ETV Bharat / bharat

Twitter : জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, টুইটার ইস্যুতে কেন্দ্রের পাশে কং

টুইটারে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে দেশের মানচিত্রের বাইরে দেখানোর পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, মাইক্রোব্লগিং সাইটের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার পদক্ষেপকে সমর্থন জানানো হচ্ছে দলের তরফ থেকে । এই নিয়ে দ্বিতীয়বার টুইটার ভারতের মানচিত্রের ভুল ব্যাখ্যা করল ৷ এর আগে 2020-এর অক্টোবরে লে-কে চিনের একটি অংশ হিসাবে দেখানো হয়েছিল ।

জম্মু ও কাশ্মীরের ম্যাপ বদল টুইটারের
জম্মু ও কাশ্মীরের ম্যাপ বদল টুইটারের
author img

By

Published : Jun 29, 2021, 9:38 AM IST

নয়াদিল্লি, 29 জুন : লাদাখ (Ladakh) এবং জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) ভারতে মানচিত্র থেকে আলাদা করে দেখিয়েছে টুইটার (Twitter) ৷ তারপরই কেন্দ্রীয় সরকার মাইক্রোব্লগিং সাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কারার কথা জানিয়েছে ৷ কংগ্রেস এক্ষেত্রে কেন্দ্রকে সমর্থনের কথা জানাল ৷ কংগ্রেসের রাজ্যসভার সদস্য শক্তিসিন গোহিল (Shaktisinh Gohil) ইটিভি ভারতকে বলেন, 'জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ আমরা কখনওই এনিয়ে কোনও সমঝোতা করিনি ৷ এটা ভুলবশত বা ইচ্ছা করে, যেভাবেই হোক না কেন, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করবে কংগ্রেস সেটি সমর্থন করবে ৷'

সোমবার মাইক্রোব্লগিং সাইটের কেরিয়ার সেকশনে ভারতের ভুল মানচিত্র দেখা যায় ৷ এই নিয়ে দ্বিতীয়বার ওই সংস্থার তরফে ভারতের মানচিত্র নিয়ে এমন ঘটনা ঘটল ৷ এর আগে 2020 সালের অক্টোবর মাসে লে-কে চিনের অংশ হিসাবে দেখানো হয় টুইটারে ৷ সংসদের ইনফরমেশন টেকনোলজির স্ট্যান্ডিং কমিটির সদস্য শক্তিসিন গোহিল জানান, এর বিরুদ্ধে কেন্দ্রের কড়া ব্যবস্থা নেওয়া উচিত ৷

এই ইস্যুতে কেন্দ্রকে সমর্থনের কথা জানালেও প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) বিরুদ্ধে তোপ দেগেছেন শক্তিসিন ৷ তাঁর অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারের প্রশংসা শোনা গিয়েছিল মোদির গলায় ৷ সেই সময় তিনি কেন্দ্রে থাকা কংগ্রেস সরকারের সমালোচনা করে টুইট করতেন ৷ কিন্তু এখন যখন সেই একই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তিনি তা রোখার চেষ্টা করছেন ৷

গত সপ্তাহেই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) অ্যাকাউন্ট টুইটার বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে ৷ সংস্থার তরফে বলা হয়, মন্ত্রী কপিরাইট আইন লঙ্ঘন করেছেন ৷ তাই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয় ৷ পাল্টা মন্ত্রীর অভিযোগ, টুইটার এদেশে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে ৷

টুইটারের ওয়েবসাইটে সোমবার ফের ভারতের মানচিত্র বিকৃত করে দেখানোর অভিযোগ ওঠে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে । টুইটারের ওয়েবসাইটে 'টুইপ লাইফ' শীর্ষক একটি পেজে এই বিকৃত মানচিত্রটি দেখা যায় । আর তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে । এর আগেও গত বছর অক্টোবর মাসে দেশের মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছিল টুইটারের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ফের বিতর্কে টুইটার, ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ

নয়াদিল্লি, 29 জুন : লাদাখ (Ladakh) এবং জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) ভারতে মানচিত্র থেকে আলাদা করে দেখিয়েছে টুইটার (Twitter) ৷ তারপরই কেন্দ্রীয় সরকার মাইক্রোব্লগিং সাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কারার কথা জানিয়েছে ৷ কংগ্রেস এক্ষেত্রে কেন্দ্রকে সমর্থনের কথা জানাল ৷ কংগ্রেসের রাজ্যসভার সদস্য শক্তিসিন গোহিল (Shaktisinh Gohil) ইটিভি ভারতকে বলেন, 'জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ আমরা কখনওই এনিয়ে কোনও সমঝোতা করিনি ৷ এটা ভুলবশত বা ইচ্ছা করে, যেভাবেই হোক না কেন, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করবে কংগ্রেস সেটি সমর্থন করবে ৷'

সোমবার মাইক্রোব্লগিং সাইটের কেরিয়ার সেকশনে ভারতের ভুল মানচিত্র দেখা যায় ৷ এই নিয়ে দ্বিতীয়বার ওই সংস্থার তরফে ভারতের মানচিত্র নিয়ে এমন ঘটনা ঘটল ৷ এর আগে 2020 সালের অক্টোবর মাসে লে-কে চিনের অংশ হিসাবে দেখানো হয় টুইটারে ৷ সংসদের ইনফরমেশন টেকনোলজির স্ট্যান্ডিং কমিটির সদস্য শক্তিসিন গোহিল জানান, এর বিরুদ্ধে কেন্দ্রের কড়া ব্যবস্থা নেওয়া উচিত ৷

এই ইস্যুতে কেন্দ্রকে সমর্থনের কথা জানালেও প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) বিরুদ্ধে তোপ দেগেছেন শক্তিসিন ৷ তাঁর অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারের প্রশংসা শোনা গিয়েছিল মোদির গলায় ৷ সেই সময় তিনি কেন্দ্রে থাকা কংগ্রেস সরকারের সমালোচনা করে টুইট করতেন ৷ কিন্তু এখন যখন সেই একই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তিনি তা রোখার চেষ্টা করছেন ৷

গত সপ্তাহেই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) অ্যাকাউন্ট টুইটার বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে ৷ সংস্থার তরফে বলা হয়, মন্ত্রী কপিরাইট আইন লঙ্ঘন করেছেন ৷ তাই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয় ৷ পাল্টা মন্ত্রীর অভিযোগ, টুইটার এদেশে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে ৷

টুইটারের ওয়েবসাইটে সোমবার ফের ভারতের মানচিত্র বিকৃত করে দেখানোর অভিযোগ ওঠে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে । টুইটারের ওয়েবসাইটে 'টুইপ লাইফ' শীর্ষক একটি পেজে এই বিকৃত মানচিত্রটি দেখা যায় । আর তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে । এর আগেও গত বছর অক্টোবর মাসে দেশের মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছিল টুইটারের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ফের বিতর্কে টুইটার, ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.