ETV Bharat / bharat

বিস্ফোরক রাখার দায় স্বীকার, আম্বানি-পুত্রের প্রাণনাশের হুমকি জইশের - জইশ-উল-হিন্দ

মুকেশ আম্বানির ছেলের প্রাণনাশের হুমকি দিল জইশ-উল-হিন্দ নামে এক অনামী জঙ্গি সংগঠন। তারা আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার দায় স্বীকার করে নিয়েছে।

jaish-ul-hind-claims-responsibility-threatens-to-ram-suv-into-mukesh-ambanis-sons
বিস্ফোরক রাখার দায় স্বীকার, আম্বানি-পুত্রের প্রাণনাশের হুমকি জইশের
author img

By

Published : Feb 28, 2021, 11:55 AM IST

Updated : Feb 28, 2021, 12:11 PM IST

মুম্বই, 28 ফেব্রুয়ারি: মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে বিস্ফোরক রাখার ঘটনার দায় স্বীকার করে নিল জইশ-উল-হিন্দ নামে এক অনামী জঙ্গি সংগঠন । টেলিগ্রাম অ্যাপে একটি বার্তা দিয়ে তারা হুমকি দিয়েছে যে, আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখাটা একটা ট্রেলার ছিল । বিরাট বড় ফিল্ম আসাটা এখনও বাকি ।

মেসেজে লেখা হয়েছে, ''যে ভাই আম্বানির বাড়ির কাছে এসইউভি-টি রেখেছিল, সে নিরাপদে বাড়ি ফিরে গিয়েছে । এটা শুধু একটা ট্রেলার ছিল। বড় ছবিটা আসা এখনও বাকি ।'' টেলিগ্রামে পাঠানো মেসেজে বিটকয়েনের মাধ্যমে টাকা দাবি করেছে জইশ-উল-হিন্দ । তারা গোয়েন্দাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, ''পারলে আমাদের আটকে দেখাও ।''

আম্বানির উদ্দেশে মেসেজে আরও লেখা হয়েছে, ''আমাদের দাবি এখনই পূরণ না-করলে পরের বার এসইউভি তোমার ছেলেমেয়েদের গাড়িতে গিয়ে ধাক্কা মারবে । তুমি জানো তোমাকে কী করতে হবে। তোমাকে আগেও যেমন বলেছিলাম, সেইমতো টাকা পাঠিয়ে দাও ।''

আরও পড়ুন: মুকেশ আম্বানির বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার

গত বৃহস্পতিবার মুকেশ আম্বানির বাড়ির অদূরে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি । এরপরই দায়ের করা হয় এফআইআর ।

দিনকয়েক আগে দিল্লির ইজ়রায়েলি দূতাবাসে বিস্ফোরণের দায়ও স্বীকার করে নিয়েছিল এই জঙ্গি সংগঠন । মেসেজে লেখা হয়েছিল, ''নিরাপত্তা সংস্থাগুলিকে বলছি, সাহস থাকলে আমাদের আটকান । দিল্লিতে আমরা যখন আপনাদের নাকের ডগায় আঘাত করে এসেছি, তখনও আপনারা কিছু করতে পারেননি । আপনারা ব্যর্থ হয়েছেন । আল্লাহের অনুমতি নিয়ে আমরা বারবার আঘাত হানব ।''

মুম্বই, 28 ফেব্রুয়ারি: মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে বিস্ফোরক রাখার ঘটনার দায় স্বীকার করে নিল জইশ-উল-হিন্দ নামে এক অনামী জঙ্গি সংগঠন । টেলিগ্রাম অ্যাপে একটি বার্তা দিয়ে তারা হুমকি দিয়েছে যে, আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখাটা একটা ট্রেলার ছিল । বিরাট বড় ফিল্ম আসাটা এখনও বাকি ।

মেসেজে লেখা হয়েছে, ''যে ভাই আম্বানির বাড়ির কাছে এসইউভি-টি রেখেছিল, সে নিরাপদে বাড়ি ফিরে গিয়েছে । এটা শুধু একটা ট্রেলার ছিল। বড় ছবিটা আসা এখনও বাকি ।'' টেলিগ্রামে পাঠানো মেসেজে বিটকয়েনের মাধ্যমে টাকা দাবি করেছে জইশ-উল-হিন্দ । তারা গোয়েন্দাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, ''পারলে আমাদের আটকে দেখাও ।''

আম্বানির উদ্দেশে মেসেজে আরও লেখা হয়েছে, ''আমাদের দাবি এখনই পূরণ না-করলে পরের বার এসইউভি তোমার ছেলেমেয়েদের গাড়িতে গিয়ে ধাক্কা মারবে । তুমি জানো তোমাকে কী করতে হবে। তোমাকে আগেও যেমন বলেছিলাম, সেইমতো টাকা পাঠিয়ে দাও ।''

আরও পড়ুন: মুকেশ আম্বানির বাড়ির অদূরে বিস্ফোরক-সহ গাড়ি উদ্ধার

গত বৃহস্পতিবার মুকেশ আম্বানির বাড়ির অদূরে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি । এরপরই দায়ের করা হয় এফআইআর ।

দিনকয়েক আগে দিল্লির ইজ়রায়েলি দূতাবাসে বিস্ফোরণের দায়ও স্বীকার করে নিয়েছিল এই জঙ্গি সংগঠন । মেসেজে লেখা হয়েছিল, ''নিরাপত্তা সংস্থাগুলিকে বলছি, সাহস থাকলে আমাদের আটকান । দিল্লিতে আমরা যখন আপনাদের নাকের ডগায় আঘাত করে এসেছি, তখনও আপনারা কিছু করতে পারেননি । আপনারা ব্যর্থ হয়েছেন । আল্লাহের অনুমতি নিয়ে আমরা বারবার আঘাত হানব ।''

Last Updated : Feb 28, 2021, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.