ETV Bharat / bharat

CJI DY Chandrachud: দায়িত্ব নিয়েই জাতির জনককে মাল্যদান প্রধান বিচারপতির

বুধবার ভারতের প্রধান বিচারপতির (Chief Justice of India) পদে দায়িত্ব গ্রহণ করেছেন ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) ৷ শপথগ্রহণের পরই সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷

Justice DY Chandrachud prays tribute to Mahatma Gandhi after taking oath as CJI
CJI DY Chandrachud: দায়িত্ব নিয়েই জাতির জনককে মাল্যদান প্রধান বিচারপতির
author img

By

Published : Nov 9, 2022, 1:23 PM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: দেশের প্রধান বিচারপতির (Chief Justice of India) পদে দায়িত্ব নিয়েই জাতির জনক মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদান করলেন ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) ৷ বুধবার শপথগ্রহণের পর সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে থাকা গান্ধি মূর্তিতে মালা পরিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নয়া প্রধান বিচারপতি ৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "দেশের সেবা করাই আমার প্রাথমিক কর্তব্য ৷ আমরা ভারতের নাগরিকদের রক্ষা করব, তা সে প্রযুক্তিগতভাবে হোক, নথিভুক্ত সংস্কারের ভিত্তিতে হোক, বিচার বিভাগীয় সংস্কারের ভিত্তিতে হোক ৷"

এদিন বিচারতি চন্দ্রচূড়কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আগামী 2 বছরের জন্য ভারতের প্রধান বিচারপতির (CJI) দায়িত্ব সামলাবেন তিনি ৷ তাঁর কার্যকালের মেয়াদ বহাল থাকবে 2024 সালের 10 নভেম্বর পর্যন্ত ৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন ৷ এদিন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি চন্দ্রচূড় ৷ গত 11 অক্টোবর বিচারপতি ললিতই তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন ৷

  • Chief Justice of India DY Chandrachud pays tribute to the Mahatma Gandhi statue in the Supreme Court, after taking the oath

    Says, "to serve the nation is my priority. We'll protect all the citizens of India, be it in terms of technology or registry reforms, or judicial reforms." pic.twitter.com/mzz9fAasiQ

    — ANI (@ANI) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়

বিচারপতি চন্দ্রচূড়ের জন্ম হয় 1959 সালের 11 নভেম্বর ৷ 2016 সালের 13 নভেম্বর থেকে দেশের শীর্ষ আদালতে বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ ইতিমধ্যেই একাধিক সাংবিধানিক বেঞ্চের সদস্য হয়েছেন বিচারপতি চন্দ্রচূড় ৷ বিচারপতির আসনে বসে দিয়েছেন একের পর এক যুগান্তকারী রায় ৷ যার মধ্যে অযোধ্যার রাম মন্দির বিবাদ এবং নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত মামলা অন্যতম ৷

যৌন সম্পর্ক স্থাপনের স্বাধীনতা থেকে শুরু করে লিঙ্গবৈষম্য সংক্রান্ত একাধিক মামলাতেও বিচারপতি চন্দ্রচূড়ের রায় নতুন পথের দিশা দেখিয়েছে ৷ সমলিঙ্গ সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া, কিংবা সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলাতেও তাঁর রায় সারা দেশের নজর কেড়েছে ৷ এছাড়াও, আধার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ রায়দান করেছেন বিচারপতি চন্দ্রচূড় ৷

নয়াদিল্লি, 9 নভেম্বর: দেশের প্রধান বিচারপতির (Chief Justice of India) পদে দায়িত্ব নিয়েই জাতির জনক মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদান করলেন ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) ৷ বুধবার শপথগ্রহণের পর সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে থাকা গান্ধি মূর্তিতে মালা পরিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নয়া প্রধান বিচারপতি ৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "দেশের সেবা করাই আমার প্রাথমিক কর্তব্য ৷ আমরা ভারতের নাগরিকদের রক্ষা করব, তা সে প্রযুক্তিগতভাবে হোক, নথিভুক্ত সংস্কারের ভিত্তিতে হোক, বিচার বিভাগীয় সংস্কারের ভিত্তিতে হোক ৷"

এদিন বিচারতি চন্দ্রচূড়কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আগামী 2 বছরের জন্য ভারতের প্রধান বিচারপতির (CJI) দায়িত্ব সামলাবেন তিনি ৷ তাঁর কার্যকালের মেয়াদ বহাল থাকবে 2024 সালের 10 নভেম্বর পর্যন্ত ৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন ৷ এদিন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি চন্দ্রচূড় ৷ গত 11 অক্টোবর বিচারপতি ললিতই তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন ৷

  • Chief Justice of India DY Chandrachud pays tribute to the Mahatma Gandhi statue in the Supreme Court, after taking the oath

    Says, "to serve the nation is my priority. We'll protect all the citizens of India, be it in terms of technology or registry reforms, or judicial reforms." pic.twitter.com/mzz9fAasiQ

    — ANI (@ANI) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়

বিচারপতি চন্দ্রচূড়ের জন্ম হয় 1959 সালের 11 নভেম্বর ৷ 2016 সালের 13 নভেম্বর থেকে দেশের শীর্ষ আদালতে বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ ইতিমধ্যেই একাধিক সাংবিধানিক বেঞ্চের সদস্য হয়েছেন বিচারপতি চন্দ্রচূড় ৷ বিচারপতির আসনে বসে দিয়েছেন একের পর এক যুগান্তকারী রায় ৷ যার মধ্যে অযোধ্যার রাম মন্দির বিবাদ এবং নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত মামলা অন্যতম ৷

যৌন সম্পর্ক স্থাপনের স্বাধীনতা থেকে শুরু করে লিঙ্গবৈষম্য সংক্রান্ত একাধিক মামলাতেও বিচারপতি চন্দ্রচূড়ের রায় নতুন পথের দিশা দেখিয়েছে ৷ সমলিঙ্গ সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া, কিংবা সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলাতেও তাঁর রায় সারা দেশের নজর কেড়েছে ৷ এছাড়াও, আধার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ রায়দান করেছেন বিচারপতি চন্দ্রচূড় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.