ETV Bharat / bharat

Azadi Ka Amrit Mahotsav: 12 হাজার ফুট উচ্চতায় তেরঙা উত্তোলন আইটিবিপির

আজাদি কা অমৃত মহোৎসব চলছে দেশজুড়ে ৷ তারই অঙ্গ হিসেবে ইন্দো-তিবেটান বাহিনীর জওয়ানরা লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করলেন (Azadi Ka Amrit Mahotsav) ৷

Ladakh Indian National Flag
লাদাখে ভারতের জাতীয় পতাকা
author img

By

Published : Jul 27, 2022, 2:47 PM IST

লেহ, 27 জুলাই: স্বাধীনতার 75 বছর পূর্ণ হওয়ার মুহূর্ত এগিয়ে আসছে ৷ দেশজুড়ে চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন ৷ এর মাঝে লাদাখের 12 হাজার ফুট উচ্চতায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল ইন্দো-তিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি (ITBP hoists national flag at 12 thousands feet in Ladakh) ৷

দেশের প্রতিটি নাগরিকের কাছে এই নিরাপত্তাবাহিনীর বার্তা 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) ৷ তাদের আশা স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 13-15 অগস্ট পর্যন্ত প্রত্যেক ভারতীয় বাড়িতে তেরঙা উত্তোলন করবেন ৷ কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক বেশ কিছু দিন ধরেই এনিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে ৷ 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির লক্ষ্য ভারতীয়দের মনে দেশাত্মবোধ জাগানো এবং জাতীয় পতাকা সম্বন্ধে মানুষকে সচেতন করা ৷

আরও পড়ুন: শিবির সাজাতে কাজে লাগানো হচ্ছে 'আজাদি কা অমৃত মহোত্‍সব' কর্মসূচি

এর আগে 22 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "এবছর আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি ৷ আসুন, সবাই হর ঘর তিরঙ্গা আন্দোলনকে আরও শক্তিশালী করি ৷ 13-15 অগস্ট তেরঙা পতাকা উত্তোলন করুন বা বাড়িতে সাজিয়ে রাখুন ৷ এই আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় করবে ৷"

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই প্রচারের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতা চেয়েছে ৷ তার মধ্যে রয়েছে আঞ্চলিক পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েত প্রশাসনও ৷ একাধিক অনুষ্ঠানে সমৃদ্ধ আজাদি কা অমৃত মহোৎসব ৷ দেশের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র এই উৎসবকে জন-উৎসব হিসেবে পালন করা হবে ৷ 2021-এ সবরমতী আশ্রমের এক অনুষ্ঠানে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনার কথা জানিয়েছিলেন ৷

লেহ, 27 জুলাই: স্বাধীনতার 75 বছর পূর্ণ হওয়ার মুহূর্ত এগিয়ে আসছে ৷ দেশজুড়ে চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন ৷ এর মাঝে লাদাখের 12 হাজার ফুট উচ্চতায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল ইন্দো-তিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি (ITBP hoists national flag at 12 thousands feet in Ladakh) ৷

দেশের প্রতিটি নাগরিকের কাছে এই নিরাপত্তাবাহিনীর বার্তা 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) ৷ তাদের আশা স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 13-15 অগস্ট পর্যন্ত প্রত্যেক ভারতীয় বাড়িতে তেরঙা উত্তোলন করবেন ৷ কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক বেশ কিছু দিন ধরেই এনিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে ৷ 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির লক্ষ্য ভারতীয়দের মনে দেশাত্মবোধ জাগানো এবং জাতীয় পতাকা সম্বন্ধে মানুষকে সচেতন করা ৷

আরও পড়ুন: শিবির সাজাতে কাজে লাগানো হচ্ছে 'আজাদি কা অমৃত মহোত্‍সব' কর্মসূচি

এর আগে 22 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "এবছর আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি ৷ আসুন, সবাই হর ঘর তিরঙ্গা আন্দোলনকে আরও শক্তিশালী করি ৷ 13-15 অগস্ট তেরঙা পতাকা উত্তোলন করুন বা বাড়িতে সাজিয়ে রাখুন ৷ এই আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় করবে ৷"

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই প্রচারের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতা চেয়েছে ৷ তার মধ্যে রয়েছে আঞ্চলিক পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েত প্রশাসনও ৷ একাধিক অনুষ্ঠানে সমৃদ্ধ আজাদি কা অমৃত মহোৎসব ৷ দেশের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র এই উৎসবকে জন-উৎসব হিসেবে পালন করা হবে ৷ 2021-এ সবরমতী আশ্রমের এক অনুষ্ঠানে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনার কথা জানিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.