ETV Bharat / bharat

Congress on G20 Summit: জি20-তে পরিবেশ নিয়ে মোদির মন্তব্য নিছক ভণ্ডামি, তোপ রমেশের - নিছক ভণ্ডামি

Jairam Ramesh on G20 Summit: আজ দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, মোদি সরকার ভারতের পরিবেশগত সুরক্ষাকে ভেঙে ফেলে বনের উপর নির্ভরশীল সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ।

Jairam Ramesh
জয়রাম রমেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 4:11 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে 'নিছক ভণ্ডামি' বলে দাবি করল কংগ্রেস ৷ এই নিয়ে একটি বিবৃতি দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ রবিবার দাবি করেন, মোদি বিশ্বনেতাদের উদ্দেশে যা বলেছেন, স্থানীয় কাজের ক্ষেত্রে তার সঙ্গে কোনও মিল নেই ৷ তাঁর অভিযোগ, ভারতের পরিবেশগত সুরক্ষাকে ব্যাপকভাবে ভেঙে ফেলছে নরেন্দ্র মোদি সরকার এবং তারা বনের উপর নির্ভরশীল সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ৷

বিবৃতিতে রমেশ বলেন, "জি20 এবং বিশ্বব্যাপী অন্যান্য শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিছক ভণ্ডামি । ভারতের বন ও জীববৈচিত্র্যের সুরক্ষা ধ্বংস করে এবং আদিবাসী ও বনে বসবাসকারী সম্প্রদায়ের অধিকার হ্রাস করার সময়, তিনি পরিবেশ, জলবায়ু কর্ম এবং সমতার কথা বলছেন । 'গ্লোবাল টক' আর 'লোকাল ওয়াক' সম্পূর্ণভাবে একে-অপরের বিরোধী ৷"

তিনি আরও বলেন, 2014 সালে শিক্ষার্থীদের সঙ্গে একটি দূরদর্শনের আড্ডায় প্রধানমন্ত্রী বলেছিলেন, জলবায়ু বদলায়নি, আমরা বদলেছি । রমেশের কটাক্ষ, "স্বঘোষিত বিশ্বগুরু ভন্ডামীতে অনেক দূর এগিয়েছেন । প্রধানমন্ত্রী পরিবেশের গুরুত্ব সম্পর্কে বড় বড়, ফাঁকা বিবৃতি দেওয়ার জন্য জি20 শীর্ষ সম্মেলনকে ব্যবহার করেছেন ৷"

শনিবার জি20 দেশগুলি বলেছে যে, তারা 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষমতা তিনগুণ করার লক্ষ্য রাখবে এবং জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লা বিদ্যুৎকে পর্যায়ক্রমে হ্রাস করার প্রচেষ্টা ত্বরান্বিত করবে ৷ তবে তেল এবং গ্যাস-সহ সমস্ত দূষণকারী জীবাশ্ম জ্বালানী ব্যবহার বাতিল করার কোনও প্রতিশ্রুতি দেয়নি তারা ।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

কংগ্রেস নেতা দাবি করেছেন যে, জি20 এনভারনমেন্ট অ্যান্ড ক্লাইমেট সাসটেইনেবিলিটি মিটে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা, পুনরুদ্ধার এবং সমৃদ্ধকরণে পদক্ষেপ করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রণী রয়েছি । মাদার আর্থকে রক্ষা করা এবং যত্ন করা আমাদের মৌলিক দায়িত্ব ।"

রমেশের কথায়, প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ক্রিয়াকে অন্ত্যোদয় অনুসরণ করে সমাজের শেষ ব্যক্তির উত্থান ও বিকাশ নিশ্চিত করতে হবে । কিন্তু, সত্যিটা হল মোদি সরকার ব্যাপকভাবে ভারতের পরিবেশগত সুরক্ষাকে ভেঙে ফেলছে এবং বনের উপর নির্ভরশীল সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ৷

রমেশের আরও অভিযোগ, 2014 সাল থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং শূন্যপদগুলি বছরের পর বছর ধরে খালি রাখা হয়েছে, যা 2018 সালে সামগ্রিকভাবে 70 শতাংশে পৌঁছেছে এবং চেন্নাই এনজিটি বেঞ্চকে বন্ধ করে দিয়েছে । মাদ্রাজ হাইকোর্টকে 2019 সালে পদক্ষেপ করতে হয়েছিল এবং শূন্যপদ পূরণের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে হয়েছিল । রমেশ দাবি করেন, বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরিবর্তে আমলাদের মূল পদে নিয়োগ দেওয়া হচ্ছে ।

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে 'নিছক ভণ্ডামি' বলে দাবি করল কংগ্রেস ৷ এই নিয়ে একটি বিবৃতি দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ রবিবার দাবি করেন, মোদি বিশ্বনেতাদের উদ্দেশে যা বলেছেন, স্থানীয় কাজের ক্ষেত্রে তার সঙ্গে কোনও মিল নেই ৷ তাঁর অভিযোগ, ভারতের পরিবেশগত সুরক্ষাকে ব্যাপকভাবে ভেঙে ফেলছে নরেন্দ্র মোদি সরকার এবং তারা বনের উপর নির্ভরশীল সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ৷

বিবৃতিতে রমেশ বলেন, "জি20 এবং বিশ্বব্যাপী অন্যান্য শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিছক ভণ্ডামি । ভারতের বন ও জীববৈচিত্র্যের সুরক্ষা ধ্বংস করে এবং আদিবাসী ও বনে বসবাসকারী সম্প্রদায়ের অধিকার হ্রাস করার সময়, তিনি পরিবেশ, জলবায়ু কর্ম এবং সমতার কথা বলছেন । 'গ্লোবাল টক' আর 'লোকাল ওয়াক' সম্পূর্ণভাবে একে-অপরের বিরোধী ৷"

তিনি আরও বলেন, 2014 সালে শিক্ষার্থীদের সঙ্গে একটি দূরদর্শনের আড্ডায় প্রধানমন্ত্রী বলেছিলেন, জলবায়ু বদলায়নি, আমরা বদলেছি । রমেশের কটাক্ষ, "স্বঘোষিত বিশ্বগুরু ভন্ডামীতে অনেক দূর এগিয়েছেন । প্রধানমন্ত্রী পরিবেশের গুরুত্ব সম্পর্কে বড় বড়, ফাঁকা বিবৃতি দেওয়ার জন্য জি20 শীর্ষ সম্মেলনকে ব্যবহার করেছেন ৷"

শনিবার জি20 দেশগুলি বলেছে যে, তারা 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষমতা তিনগুণ করার লক্ষ্য রাখবে এবং জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লা বিদ্যুৎকে পর্যায়ক্রমে হ্রাস করার প্রচেষ্টা ত্বরান্বিত করবে ৷ তবে তেল এবং গ্যাস-সহ সমস্ত দূষণকারী জীবাশ্ম জ্বালানী ব্যবহার বাতিল করার কোনও প্রতিশ্রুতি দেয়নি তারা ।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

কংগ্রেস নেতা দাবি করেছেন যে, জি20 এনভারনমেন্ট অ্যান্ড ক্লাইমেট সাসটেইনেবিলিটি মিটে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা, পুনরুদ্ধার এবং সমৃদ্ধকরণে পদক্ষেপ করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রণী রয়েছি । মাদার আর্থকে রক্ষা করা এবং যত্ন করা আমাদের মৌলিক দায়িত্ব ।"

রমেশের কথায়, প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ক্রিয়াকে অন্ত্যোদয় অনুসরণ করে সমাজের শেষ ব্যক্তির উত্থান ও বিকাশ নিশ্চিত করতে হবে । কিন্তু, সত্যিটা হল মোদি সরকার ব্যাপকভাবে ভারতের পরিবেশগত সুরক্ষাকে ভেঙে ফেলছে এবং বনের উপর নির্ভরশীল সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ৷

রমেশের আরও অভিযোগ, 2014 সাল থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং শূন্যপদগুলি বছরের পর বছর ধরে খালি রাখা হয়েছে, যা 2018 সালে সামগ্রিকভাবে 70 শতাংশে পৌঁছেছে এবং চেন্নাই এনজিটি বেঞ্চকে বন্ধ করে দিয়েছে । মাদ্রাজ হাইকোর্টকে 2019 সালে পদক্ষেপ করতে হয়েছিল এবং শূন্যপদ পূরণের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে হয়েছিল । রমেশ দাবি করেন, বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরিবর্তে আমলাদের মূল পদে নিয়োগ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.