ETV Bharat / bharat

Hemant Soren: আস্থা ভোটে জয়ী হেমন্ত, বহাল রইল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ - Hemant Soren

আজ ঝাড়খণ্ড বিধানসভায় মুখ্যমন্ত্রী পদে রইলেন হেমন্ত সোরেন ৷ তিনি আস্থা ভোটে জয়ী হয়েছেন (Hemant Soren retains his CM Post as he wins trust vote) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 5, 2022, 1:48 PM IST

Updated : Sep 5, 2022, 3:16 PM IST

রাঁচি, 5 সেপ্টেম্বর: আস্থাভোটে জিতলেন হেমন্ত সোরেন ৷ ক'দিন আগে নির্বাচন কমিশন তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল রাজ্যপালকে ৷ এরপর থেকেই ঝাড়খণ্ডের সরকার নিয়ে টালবাহানা শুরু হয় ৷ শেষে স্থির হয় যে, আজ আস্থা ভোট হবে ঝাড়খণ্ডের বিধানসভায় ৷ তাতে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ বহাল রইলেন তিনি (Jharkhand mukti morcha) হেমন্ত সোরেন (Hemant Sone wins trust vote in Jharkhand Assembly) ৷

81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় 48 জন বিধায়ক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পক্ষে ভোট দেন ৷ আস্থা ভোটে জিতে সোরেন বিজেপির বিরুদ্ধে গৃহযুদ্ধের পরিবেশ তৈরির অভিযোগ তোলেন ৷ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সরকারকে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে ৷ আমাদের 3জন বিধায়ক পশ্চিমবঙ্গে ছিলেন ৷ বিধায়কদের কেনাবেচার দায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ৷ তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি ৷" তিনি আরও জানান, যতদিন ইউপিএ (United Progressive Alliance, UPA) থাকবে, ততদিন এই রাজ্যে বিজেপির এই চক্রান্ত সফল হবে না ৷ গেরুয়া শিবিরকে আক্রমণ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "ওরা দু'টি রাজ্যের মধ্যে ঝামেলা পরিবেশ তৈরির চেষ্টা করেছে ৷"

আরও পড়ুন: ঝাড়খণ্ডের রাজভবনে নির্বাচন কমিশনের চিঠি, বিধায়ক পদ হারানোর পথে মুখ্যমন্ত্রী সোরেন

এ বছর ফেব্রুয়ারিতে, বিজেপি রাজ্যপাল রমেশ বৈশের কাছে একটি স্মারকলিপি জমা দেয় ৷ তারা হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই নিজেকে খনি লিজ দিয়ে দিয়েছেন ৷ বিজেপির এই অভিযোগ রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে পাঠান ৷ আর 25 অগস্ট নির্বাচন কমিশন রাজ্যপালকে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দেয় ৷ তারপরই ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় ৷

রাঁচি, 5 সেপ্টেম্বর: আস্থাভোটে জিতলেন হেমন্ত সোরেন ৷ ক'দিন আগে নির্বাচন কমিশন তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল রাজ্যপালকে ৷ এরপর থেকেই ঝাড়খণ্ডের সরকার নিয়ে টালবাহানা শুরু হয় ৷ শেষে স্থির হয় যে, আজ আস্থা ভোট হবে ঝাড়খণ্ডের বিধানসভায় ৷ তাতে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ বহাল রইলেন তিনি (Jharkhand mukti morcha) হেমন্ত সোরেন (Hemant Sone wins trust vote in Jharkhand Assembly) ৷

81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় 48 জন বিধায়ক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পক্ষে ভোট দেন ৷ আস্থা ভোটে জিতে সোরেন বিজেপির বিরুদ্ধে গৃহযুদ্ধের পরিবেশ তৈরির অভিযোগ তোলেন ৷ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সরকারকে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে ৷ আমাদের 3জন বিধায়ক পশ্চিমবঙ্গে ছিলেন ৷ বিধায়কদের কেনাবেচার দায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ৷ তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি ৷" তিনি আরও জানান, যতদিন ইউপিএ (United Progressive Alliance, UPA) থাকবে, ততদিন এই রাজ্যে বিজেপির এই চক্রান্ত সফল হবে না ৷ গেরুয়া শিবিরকে আক্রমণ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "ওরা দু'টি রাজ্যের মধ্যে ঝামেলা পরিবেশ তৈরির চেষ্টা করেছে ৷"

আরও পড়ুন: ঝাড়খণ্ডের রাজভবনে নির্বাচন কমিশনের চিঠি, বিধায়ক পদ হারানোর পথে মুখ্যমন্ত্রী সোরেন

এ বছর ফেব্রুয়ারিতে, বিজেপি রাজ্যপাল রমেশ বৈশের কাছে একটি স্মারকলিপি জমা দেয় ৷ তারা হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই নিজেকে খনি লিজ দিয়ে দিয়েছেন ৷ বিজেপির এই অভিযোগ রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে পাঠান ৷ আর 25 অগস্ট নির্বাচন কমিশন রাজ্যপালকে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দেয় ৷ তারপরই ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় ৷

Last Updated : Sep 5, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.