ETV Bharat / bharat

Awaiting justice in India: আদালতে পড়ে 5 কোটি মামলা, সুপ্রিম কোর্টেই 69 হাজারের বেশি - পড়ে থাকা মামলার সংখ্যা

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী প্রায় 69 হাজার মামলা জমে আছে শীর্ষ আদালতে (Cases pending in Supreme Court) ৷ দেশের হাইকোর্টগুলিতে এই সংখ্যা 59 লক্ষ 87 হাজারের বেশি ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 18, 2023, 11:08 PM IST

Updated : Feb 19, 2023, 6:16 AM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: এদেশে উপযুক্ত বিচার পাওয়া প্রত্যেক দেশবাসীর সাংবিধানিক অধিকার ৷ তবে সেই বিচার পেতে কার্যক্ষেত্রে অনেক সময় লেগে যায় ৷ বিচারের এই দীর্ঘ প্রক্রিয়া ও তার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রসঙ্গে আগেও প্রশ্ন উঠেছে ৷ সেই প্রশ্ন আবারও চাগিয়ে তুলল খোদ সুপ্রিম কোর্টের একটি পরিসংখ্যান (Cases pending in India courts) ৷

এই তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন আদালতে পড়ে রয়েছে প্রায় 5 কোটি মামলা ৷ 1 ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে এই জমে থাকা মামলার সংখ্যা 69 হাজার 511টি ৷ খোদ শীর্ষ আদালতের ওয়েব পোর্টালেই এই তথ্য দেওয়া হয়েছে ৷ তথ্য অনুযায়ী, জমে থাকা মামলাগুলির মধ্যে 50 হাজার 275টি প্রশাসনিক বিষয় সম্পর্কিত ৷ যেগুলির মধ্যে 39টি 740 টি শুনানির জন্য অপেক্ষারত ৷ আর বাকি 10 হাজার 535টি এখনও নানা জটিলতায় শুনানির জন্য নথিভুক্তই হতে পারেনি (Supreme court pending cases)৷

এছাড়াও, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে এখনও জমা রয়েছে 479টি মামলা ৷ এগুলির মধ্যে 329টি মামলা রয়েছে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এবং 15টি রয়েছে সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে ৷ 135টি মামলা রয়েছে সুপ্রিম কোর্টের 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ উল্লেখ্য, বিষয় ও মামলার গুরুত্ব বুঝে সেগুলি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: নবম রেবিয়া রায় পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

হাইকোর্ট গুলির ক্ষেত্রে, পরিস্থিতি সত্যিই ভয়াবহ ৷ দেশের বিভিন্ন প্রান্তের হাইকোর্টগুলিতে বর্তমানে জমে রয়েছে 59 লক্ষ 87 হাজার 477টি মামলা ৷ এর মধ্যে সবথেকে বেশি 10 লক্ষ 30 হাজার 185টি মামলা পড়ে আছে এলাহাবাদ হাইকোর্টে ৷ বম্বে হাইকোর্টে পড়ে আছে 6 লক্ষ 20 হাজার 586টি মামলা ৷ রাজস্থানে এই সংখ্যাটি 6 লক্ষ 40 হাজার 267 ৷ সব থেকে কম কেস পড়ে রয়েছে সিকিম হাইকোর্টে, মাত্র 171টি ৷ অন্যদিকে, জেলা ও নিম্ন আদালতগুলিতে পড়ে থাকা মামলার সংখ্যা 4 কোটি 34 লক্ষের বেশি ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: এদেশে উপযুক্ত বিচার পাওয়া প্রত্যেক দেশবাসীর সাংবিধানিক অধিকার ৷ তবে সেই বিচার পেতে কার্যক্ষেত্রে অনেক সময় লেগে যায় ৷ বিচারের এই দীর্ঘ প্রক্রিয়া ও তার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রসঙ্গে আগেও প্রশ্ন উঠেছে ৷ সেই প্রশ্ন আবারও চাগিয়ে তুলল খোদ সুপ্রিম কোর্টের একটি পরিসংখ্যান (Cases pending in India courts) ৷

এই তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন আদালতে পড়ে রয়েছে প্রায় 5 কোটি মামলা ৷ 1 ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে এই জমে থাকা মামলার সংখ্যা 69 হাজার 511টি ৷ খোদ শীর্ষ আদালতের ওয়েব পোর্টালেই এই তথ্য দেওয়া হয়েছে ৷ তথ্য অনুযায়ী, জমে থাকা মামলাগুলির মধ্যে 50 হাজার 275টি প্রশাসনিক বিষয় সম্পর্কিত ৷ যেগুলির মধ্যে 39টি 740 টি শুনানির জন্য অপেক্ষারত ৷ আর বাকি 10 হাজার 535টি এখনও নানা জটিলতায় শুনানির জন্য নথিভুক্তই হতে পারেনি (Supreme court pending cases)৷

এছাড়াও, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে এখনও জমা রয়েছে 479টি মামলা ৷ এগুলির মধ্যে 329টি মামলা রয়েছে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এবং 15টি রয়েছে সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে ৷ 135টি মামলা রয়েছে সুপ্রিম কোর্টের 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ উল্লেখ্য, বিষয় ও মামলার গুরুত্ব বুঝে সেগুলি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: নবম রেবিয়া রায় পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

হাইকোর্ট গুলির ক্ষেত্রে, পরিস্থিতি সত্যিই ভয়াবহ ৷ দেশের বিভিন্ন প্রান্তের হাইকোর্টগুলিতে বর্তমানে জমে রয়েছে 59 লক্ষ 87 হাজার 477টি মামলা ৷ এর মধ্যে সবথেকে বেশি 10 লক্ষ 30 হাজার 185টি মামলা পড়ে আছে এলাহাবাদ হাইকোর্টে ৷ বম্বে হাইকোর্টে পড়ে আছে 6 লক্ষ 20 হাজার 586টি মামলা ৷ রাজস্থানে এই সংখ্যাটি 6 লক্ষ 40 হাজার 267 ৷ সব থেকে কম কেস পড়ে রয়েছে সিকিম হাইকোর্টে, মাত্র 171টি ৷ অন্যদিকে, জেলা ও নিম্ন আদালতগুলিতে পড়ে থাকা মামলার সংখ্যা 4 কোটি 34 লক্ষের বেশি ৷

Last Updated : Feb 19, 2023, 6:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.