নয়াদিল্লি, 10 অগস্ট: ভারতের পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত । 26 অগস্ট কর্মজীবন শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনার ৷ বিচারপতি ললিতকে তাঁরই স্থলাভিষিক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Justice UU Lalit Appointed as next CJI) ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইউ ইউ ললিতের নিয়োগ 27 অগস্ট থেকে কার্যকর হবে ৷ যদিও প্রধান বিচারপতি হিসেবে মাত্র 74 দিনই দায়িত্ব সামলাবেন তিনি ৷ চলতি বছরেরই 8 নভেম্বর অবসর নেবেন তিনি ৷ উদয় উমেশ ললিত দ্বিতীয় প্রধান বিচারপতি যিনি বার কাউন্সিল থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চে উন্নীত হয়েছেন ।
আরও পড়ুন : নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট