ETV Bharat / bharat

সংক্রমণ রোধে জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা, বললেন মোদি - জনতা কার্ফুর বর্ষপূর্তি

22 মার্চ জনতা কার্ফু ঘোষণা করার পাশাপাশি এই দুটি শব্দের মানে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, মানুষের জন্য এবং মানুষের সহযোগিতায় নিজের উপর প্রয়োগ করা কার্ফুই হল জনতা কার্ফু ৷

modi
modi
author img

By

Published : Mar 28, 2021, 1:19 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ : করোনা সংক্রমণ ঠেকাতে বছরখানেক আগে জনতা কার্ফুর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আজ সেই সিদ্ধান্ত গোটা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা ৷ 75তম 'মন কি বাত'-এ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা রোধে দেশবাসীর সেই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

জনতা কার্ফু ৷ 22 মার্চ জনতা কার্ফু ঘোষণা করার পাশাপাশি এই দুটি শব্দের মানে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, মানুষের জন্য এবং মানুষের সহযোগিতায় নিজের উপর প্রয়োগ করা কার্ফুই হল জনতা কার্ফু ৷ বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে শিক্ষা নিয়ে এই কার্ফুকে সফল করার ডাক দিয়েছিলেন ৷ শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা ছাড়া 14 ঘণ্টা কাউকে বাড়ির বাইরে পা না রাখার আবেদন জানান মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়েছিল সারা দেশ ৷ সকাল সাতটা থেকে রাত 9টা পর্যন্ত খাঁ খাঁ করছিল পথঘাট ৷ গত 22 মার্চ ছিল জনতা কার্ফুর একবছর পূর্তি ৷ মন কি বাত অনুষ্ঠানে তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল জনতা কার্ফুর কথা ৷

আরও পড়ুন : জনতা কার্ফুর বছর পার

তিনি বলেন, "গতবছরের মার্চে দেশের মানুষ জনতা কার্ফুর বিষয়ে জানতে পারেন ৷ প্রথম থেকেই দেশবাসী করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছে ৷ সেই জনতা কার্ফু এখন বিশ্বের কাছে অনুপ্রেরণা ৷ প্রথম সারির করোনা যোদ্ধাদের সম্মান জানাতে হাততালি দেওয়া, থালা বাজানোর মতো ঘটনা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ৷" মোদির কথায়, "গতবছর এই সময় সবার মনে করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন ছিল ৷ আদৌ ভ্যাকসিন আসবে কি না ৷ এলেও কতদিনে তা তৈরি হবে ৷ আজ ভারতে বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণের প্রক্রিয়া চলছে ৷"

নয়াদিল্লি, 28 মার্চ : করোনা সংক্রমণ ঠেকাতে বছরখানেক আগে জনতা কার্ফুর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আজ সেই সিদ্ধান্ত গোটা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা ৷ 75তম 'মন কি বাত'-এ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা রোধে দেশবাসীর সেই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

জনতা কার্ফু ৷ 22 মার্চ জনতা কার্ফু ঘোষণা করার পাশাপাশি এই দুটি শব্দের মানে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, মানুষের জন্য এবং মানুষের সহযোগিতায় নিজের উপর প্রয়োগ করা কার্ফুই হল জনতা কার্ফু ৷ বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে শিক্ষা নিয়ে এই কার্ফুকে সফল করার ডাক দিয়েছিলেন ৷ শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা ছাড়া 14 ঘণ্টা কাউকে বাড়ির বাইরে পা না রাখার আবেদন জানান মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়েছিল সারা দেশ ৷ সকাল সাতটা থেকে রাত 9টা পর্যন্ত খাঁ খাঁ করছিল পথঘাট ৷ গত 22 মার্চ ছিল জনতা কার্ফুর একবছর পূর্তি ৷ মন কি বাত অনুষ্ঠানে তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল জনতা কার্ফুর কথা ৷

আরও পড়ুন : জনতা কার্ফুর বছর পার

তিনি বলেন, "গতবছরের মার্চে দেশের মানুষ জনতা কার্ফুর বিষয়ে জানতে পারেন ৷ প্রথম থেকেই দেশবাসী করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছে ৷ সেই জনতা কার্ফু এখন বিশ্বের কাছে অনুপ্রেরণা ৷ প্রথম সারির করোনা যোদ্ধাদের সম্মান জানাতে হাততালি দেওয়া, থালা বাজানোর মতো ঘটনা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ৷" মোদির কথায়, "গতবছর এই সময় সবার মনে করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন ছিল ৷ আদৌ ভ্যাকসিন আসবে কি না ৷ এলেও কতদিনে তা তৈরি হবে ৷ আজ ভারতে বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণের প্রক্রিয়া চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.