ETV Bharat / bharat

IAS Officer Question over Manipur: রাহুলের ফ্লাইং কিসে তোলপাড়! 'মণিপুরের মহিলাদের কথা ভেবেছেন ?', প্রশ্ন আমলার - Rahul Gandhi Parliament Flying Kiss

রাহুল গান্ধির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন বিজেপি মহিলা সাংসদেরা ৷ তাঁদের চিঠি পোস্ট করে পালটা প্রশ্ন করলেন এক মহিলা আমলা ৷ শোরগোল ফেলে দিলেন নেটপাড়ায় ৷

ETV Bharat
মহিলার আইএসের পোস্ট
author img

By

Published : Aug 10, 2023, 2:31 PM IST

Updated : Aug 10, 2023, 2:40 PM IST

ভোপাল, 10 অগস্ট: রাহুলের ফ্লাইং কিস ঘিরে তোলপাড়, প্রতিবাদে সরব বিজেপির মহিলা সাংসদরা। "একটু ভাবুন, মণিপুরে মহিলাদের কেমন আছেন ?", সামাজিক মাধ্যমে সরাসরি প্রশ্ন ছুড়লেন এক মহিলা আইএএস ৷ মধ্যপ্রদেশের মহিলা আমলা শৈলবালা মার্টিন অভিযোগকারী বিজেপি সাংসদদের প্রশ্ন ছুড়লেন, "একবার ভাবুন, মণিপুরের মহিলারা কী অনুভব করেছেন ?" মহিলা আমলা বর্তমানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে উচ্চ প্রশাসনিক পদে আসীন রয়েছেন ৷ তিনি এখন ভোপালে থাকেন ৷

বুধবার সাংসদ রাহুল গান্ধিকে ঘিরে 'ফ্লাইং কিস' বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন ৷ বিজেপি মহিলা সাংসদেরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ তাঁদের স্বাক্ষরিত চিঠি সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷

বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাবে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সাংসদ পদ ফিরে পেয়ে সংসদের মধ্যে এটাই তাঁর প্রথম বক্তৃতা ছিল ৷ তাঁর পরে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি ভরা লোকসভায় অভিযোগ করেন, "রাহুল গান্ধি সংসদের মধ্যে ফ্লাইং কিস ছুড়েছেন ৷ এতে সংসদে উপস্থিত মহিলাদের প্রতি অভব্য আচরণ করা হয়েছে ৷" এরপরই বিজেপির মহিলা সাংসদরা রাহুলের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের অভিযোগ জানান ৷ এ নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছে সংসদ চত্বর তথা রাজনীতি ৷

এই অভিযোগে সাংসদেরা লিখেছেন, "রাহুল গান্ধি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দিকে অশালীন ইঙ্গিত করেছেন ৷ সেই সময় মন্ত্রী সংসদে বক্তৃতা দিচ্ছিলেন ৷ তিনি মহিলাদের সম্ভ্রমকে অপমান করেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চাইলেই 2-3 দিনে মণিপুরে শান্তি আনা সম্ভব, দাবি রাহুল গান্ধির

মণিপুরের দিকে নজর দিলে দেখা যাবে, 3 মে থেকে হিংসার ঘটনা ঘটে চলেছে সেখানে ৷ কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ গিয়েছে 160 জনেরও বেশি মানুষের ৷ হাজার হাজার মানুষ ঘরদোর ছেড়ে ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ এর মধ্যে 19 জুলাই কুকি সম্প্রদায়ের দু'জন তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাঁদের মধ্যে এক কুকি তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এরপরেই মণিপুর নিয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷ এই পরিস্থিতিতে বিজেপি মহিলা সাংসদদের উদ্দেশ্যে মহিলা আমলার প্রশ্ন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

ভোপাল, 10 অগস্ট: রাহুলের ফ্লাইং কিস ঘিরে তোলপাড়, প্রতিবাদে সরব বিজেপির মহিলা সাংসদরা। "একটু ভাবুন, মণিপুরে মহিলাদের কেমন আছেন ?", সামাজিক মাধ্যমে সরাসরি প্রশ্ন ছুড়লেন এক মহিলা আইএএস ৷ মধ্যপ্রদেশের মহিলা আমলা শৈলবালা মার্টিন অভিযোগকারী বিজেপি সাংসদদের প্রশ্ন ছুড়লেন, "একবার ভাবুন, মণিপুরের মহিলারা কী অনুভব করেছেন ?" মহিলা আমলা বর্তমানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে উচ্চ প্রশাসনিক পদে আসীন রয়েছেন ৷ তিনি এখন ভোপালে থাকেন ৷

বুধবার সাংসদ রাহুল গান্ধিকে ঘিরে 'ফ্লাইং কিস' বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন ৷ বিজেপি মহিলা সাংসদেরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ তাঁদের স্বাক্ষরিত চিঠি সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷

বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাবে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সাংসদ পদ ফিরে পেয়ে সংসদের মধ্যে এটাই তাঁর প্রথম বক্তৃতা ছিল ৷ তাঁর পরে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি ভরা লোকসভায় অভিযোগ করেন, "রাহুল গান্ধি সংসদের মধ্যে ফ্লাইং কিস ছুড়েছেন ৷ এতে সংসদে উপস্থিত মহিলাদের প্রতি অভব্য আচরণ করা হয়েছে ৷" এরপরই বিজেপির মহিলা সাংসদরা রাহুলের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের অভিযোগ জানান ৷ এ নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছে সংসদ চত্বর তথা রাজনীতি ৷

এই অভিযোগে সাংসদেরা লিখেছেন, "রাহুল গান্ধি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দিকে অশালীন ইঙ্গিত করেছেন ৷ সেই সময় মন্ত্রী সংসদে বক্তৃতা দিচ্ছিলেন ৷ তিনি মহিলাদের সম্ভ্রমকে অপমান করেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চাইলেই 2-3 দিনে মণিপুরে শান্তি আনা সম্ভব, দাবি রাহুল গান্ধির

মণিপুরের দিকে নজর দিলে দেখা যাবে, 3 মে থেকে হিংসার ঘটনা ঘটে চলেছে সেখানে ৷ কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ গিয়েছে 160 জনেরও বেশি মানুষের ৷ হাজার হাজার মানুষ ঘরদোর ছেড়ে ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ এর মধ্যে 19 জুলাই কুকি সম্প্রদায়ের দু'জন তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাঁদের মধ্যে এক কুকি তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এরপরেই মণিপুর নিয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷ এই পরিস্থিতিতে বিজেপি মহিলা সাংসদদের উদ্দেশ্যে মহিলা আমলার প্রশ্ন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Aug 10, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.