ETV Bharat / bharat

Relief for Jewelers : গয়না ব্যবসায়ীদের বড় স্বস্তি, বাড়ল পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রির সময়

author img

By

Published : Apr 1, 2023, 1:08 PM IST

নতুন আর্থিক বছরের 2023-24 এর শুরু থেকে সোনা বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে । যার অধীনে 6 সংখ্যার হলমার্ক-সহ সোনা বিক্রি করা বাধ্যতামূলক । এর জেরে সোনা ব্যবসায়ীদের 2021 সালের জুলাইয়ের আগে তৈরি গয়না বিক্রি করতে অসুবিধা হত ৷ তবে এই বিষয়টি মাথায় রেখে সরকার তাদের একটি স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার ।

Hallmarked Gold Jewellery
বাড়ল পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রির সময়

নয়াদিল্লি, 1 এপ্রিল: গয়নায় 6 অংকের হলমার্ক প্রযোজ্যর আগের দিনই বড় স্বস্তি সোনা ব্যবসায়ীদের ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকার প্রায় 16 হাজার জুয়েলার্সকে জুন পর্যন্ত সোনার পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রি করার অনুমতি দিয়েছে ৷ ফলে পুরনো গয়না বিক্রি করতে আরও তিন মাস সময় পেলেন ব্যবসায়ীরা । তবে এই ছাড় শুধুমাত্র জুলাই 2021 এর আগে তৈরি গয়নার ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

পুরানো সোনা বিক্রির সময় বাড়ানো হয়েছে: সোনা বিক্রির বিষয়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রক সম্প্রতি গয়না শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠক করে ৷ পরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তি অনুসারে, মন্ত্রক হলমার্কিং অফ গোল্ড জুয়েলারি এবং গোল্ড আর্টিফ্যাক্টস অর্ডার 2020 সংশোধন করেছে । এর অধীনে সমস্ত সোনা ব্যবসায়ীদের পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রি করার জন্য 30 জুন 2023 পর্যন্ত সময় দেওয়া হয়েছে ।

16 হাজারেরও বেশি সোনা ব্যবসায়ীকে স্বস্তি: মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে জানিয়েছেন, দেশে 1.56 লক্ষ সোনা ব্যবসায়ী বা জুয়েলার্স রয়েছেন ৷ যার মধ্যে 16 হাজার 243 নতুন নিয়ম নিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন । তাদেরকে আরও তিন মাস সময় দেওয়া হল । তিনি বলেন, সময়সীমা আর বাড়ানো হবে না ।

গ্রাহকদের জন্য হলমার্ক নিয়মের সুবিধা: 1 এপ্রিল থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) হলমার্কযুক্ত সোনার গয়নার ক্ষেত্রে 6 সংখ্যার 'আলফানিউমেরিক এইচইফডি (HUID) বাধ্যতামূলক করছে ৷ এর আগে বাজারে 4 ও 6 ডিজিটের হলমার্কযুক্ত সোনা বিক্রি হত । 16 জুন 2016 পর্যন্ত সারা দেশে হলমার্কের ব্যবহার সম্পূর্ণরূপে বিক্রেতার উপর নির্ভর করে । কিন্তু গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার হলমার্ক বাধ্যতামূলক করা হল । এতে গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা হবে তারা প্রতারণা ও চোরাই পণ্যের ফাঁদে পা দেবেন না । এই পদক্ষেপ ব্যবসায় স্বচ্ছতা আনবে ।

আরও পড়ুন: রান্নার গ্যাস থেকে সোনা, শনি থেকে দামি হতে পারে সবই

নয়াদিল্লি, 1 এপ্রিল: গয়নায় 6 অংকের হলমার্ক প্রযোজ্যর আগের দিনই বড় স্বস্তি সোনা ব্যবসায়ীদের ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকার প্রায় 16 হাজার জুয়েলার্সকে জুন পর্যন্ত সোনার পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রি করার অনুমতি দিয়েছে ৷ ফলে পুরনো গয়না বিক্রি করতে আরও তিন মাস সময় পেলেন ব্যবসায়ীরা । তবে এই ছাড় শুধুমাত্র জুলাই 2021 এর আগে তৈরি গয়নার ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

পুরানো সোনা বিক্রির সময় বাড়ানো হয়েছে: সোনা বিক্রির বিষয়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রক সম্প্রতি গয়না শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠক করে ৷ পরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তি অনুসারে, মন্ত্রক হলমার্কিং অফ গোল্ড জুয়েলারি এবং গোল্ড আর্টিফ্যাক্টস অর্ডার 2020 সংশোধন করেছে । এর অধীনে সমস্ত সোনা ব্যবসায়ীদের পুরানো হলমার্কযুক্ত গয়না বিক্রি করার জন্য 30 জুন 2023 পর্যন্ত সময় দেওয়া হয়েছে ।

16 হাজারেরও বেশি সোনা ব্যবসায়ীকে স্বস্তি: মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে জানিয়েছেন, দেশে 1.56 লক্ষ সোনা ব্যবসায়ী বা জুয়েলার্স রয়েছেন ৷ যার মধ্যে 16 হাজার 243 নতুন নিয়ম নিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন । তাদেরকে আরও তিন মাস সময় দেওয়া হল । তিনি বলেন, সময়সীমা আর বাড়ানো হবে না ।

গ্রাহকদের জন্য হলমার্ক নিয়মের সুবিধা: 1 এপ্রিল থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) হলমার্কযুক্ত সোনার গয়নার ক্ষেত্রে 6 সংখ্যার 'আলফানিউমেরিক এইচইফডি (HUID) বাধ্যতামূলক করছে ৷ এর আগে বাজারে 4 ও 6 ডিজিটের হলমার্কযুক্ত সোনা বিক্রি হত । 16 জুন 2016 পর্যন্ত সারা দেশে হলমার্কের ব্যবহার সম্পূর্ণরূপে বিক্রেতার উপর নির্ভর করে । কিন্তু গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার হলমার্ক বাধ্যতামূলক করা হল । এতে গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা হবে তারা প্রতারণা ও চোরাই পণ্যের ফাঁদে পা দেবেন না । এই পদক্ষেপ ব্যবসায় স্বচ্ছতা আনবে ।

আরও পড়ুন: রান্নার গ্যাস থেকে সোনা, শনি থেকে দামি হতে পারে সবই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.