পটনা, 4 অক্টোবর: হাতে রিভলভার নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন বিধায়ক ৷ এই নিয়ে শোরগোল পড়ে গেল বিহারের ভাগলপুরের একটি সরকারি হাসপাতালে ৷ হাতে রিভলভার নিয়ে হাসপাতালে বিধায়কের খুল্লামখুল্লা ঘুরে বেড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও বিধায়কের যুক্তি, এটাই তাঁর স্টাইল ৷ তাঁর কাছে থাকা রিভলভারের লাইসেন্স রয়েছে বলে দাবি করেন তিনি ৷
মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএলএনএমসিএইচ) ৷ সেখানেই হাতে রিভলভার নিয়ে পৌঁছে যান জনতা দল ইউনাইটেডের বিধায়ক গোপাল মণ্ডল ৷ নাতনির সিটি স্ক্যান করানোর জন্য ওই বিধায়ক তাঁর নাতনিকে নিয়ে ভাগলপুরের হাসপাতালে গিয়েছিলেন । তাঁর হাতে রিভলভার দেখে ঘাবড়ে যান সেখানে উপস্থিত সবাই ৷
এ ভাবে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কেন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি এমন একটি জিনিস যা হাতেই নিয়ে রাখতে হয় ৷ এটি ভিতরে রেখে দেওয়ার জিনিস নয় । হাতে রিভলভার নিয়ে ঘোরাটাই তাঁর স্টাইল বলে জানান জেডিইউ বিধায়ক ৷ তিনি জানান, তাঁকে এ ভাবেই দেখতে পছন্দ করেন তাঁর সমর্থক ও অনুগামীরা ৷
আরও পড়ুন: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কারও তুলনা করতে নারাজ ছোটবেলা কোচ কেশব বন্দ্যোপাধ্যায়
তাঁর রিভলভারের প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে বলে জানিয়েছেন গোপাল মণ্ডল ৷ তাঁর কথায়, "আমার অনেক রাজনৈতিক শত্রুতা আছে, সেজন্যই আমরা অস্ত্র সঙ্গে রাখি ৷ আগে অপরাধীরা আমায় অনুসরণ করত এবং তাই আমি আগ্নেয়াস্ত্র বহন করতাম । এখন রাজনৈতিক ব্যক্তিরা আমার পেছনে লেগেছে । তাঁরা জানেন, আগামী নির্বাচনে আমি সাংসদ হব, তাই তাঁরা আমার পেছনে লেগেছেন । আমি আত্মরক্ষায় হাতে রিভলভার নিয়ে থাকি । কেউ এখানে বা কোথাও আমার বিরুদ্ধে কিছু করার সাহস দেখালে তাঁকে গুলি করে দেব ।"
মণ্ডল বর্ণ ভিত্তিক সমীক্ষা রিপোর্ট উল্লেখ করার সময় তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, ওই অঞ্চলে তাঁর বর্ণের জনসংখ্যা সবচেয়ে বেশি । তাঁর কথায়, "আমাদের সম্প্রদায়ের সর্বাধিক সংখ্যক ভোটার রয়েছে যাঁরা আমাকে ভোট দেন এবং তাঁরা আমাকে এমপি বানাবেন ৷"
উল্লেখ্য, জেডিইউ বিধায়কের নাতনির সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি ।