ETV Bharat / bharat

ISRO: প্রযুক্তিগত সমস্যা থাকায় কক্ষপথে পৌঁছাল না কৃত্রিম উপগ্রহ - orbit

আজ ভোর 5টা 43 মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ10 রকেটের মাধ্যমে ইওএস-3 উপগ্রহটিকে পাঠানো হয় ৷ উৎক্ষেপণ সফল হলেও কক্ষপথে পৌঁছানোর আগে ভেঙে পড়ে উপগ্রহটি ।

Isro Failed
প্রযুক্তিগত সমস্যায় কক্ষপথে পৌঁছলো না কৃত্রিম উপগ্রহ
author img

By

Published : Aug 12, 2021, 9:32 AM IST

Updated : Aug 12, 2021, 9:41 AM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: মহাকাশেই ভেঙে পড়ল ইসরোর নজরদারি উপগ্রহ ইওএস-3 ৷ ইসরোর তরফে টুইট করে এই খবর জানানো হয় ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, উপগ্রহটির উৎক্ষেপণ সফল হলেও যান্ত্রিক গোলযোগের কারণে উপগ্রহটি ভেঙে পড়ে ৷ আকাশ থেকে শত্রুপক্ষের উপর নজদারি করতে সক্ষম এই উপগ্রহটি ৷

আজ ভোর 5টা 43 মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ10 রকেটের মাধ্যমে ইওএস-3 উপগ্রহটিকে পাঠানো হয় ৷ উৎক্ষেপণ সফল হলেও কক্ষপথে পৌঁছানোর আগে ভেঙে পড়ে উপগ্রহটি । ইসরোর তরফে টুইটে জানানো হয়, উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায় স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহটি । তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় । যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না । ফলে জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহটি ।

  • GSLV-F10 launch took place today at 0543 Hrs IST as scheduled. Performance of first and second stages was normal. However, Cryogenic Upper Stage ignition did not happen due to technical anomaly. The mission couldn't be accomplished as intended.

    — ISRO (@isro) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পাঁচদিনে বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত 242 শিশু

উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর । মূলত, পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখার জন্য উপগ্রহটিকে স্থাপনের উদ্দেশ্য ছিল । গত এক বছর ধরে এই উপগ্রহটিকে পাঠানোর কাজ পিছিয়েছে ইসরো কর্তৃপক্ষ ৷ আজ উৎক্ষেপণ হলেও উদ্দেশ্য সফল হল না ইসরোর ।

নয়াদিল্লি, 12 অগস্ট: মহাকাশেই ভেঙে পড়ল ইসরোর নজরদারি উপগ্রহ ইওএস-3 ৷ ইসরোর তরফে টুইট করে এই খবর জানানো হয় ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, উপগ্রহটির উৎক্ষেপণ সফল হলেও যান্ত্রিক গোলযোগের কারণে উপগ্রহটি ভেঙে পড়ে ৷ আকাশ থেকে শত্রুপক্ষের উপর নজদারি করতে সক্ষম এই উপগ্রহটি ৷

আজ ভোর 5টা 43 মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ10 রকেটের মাধ্যমে ইওএস-3 উপগ্রহটিকে পাঠানো হয় ৷ উৎক্ষেপণ সফল হলেও কক্ষপথে পৌঁছানোর আগে ভেঙে পড়ে উপগ্রহটি । ইসরোর তরফে টুইটে জানানো হয়, উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায় স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহটি । তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় । যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না । ফলে জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহটি ।

  • GSLV-F10 launch took place today at 0543 Hrs IST as scheduled. Performance of first and second stages was normal. However, Cryogenic Upper Stage ignition did not happen due to technical anomaly. The mission couldn't be accomplished as intended.

    — ISRO (@isro) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পাঁচদিনে বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত 242 শিশু

উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর । মূলত, পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখার জন্য উপগ্রহটিকে স্থাপনের উদ্দেশ্য ছিল । গত এক বছর ধরে এই উপগ্রহটিকে পাঠানোর কাজ পিছিয়েছে ইসরো কর্তৃপক্ষ ৷ আজ উৎক্ষেপণ হলেও উদ্দেশ্য সফল হল না ইসরোর ।

Last Updated : Aug 12, 2021, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.