ETV Bharat / bharat

Italian DJ Arrested: গোয়ায় 55 লাখ টাকার মাদক-সহ গ্রেফতার ইতালীয় ডিজে - ইতালীয় ডিজে গ্রেফতার

Italian DJ Arrested with Drugs in Goa: গোয়ায় মাদক-সহ গ্রেফতার করা হল এক ইতালীয় ডিজে-কে ৷ তাঁর বাড়ি থেকে 55 লাখ টাকার মাদক পাওয়া গিয়েছে ৷

Italian DJ Arrested
গ্রেফতার ইতালীয় ডিজে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:12 PM IST

পানাজি, 4 সেপ্টেম্বর: ডিস্ক জকি হিসেবে কাজ করার সময় মাদক পাচারের অভিযোগ ৷ এই অভিযোগেই গোয়া থেকে এক ইতালীয় ডিজে-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর কাছ থেকে প্রচুর মাদক উদ্ধার করা হয়েছে ৷

রবিবার মাদক-সহ এক ইতালিয়ান ডিজে-কে গ্রেফতার করল গোয়া পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর গোয়া জেলার আসাগাও গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ইতালীয় ডিস্ক জকি ৷ তাঁর ঘর থেকে 55 লাখ টাকার মাদক উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (অ্যান্টি নারকোটিক্স সেল) বোসুয়েট সিলভা জানিয়েছেন, ডিজে ববলহেড নামে পরিচিত মাইকেল লরেন্স স্টেফেনোনিকে রবিবার গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নীল ওয়াল্টার নামে অপর একজনকে ৷ স্টেফেনোনি উত্তর গোয়ার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নাইটক্লাবে পারফর্ম করেন ।

আরও পড়ুন: পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ডিজে-র ঘর থেকে এলএসডি এবং চরস-সহ 55 লক্ষ টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷"

স্টেফেনোনির 2 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর অঞ্জুনা এবং ভ্যাগাটরে দুটি হাই-প্রোফাইল শোতে পারফর্ম করার কথা ছিল বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই দুটি অনুষ্ঠানে ধৃত ডিজে মাদকের ব্যবসা করবেন বলে ঠিক ছিল ৷

গোয়ার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জসপাল সিং টুইটারে এই ঘটনা প্রসঙ্গে লিখেছেন, "ডিজে-র দুটি পার্টিতে পারফর্ম করার কথা ছিল । তাঁকে গ্রেফতার করাটা ভারতীয় আইন ভঙ্গকারী সবার জন্য একটি শক্তিশালী সংকেত । খুব ভালো কাজ হয়েছে অ্যান্টি নারকোটিক্স সেল ৷"

পানাজি, 4 সেপ্টেম্বর: ডিস্ক জকি হিসেবে কাজ করার সময় মাদক পাচারের অভিযোগ ৷ এই অভিযোগেই গোয়া থেকে এক ইতালীয় ডিজে-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর কাছ থেকে প্রচুর মাদক উদ্ধার করা হয়েছে ৷

রবিবার মাদক-সহ এক ইতালিয়ান ডিজে-কে গ্রেফতার করল গোয়া পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর গোয়া জেলার আসাগাও গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ইতালীয় ডিস্ক জকি ৷ তাঁর ঘর থেকে 55 লাখ টাকার মাদক উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (অ্যান্টি নারকোটিক্স সেল) বোসুয়েট সিলভা জানিয়েছেন, ডিজে ববলহেড নামে পরিচিত মাইকেল লরেন্স স্টেফেনোনিকে রবিবার গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নীল ওয়াল্টার নামে অপর একজনকে ৷ স্টেফেনোনি উত্তর গোয়ার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নাইটক্লাবে পারফর্ম করেন ।

আরও পড়ুন: পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ডিজে-র ঘর থেকে এলএসডি এবং চরস-সহ 55 লক্ষ টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷"

স্টেফেনোনির 2 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর অঞ্জুনা এবং ভ্যাগাটরে দুটি হাই-প্রোফাইল শোতে পারফর্ম করার কথা ছিল বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই দুটি অনুষ্ঠানে ধৃত ডিজে মাদকের ব্যবসা করবেন বলে ঠিক ছিল ৷

গোয়ার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জসপাল সিং টুইটারে এই ঘটনা প্রসঙ্গে লিখেছেন, "ডিজে-র দুটি পার্টিতে পারফর্ম করার কথা ছিল । তাঁকে গ্রেফতার করাটা ভারতীয় আইন ভঙ্গকারী সবার জন্য একটি শক্তিশালী সংকেত । খুব ভালো কাজ হয়েছে অ্যান্টি নারকোটিক্স সেল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.