ETV Bharat / bharat

Bharat Jodo Yatra in Jammu and Kashmir: উপত্যকায় রাহুলের নিরাপত্তা 'গাফিলতি', অভিযোগ খারিজ প্রশাসনের - J K Police rejects charge

ভারত জোড়ো যাত্রা এখন কাশ্মীরে ৷ কিন্তু সেখানে রাহুল গান্ধির সুরক্ষা নিশ্চিত নয়, অভিযোগ কংগ্রেসের ৷ এদিকে জম্মু ও কাশ্মীর প্রশাসনের দাবি, মহামিছিলে মানুষের ভিড়ের জন্য এরকম মনে হচ্ছে (Rahul Gandhi Security in Bharat Jodo Yatra) ৷ আদৌ তা নয় ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : Jan 28, 2023, 7:56 AM IST

Updated : Jan 28, 2023, 8:28 AM IST

জম্মু, 28 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ তার উত্তরে শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, কংগ্রেসের এই মহামিছিলে মানুষের ভিড় যে এতটা বেশি হবে, তা ধারণার বাইরে ছিল ৷ তাতেই হয়তো মনে হচ্ছে যে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়নি ৷ তারা আরও জানিয়েছে, এই যাত্রার সময়কালে নিরাপত্তার সবরকম বন্দোবস্ত করা হয়েছে ৷ কারণ সরকার কংগ্রেস সাংসদ ও অন্যদের এই যাত্রা নিয়ে রীতিমতো চিন্তিত ৷ সুরক্ষাজনিত কারণে শুক্রবার উপত্যকায় যাত্রা বাতিল করতে বাধ্য হন রাহুল গান্ধি, জানিয়েছে কংগ্রেস ৷ কংগ্রেসের অভিযোগ, রাহুলের নিরাপত্তার বন্দোবস্ত একেবারেই জোরদার নয় ৷ তাদের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশি বন্দোবস্ত পুরোপুরি ভেঙে পড়েছে (Congress alleges of police arrangement completely collapsed in Bharat Jodo Yatra) ৷

পুলিশের দাবি, ভারত জোড়ো যাত্রার জন্য তারা যতটা সম্ভব কড়া সুরক্ষা ব্যবস্থা করেছে ৷ বানিহালে যে এই বিশাল সংখ্যক মানুষ এই যাত্রায় যোগ দেবে তা আয়োজকরা পুলিশকে জানাননি ৷ এদিকে বিজেপি নেতা গৌরব ভাটিয়া রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "ভিত্তিহীন অভিযোগ করাটা রাহুল গান্ধির অভ্যেস হয়ে গিয়েছে ৷ তিনি কাশ্মীর পুলিশের বিরুদ্ধে ভুল অবিযোগ করছেন ৷ মনে হচ্ছে, একটা নোংরা রাজনীতি চলছে ৷"

আরও পড়ুন: রাজধানীর ঠান্ডায় হার-না-মানা টি-শার্ট ! কাশ্মীরে রাহুলের গায়ে জ্যাকেট

অনন্তনাগের খানাবালে একটি সাংবাদিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করে রাহুল গান্ধি জানান, সেখানে বিশাল ভিড় হয়েছে ৷ এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামালানো পুলিশের দায়িত্ব ৷ তিনি বলেন, "আজ সকালে প্রচুর মানুষের ভিড় করেছিলেন ৷ আমরা ভারত জোড়ো যাত্রা শুরু করব বলে ভাবছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্যবশত, পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ৷ আর পুলিশকর্মীদের এই ভিড় সামলানোর কথা ৷ দড়ি ধরে থাকার কথা ছিল ৷ তাঁদের কোথাও দেখা যাচ্ছে না ৷" কংগ্রেস সাংসদ আরও জানান, তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যাত্রায় হাঁটতে অস্বস্তি বোধ করছেন ৷ তাঁর যাত্রা বাতিল হওয়া প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "তাই আমায় আমার যাত্রা বন্ধ রাখতে হল ৷ আমার মনে হয়, পুলিশের কাছে এই বিপুল সংখ্যক মানুষের জমায়েত সামলানোটা জরুরি ৷ তাহলে আমরা যাত্রা করতে পারি ৷ আমার পক্ষে এই ভিড়ে যাওয়াটা খুব সমস্যাপূর্ণ হয়ে উঠেছে ৷ আমার নিরাপত্তারক্ষীরা তেমনটাই বলছেন ৷"

জম্মু, 28 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ তার উত্তরে শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, কংগ্রেসের এই মহামিছিলে মানুষের ভিড় যে এতটা বেশি হবে, তা ধারণার বাইরে ছিল ৷ তাতেই হয়তো মনে হচ্ছে যে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়নি ৷ তারা আরও জানিয়েছে, এই যাত্রার সময়কালে নিরাপত্তার সবরকম বন্দোবস্ত করা হয়েছে ৷ কারণ সরকার কংগ্রেস সাংসদ ও অন্যদের এই যাত্রা নিয়ে রীতিমতো চিন্তিত ৷ সুরক্ষাজনিত কারণে শুক্রবার উপত্যকায় যাত্রা বাতিল করতে বাধ্য হন রাহুল গান্ধি, জানিয়েছে কংগ্রেস ৷ কংগ্রেসের অভিযোগ, রাহুলের নিরাপত্তার বন্দোবস্ত একেবারেই জোরদার নয় ৷ তাদের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশি বন্দোবস্ত পুরোপুরি ভেঙে পড়েছে (Congress alleges of police arrangement completely collapsed in Bharat Jodo Yatra) ৷

পুলিশের দাবি, ভারত জোড়ো যাত্রার জন্য তারা যতটা সম্ভব কড়া সুরক্ষা ব্যবস্থা করেছে ৷ বানিহালে যে এই বিশাল সংখ্যক মানুষ এই যাত্রায় যোগ দেবে তা আয়োজকরা পুলিশকে জানাননি ৷ এদিকে বিজেপি নেতা গৌরব ভাটিয়া রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "ভিত্তিহীন অভিযোগ করাটা রাহুল গান্ধির অভ্যেস হয়ে গিয়েছে ৷ তিনি কাশ্মীর পুলিশের বিরুদ্ধে ভুল অবিযোগ করছেন ৷ মনে হচ্ছে, একটা নোংরা রাজনীতি চলছে ৷"

আরও পড়ুন: রাজধানীর ঠান্ডায় হার-না-মানা টি-শার্ট ! কাশ্মীরে রাহুলের গায়ে জ্যাকেট

অনন্তনাগের খানাবালে একটি সাংবাদিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করে রাহুল গান্ধি জানান, সেখানে বিশাল ভিড় হয়েছে ৷ এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামালানো পুলিশের দায়িত্ব ৷ তিনি বলেন, "আজ সকালে প্রচুর মানুষের ভিড় করেছিলেন ৷ আমরা ভারত জোড়ো যাত্রা শুরু করব বলে ভাবছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্যবশত, পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ৷ আর পুলিশকর্মীদের এই ভিড় সামলানোর কথা ৷ দড়ি ধরে থাকার কথা ছিল ৷ তাঁদের কোথাও দেখা যাচ্ছে না ৷" কংগ্রেস সাংসদ আরও জানান, তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যাত্রায় হাঁটতে অস্বস্তি বোধ করছেন ৷ তাঁর যাত্রা বাতিল হওয়া প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "তাই আমায় আমার যাত্রা বন্ধ রাখতে হল ৷ আমার মনে হয়, পুলিশের কাছে এই বিপুল সংখ্যক মানুষের জমায়েত সামলানোটা জরুরি ৷ তাহলে আমরা যাত্রা করতে পারি ৷ আমার পক্ষে এই ভিড়ে যাওয়াটা খুব সমস্যাপূর্ণ হয়ে উঠেছে ৷ আমার নিরাপত্তারক্ষীরা তেমনটাই বলছেন ৷"

Last Updated : Jan 28, 2023, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.