ETV Bharat / bharat

Tribal Women Rescued in Odisha: ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে ! - Tribal Women Rescued in Odisha

ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার ঝাড়খণ্ডে বাড়ি আদিবাসী মা ও মেয়ে ৷ যৌন নির্যাতনের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

Tribal Women Rescued in Odisha
নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 7:06 PM IST

রাউরকেলা, 8 অক্টোবর: ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন দুই আদিবাসী মহিলা ৷ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তা চোখে পড়ে বিজেপি বিধায়ক কুসুম টেটের ৷ শাল দিয়ে ঢেকে তাঁদের লজ্জা নিবাতরণ করে দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড়ে ৷ শুক্রবার শহরের কলেজ রোডে বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটাতে দেখা যায় ওই দুই আদিবাসী মহিলাকে ৷ এরপরেই তাঁদের সেখান থেকে উদ্ধার করা হয় ৷ তাঁদের আপাতত একটি হোমে রাখা হয়েছে ৷ মহিলাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

নির্যাতিতাদের দাবি অনুযায়ী, তাঁরা সম্পর্কে মা ও মেয়ে ৷ বয়স যথাক্রমে 45 বছর এবং 27 বছর ৷ ঝাড়খণ্ডের একটি গ্রামে তাঁদের বাড়ি ৷ মহিলা জানান, তাঁর তিন মেয়ে রয়েছে । তিনি অভিযোগ করেন, তাঁদের তিনজনকেই যৌন নির্যাতন করা হয়েছে ৷ তাঁর এক নিকট আত্মীয়ই তাঁদের উপর এই যৌন নির্যাতন করেন। এর জেরে মা-মেয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন ৷ তারপরেই তাঁরা বাড়ি ছেড়ে ওড়িশায় চলে আসেন ৷

আরও পড়ুন: রাজস্থানে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

পুলিশের তরফে জানা গিয়েছে, 45 বছর বয়সি মহিলা কয়েক বছর আগেই তাঁর স্বামীকে হারিয়েছেন ৷ এরপর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ঝাড়খণ্ডেই থাকতেন । তিন দিন আগে তাঁরা গ্রাম ছেড়েছে । সুন্দরগড়ের এসপি প্রত্যুষ দিওয়াকার সংবাদমাধ্যমকে বলেন, "পুলিশ তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে ।" অন্যদিকে মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি দল হোমে গিয়ে দুই নির্যাতিতার জবানবন্দি নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে । তাঁদের স্বাস্থ্যের অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে । পাশাপাশি ঘটনার তদন্তে সুন্দরগড়ের এসপি'র নেতৃত্বে একটি দল ঝাড়খণ্ডে গিয়েছে । মহিলাদের সঙ্গে আসলে কী ঘটেছে, তদন্তের পরই জানা যাবে ৷ তবে এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ আবারও আদিবাসীদের মহিলাদের এরকম অবস্থা দেখে শিউড়ে উঠেছে সকলে ৷

রাউরকেলা, 8 অক্টোবর: ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন দুই আদিবাসী মহিলা ৷ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তা চোখে পড়ে বিজেপি বিধায়ক কুসুম টেটের ৷ শাল দিয়ে ঢেকে তাঁদের লজ্জা নিবাতরণ করে দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড়ে ৷ শুক্রবার শহরের কলেজ রোডে বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটাতে দেখা যায় ওই দুই আদিবাসী মহিলাকে ৷ এরপরেই তাঁদের সেখান থেকে উদ্ধার করা হয় ৷ তাঁদের আপাতত একটি হোমে রাখা হয়েছে ৷ মহিলাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

নির্যাতিতাদের দাবি অনুযায়ী, তাঁরা সম্পর্কে মা ও মেয়ে ৷ বয়স যথাক্রমে 45 বছর এবং 27 বছর ৷ ঝাড়খণ্ডের একটি গ্রামে তাঁদের বাড়ি ৷ মহিলা জানান, তাঁর তিন মেয়ে রয়েছে । তিনি অভিযোগ করেন, তাঁদের তিনজনকেই যৌন নির্যাতন করা হয়েছে ৷ তাঁর এক নিকট আত্মীয়ই তাঁদের উপর এই যৌন নির্যাতন করেন। এর জেরে মা-মেয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন ৷ তারপরেই তাঁরা বাড়ি ছেড়ে ওড়িশায় চলে আসেন ৷

আরও পড়ুন: রাজস্থানে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

পুলিশের তরফে জানা গিয়েছে, 45 বছর বয়সি মহিলা কয়েক বছর আগেই তাঁর স্বামীকে হারিয়েছেন ৷ এরপর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ঝাড়খণ্ডেই থাকতেন । তিন দিন আগে তাঁরা গ্রাম ছেড়েছে । সুন্দরগড়ের এসপি প্রত্যুষ দিওয়াকার সংবাদমাধ্যমকে বলেন, "পুলিশ তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে ।" অন্যদিকে মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি দল হোমে গিয়ে দুই নির্যাতিতার জবানবন্দি নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে । তাঁদের স্বাস্থ্যের অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে । পাশাপাশি ঘটনার তদন্তে সুন্দরগড়ের এসপি'র নেতৃত্বে একটি দল ঝাড়খণ্ডে গিয়েছে । মহিলাদের সঙ্গে আসলে কী ঘটেছে, তদন্তের পরই জানা যাবে ৷ তবে এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ আবারও আদিবাসীদের মহিলাদের এরকম অবস্থা দেখে শিউড়ে উঠেছে সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.