ETV Bharat / bharat

Jalandhar MP Passed Away: ‘ভারত জোড়ো যাত্রা’য় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরির

author img

By

Published : Jan 14, 2023, 10:21 AM IST

Updated : Jan 14, 2023, 11:09 AM IST

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরির ৷ ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) চলাকালীন এই ঘটনাটি ঘটে ৷

Jalandhar MP Passed Away ETV BHARAT
Jalandhar MP Passed Away

পঞ্জাব, 14 জানুয়ারি: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীন অঘটন ৷ পদযাত্রা চলাকালীন মারা গেলেন জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরি (Jalandhar MP Santokh Singh Chaudhary Passed Away) ৷ 'ভারত জোড়ো যাত্রা’য় হাঁটার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ এই প্রথম নয়, এর আগে মহারাষ্ট্রেও প্রায় একইধরনের একটি ঘটনা ঘটেছিল । যাত্রায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান কংগ্রেসের এক স্থানীয় নেতা । আর এবার প্রাণ গেল এক সাংসদের ।

আজ পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধির সঙ্গেই হাঁটছিলেন সন্তোখ সিং চৌধুরি ৷ মাঝ রাস্তাতেই তিনি পড়ে যান ৷ সেখান থেকে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানান সন্তোখ সিং চৌধুরি মারা গিয়েছেন ৷ এই ঘটনার পর, ‘ভারত জোড়ো যাত্রা’ আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ সাংসদের মৃত্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান শোকপ্রকাশ করেছেন ৷

তিনি টুইট করেন, "কংগ্রেসের জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরির অকাল প্রয়াণে আমি মর্মাহত ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক ৷" পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "আজ সাংসদ সন্তোখ সিং চৌধুরির হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত হলাম ৷ এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ প্রার্থনা করি সন্তোখ জি’র প্রয়াত আত্মাকে ওয়াহেগুরু জি শান্তি প্রদান করুক ৷’’

আরও পড়ুন: ভারত জোড়োয় বিপুল সাড়া উত্তর ভারতে, উচ্ছ্বসিত রাহুল

গতবছর সেপ্টেম্বর মাস থেকে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছে ৷ প্রথম ধাপে কন্যাকুমারী থেকে শুরু হয়ে দিল্লিতে এই যাত্রা শেষ হয় গত ডিসেম্বর মাসে ৷ 3 জানুয়ারি থেকে 'ভারত জোড়ো যাত্রা'র দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ৷ আগামী 30 জানুয়ারি কাশ্মীরে শেষ হবে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের এই যাত্রা । সেই সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই 21টি বিজেপি বিরোধী দলকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

পঞ্জাব, 14 জানুয়ারি: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীন অঘটন ৷ পদযাত্রা চলাকালীন মারা গেলেন জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরি (Jalandhar MP Santokh Singh Chaudhary Passed Away) ৷ 'ভারত জোড়ো যাত্রা’য় হাঁটার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ এই প্রথম নয়, এর আগে মহারাষ্ট্রেও প্রায় একইধরনের একটি ঘটনা ঘটেছিল । যাত্রায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান কংগ্রেসের এক স্থানীয় নেতা । আর এবার প্রাণ গেল এক সাংসদের ।

আজ পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধির সঙ্গেই হাঁটছিলেন সন্তোখ সিং চৌধুরি ৷ মাঝ রাস্তাতেই তিনি পড়ে যান ৷ সেখান থেকে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানান সন্তোখ সিং চৌধুরি মারা গিয়েছেন ৷ এই ঘটনার পর, ‘ভারত জোড়ো যাত্রা’ আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ সাংসদের মৃত্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান শোকপ্রকাশ করেছেন ৷

তিনি টুইট করেন, "কংগ্রেসের জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরির অকাল প্রয়াণে আমি মর্মাহত ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক ৷" পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "আজ সাংসদ সন্তোখ সিং চৌধুরির হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত হলাম ৷ এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ প্রার্থনা করি সন্তোখ জি’র প্রয়াত আত্মাকে ওয়াহেগুরু জি শান্তি প্রদান করুক ৷’’

আরও পড়ুন: ভারত জোড়োয় বিপুল সাড়া উত্তর ভারতে, উচ্ছ্বসিত রাহুল

গতবছর সেপ্টেম্বর মাস থেকে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছে ৷ প্রথম ধাপে কন্যাকুমারী থেকে শুরু হয়ে দিল্লিতে এই যাত্রা শেষ হয় গত ডিসেম্বর মাসে ৷ 3 জানুয়ারি থেকে 'ভারত জোড়ো যাত্রা'র দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ৷ আগামী 30 জানুয়ারি কাশ্মীরে শেষ হবে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের এই যাত্রা । সেই সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই 21টি বিজেপি বিরোধী দলকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

Last Updated : Jan 14, 2023, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.