংশগ্রহণকারীও মনে করেন যে, তাঁরা একটি ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে হলের চারপাশে হাঁটতে দেখেছেন ।

এ দিকে, কালামাসেরিতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণের জেরে কেরলজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল ও চেকিং-এর পরামর্শ দেওয়া হয়েছে । শপিং মল, বাজার, কনভেনশন সেন্টার, সিনেমা থিয়েটার, বাস-রেলওয়ে স্টেশন, পর্যটন কেন্দ্র, উপাসনালয়-সহ যেখানে যেখানে লোকেদের সমাগম হয় এমন স্থানগুলিতে টহল জোরদার করার প্রস্তাব করা হয়েছে । দুর্গতদের সাহায্যের জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কালামাসেরিতে অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণের প্রেক্ষিতে এর্নাকুলাম কালেক্টরেটে কন্ট্রোল রুম খোলা হয়েছে । ফোন: 04842423513 । ডিজিপি শেখ দরভেজ সাহেব এবং এডিজিপি এমআর অজিত কুমার ঘটনাস্থলে পৌঁছেছেন । বিস্ফোরণের বিষয়ে ভুয়ো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ । কেরল পুলিশ বিস্ফোরণের তদন্তের জন্য একটি বিশেষকারী তদন্ত দল নিযুক্ত করেছে ৷

আজ সকাল 9.40-এ এর্নাকুলাম কালামাসেরি সামরা কনভেনশন সেন্টারে একটি বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ যিহোবার সাক্ষীদের একটি সম্মেলনের সময় বিস্ফোরণটি হয় । বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 52 জন ৷ ছয়জনের অবস্থা আশংকাজনক । 18 জন আইসিইউতে চিকিৎসাধীন । মোট 36 জন আহতের চিকিৎসা চলছে ।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ, মন্ত্রী ভিএন ভাসাভান, অ্যান্টনি রাজু, কে রাজন এবং ভি আবদুর রহমান আহতদের দেখতে হাসপাতালে যান । আহতদের কালামাসেরি মেডিক্যাল কলেজ, অ্যাস্টার মেডিসিটি, সানরাইজ এবং রাজাগিরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । প্রত্যক্ষদর্শীরা বলছেন, কনভেনশন সেন্টারে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে । প্রথমে একটি বিস্ফোরণ এবং পরে আরেকটি বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে ও পরে পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

এর্নাকুলাম, 29 অক্টোবর: কালামাসেরিতে ধারাবাহিক বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল থেকে প্রাথমিক কিছু প্রমাণ ও সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করল পুলিশ ও এনআইএ-এর দল ৷ বিস্ফোরণের ঠিক আগে কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে যাওয়া নীল গাড়িটির উপর বিশেষ নজর রয়েছে ৷ সন্দেহ করা হচ্ছে, এটাই সেই গাড়ি যেটিতে অভিযুক্তরা কনভেনশন ভেন্যুতে এসেছিলেন ।

দেখা গিয়েছে, লোকজন কনভেনশন সেন্টারে যেতে শুরু করার আগেই নীল রঙের গাড়িটি সেখানে দাঁড় করানো হয় । কিন্তু বিস্ফোরণের কিছুক্ষণ আগেই গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে । এতে সন্দেহ জাগে ওই গাড়িটির উপর ৷ পুলিশ গাড়ির আরও বিস্তারিত তথ্য মামলার স্বার্থে প্রকাশ করেনি । এটা স্পষ্ট যে, মামলার তদন্তে এই গাড়ির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । সম্মেলনের কয়েকজন অংশগ্রহণকারীও মনে করেন যে, তাঁরা একটি ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে হলের চারপাশে হাঁটতে দেখেছেন ।

এ দিকে, কালামাসেরিতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণের জেরে কেরলজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল ও চেকিং-এর পরামর্শ দেওয়া হয়েছে । শপিং মল, বাজার, কনভেনশন সেন্টার, সিনেমা থিয়েটার, বাস-রেলওয়ে স্টেশন, পর্যটন কেন্দ্র, উপাসনালয়-সহ যেখানে যেখানে লোকেদের সমাগম হয় এমন স্থানগুলিতে টহল জোরদার করার প্রস্তাব করা হয়েছে । দুর্গতদের সাহায্যের জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কালামাসেরিতে অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণের প্রেক্ষিতে এর্নাকুলাম কালেক্টরেটে কন্ট্রোল রুম খোলা হয়েছে । ফোন: 04842423513 । ডিজিপি শেখ দরভেজ সাহেব এবং এডিজিপি এমআর অজিত কুমার ঘটনাস্থলে পৌঁছেছেন । বিস্ফোরণের বিষয়ে ভুয়ো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ । কেরল পুলিশ বিস্ফোরণের তদন্তের জন্য একটি বিশেষকারী তদন্ত দল নিযুক্ত করেছে ৷

আজ সকাল 9.40-এ এর্নাকুলাম কালামাসেরি সামরা কনভেনশন সেন্টারে একটি বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ যিহোবার সাক্ষীদের একটি সম্মেলনের সময় বিস্ফোরণটি হয় । বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 52 জন ৷ ছয়জনের অবস্থা আশংকাজনক । 18 জন আইসিইউতে চিকিৎসাধীন । মোট 36 জন আহতের চিকিৎসা চলছে ।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ, মন্ত্রী ভিএন ভাসাভান, অ্যান্টনি রাজু, কে রাজন এবং ভি আবদুর রহমান আহতদের দেখতে হাসপাতালে যান । আহতদের কালামাসেরি মেডিক্যাল কলেজ, অ্যাস্টার মেডিসিটি, সানরাইজ এবং রাজাগিরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । প্রত্যক্ষদর্শীরা বলছেন, কনভেনশন সেন্টারে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে । প্রথমে একটি বিস্ফোরণ এবং পরে আরেকটি বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে ও পরে পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

Last Updated : Oct 29, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.