ETV Bharat / bharat

Hemant Soren: বেআইনি খনি মামলায় ইডির হাজিরা এড়াতে পারেন হেমন্ত, দাবি সূত্রের

'এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট' (Enforcement Directorate) বা ইডি (ED)-এর জিজ্ঞাসাবাদ সম্ভবত এড়িয়ে যাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) ৷ সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ বেআইনি খনি মামলায় (Illegal Mining Case) আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হেমন্তকে সমন পাঠিয়েছিল ইডি ৷

Jharkhand Chief Minister Hemant Soren likely to skip ED questioning in Illegal Mining Case
Hemant Soren: বেআইনি খনি মামলায় ইডি-এর হাজিরা এড়াতে পারেন হেমন্ত, দাবি সূত্রের
author img

By

Published : Nov 3, 2022, 2:18 PM IST

রাঁচি, 3 নভেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট' (Enforcement Directorate) বা ইডি (ED)-এর তলবে আপাতত সাড়া দিচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ উল্লেখ্য, বেআইনি খনি মামলায় (Illegal Mining Case) যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ, তাতে হেমন্তের যোগ থাকার আশংকা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই কারণেই বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ৷

রাঁচির হিনু এলাকায় ইডি-এর আঞ্চলিক কার্যালয় রয়েছে ৷ সেই দফতরেই এদিন বেলা 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু সূত্রের দাবি, এদিন রায়পুরে বিশেষ কাজ রয়েছে হেমন্ত সোরেনের ৷ আগে থেকেই এই নির্ঘণ্ট স্থির হয়ে রয়েছে ৷ তাই সেখানেই যাবেন তিনি ৷ সেক্ষেত্রে তাঁর পক্ষে ইডি-এর কার্যালয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ ওয়াকিবহাল মহলের একাংশ যদিও মনে করছে, আসলে ইডি-এর মুখোমুখি হওয়া ঠেকাতেই রায়পুর যাওয়ার অজুহাত বের করেছেন হেমন্ত সোরেন ৷ কিন্তু, সরকার পক্ষ বা তাঁর দল তা মানতে নারাজ ৷

  • चार-चार उपचुनावों में जनता की चोट के बाद विपक्ष ऐसा सकपकाया है कि अब एजेंसियों का दुरुपयोग कर रहा है।
    झारखण्ड की एक-एक जनता इन्हें जवाब देगी। pic.twitter.com/vonnq7df38

    — Hemant Soren (@HemantSorenJMM) November 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আস্থা ভোটে জয়ী হেমন্ত, বহাল রইল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ

এদিকে, বেআইনি খনি মামলায় ইডি তাঁকে সমন পাঠানোয় কেন্দ্রীয় সরকার ও বিজেপি-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷ টুইটারে তিনি লেখেন, যেহেতু রাজনৈতিকভাবে বিজেপি তাঁর মোকাবিলা করতে পারছে না, তাই কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগ করছে তারা ৷ অন্যদিকে, ইডি-এর দাবি, ঝাড়খণ্ডের বেআইনি খনি মামলায় ইতিমধ্য়েই 1 হাজার কোটি টাকারও বেশি অর্থের লেনদেন শনাক্ত করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে নির্দিষ্ট আইনের (Prevention of Money Laundering Act) আওতায় হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷

এখনও পর্যন্ত এই মামলায় হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি ৷ সেইসঙ্গে, বাচ্চু যাদব নামে এক বাহুবলী এবং প্রেম প্রকাশ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

রাঁচি, 3 নভেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট' (Enforcement Directorate) বা ইডি (ED)-এর তলবে আপাতত সাড়া দিচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ উল্লেখ্য, বেআইনি খনি মামলায় (Illegal Mining Case) যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ, তাতে হেমন্তের যোগ থাকার আশংকা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই কারণেই বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ৷

রাঁচির হিনু এলাকায় ইডি-এর আঞ্চলিক কার্যালয় রয়েছে ৷ সেই দফতরেই এদিন বেলা 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু সূত্রের দাবি, এদিন রায়পুরে বিশেষ কাজ রয়েছে হেমন্ত সোরেনের ৷ আগে থেকেই এই নির্ঘণ্ট স্থির হয়ে রয়েছে ৷ তাই সেখানেই যাবেন তিনি ৷ সেক্ষেত্রে তাঁর পক্ষে ইডি-এর কার্যালয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ ওয়াকিবহাল মহলের একাংশ যদিও মনে করছে, আসলে ইডি-এর মুখোমুখি হওয়া ঠেকাতেই রায়পুর যাওয়ার অজুহাত বের করেছেন হেমন্ত সোরেন ৷ কিন্তু, সরকার পক্ষ বা তাঁর দল তা মানতে নারাজ ৷

  • चार-चार उपचुनावों में जनता की चोट के बाद विपक्ष ऐसा सकपकाया है कि अब एजेंसियों का दुरुपयोग कर रहा है।
    झारखण्ड की एक-एक जनता इन्हें जवाब देगी। pic.twitter.com/vonnq7df38

    — Hemant Soren (@HemantSorenJMM) November 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আস্থা ভোটে জয়ী হেমন্ত, বহাল রইল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ

এদিকে, বেআইনি খনি মামলায় ইডি তাঁকে সমন পাঠানোয় কেন্দ্রীয় সরকার ও বিজেপি-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷ টুইটারে তিনি লেখেন, যেহেতু রাজনৈতিকভাবে বিজেপি তাঁর মোকাবিলা করতে পারছে না, তাই কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগ করছে তারা ৷ অন্যদিকে, ইডি-এর দাবি, ঝাড়খণ্ডের বেআইনি খনি মামলায় ইতিমধ্য়েই 1 হাজার কোটি টাকারও বেশি অর্থের লেনদেন শনাক্ত করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে নির্দিষ্ট আইনের (Prevention of Money Laundering Act) আওতায় হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷

এখনও পর্যন্ত এই মামলায় হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি ৷ সেইসঙ্গে, বাচ্চু যাদব নামে এক বাহুবলী এবং প্রেম প্রকাশ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.