ETV Bharat / bharat

Chandrayaan-3: চাঁদের মাটিতে জাগবে না বিক্রম-প্রজ্ঞান, মত ইসরোর প্রাক্তন প্রধানের - চন্দ্রযান 3

চাঁদের মাটিত সূর্যোদয় হলেও জাগেনি ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান ৷ তাহলে কি চাঁদের মাটিতে মিশন চন্দ্রযানের পরীক্ষায় ইতি পড়ল ? তেমনটাই বলছেন বিজ্ঞানী তথা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ৷

ETV Bharat
মিশন চন্দ্রযান 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 12:53 PM IST

বেঙ্গালুরু, 7 অক্টোবর: আর জাগবে না বিক্রম, ঘুম ভাঙবে না রোভার প্রজ্ঞানেরও ৷ শুক্রবার এমনটাই জানালেন দেশের এক বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ৷ হয়তো এভাবেই ভারতের মিশন চন্দ্রযান-3 শেষ হয়ে যাবে, মনে করছেন বিজ্ঞানী এ এস কিরণ কুমার ৷ তিনি স্পেস কমিশনের সদস্য এবং প্রাক্তন ইসরো চেয়ারম্যানও ৷ এই মিশনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ৷

22 সেপ্টেম্বর ইসরোর তরফে জানানো হয়, চাঁদে নতুন দিন শুরু হয়েছে ৷ এরপর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযাগ করার চেষ্টা চলছে ৷ এই দু'টি যন্ত্রই সূর্যশক্তিতে চালিত হয় ৷ তারা কী অবস্থায় আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সিগন্যাল পাওয়া যায়নি ৷ তবে যোগাযাগের চেষ্টা জারি রয়েছে ৷

বিক্রম এবং প্রজ্ঞান- দু'টি যন্ত্রকেই বিজ্ঞানীরা এমন ভাবে তৈরি করেছেন, যাতে চাঁদের মাটিতে একটি দিন তারা কাজ করতে পারে ৷ চাঁদে একদিন, পৃথিবীর মাটিতে 14টি দিনের সমান ৷ ইসরোর আধিকারিকরা দেওয়া তথ্য অনুযায়ী, চন্দ্রযান-3 মিশনের তিনটি লক্ষ্য ছিল ৷ চাঁদের মাটিতে কোনও ঝাঁকুনি ছাড়া সফল অবতরণ ৷ চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের ঘুরে বেড়ানো ৷ চাঁদের মাটিতে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করা ৷

  • Chandrayaan-3 Mission:
    Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

    As of now, no signals have been received from them.

    Efforts to establish contact will continue.

    — ISRO (@isro) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

23 অগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্টল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ দক্ষিণ মেরুতে চাঁদের এই অবতরণে বিশ্বে প্রথম ভারত ৷ তাই সেদিন ইতিহাস গড়েছে ভারত ৷ এর আগে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চিন এই সাফল্য অর্জন করেছে ৷

ল্যান্ডার এবং রোভার যখন চাঁদের মাটিতে অবতরণ করে, তখন চাঁদে দিন ছিল ৷ এরপর চাঁদে দিন শেষ হলে পর 2 সেপ্টেম্বর রোভার প্রজ্ঞান এবং 4 সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে ঘুম পাড়িয়ে দেয় ইসরো ৷ আশা ছিল, 22 সেপ্টেম্বর চাঁদে ফের সূর্যোদয় হলে তাদের জাগানো যাবে ৷

চাঁদের নামার পর পৃথিবীর হিসেবে 14 দিন ধরে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করেছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ৷ ইসরো জানিয়েছিল, এরপর ল্যান্ডার ও রোভারের সঙ্গে যোগাযোগ করা গেলে সেটা বোনাস পয়েন্ট পাওয়া হবে ৷

ইসরো একটি বিবৃতিতে জানিয়েছিল, "যদি আমাদের ভাগ্য ভালো হয়, তাহলে ল্যান্ডার আর রোভার- দু'জনকেই জাগাতে পারব ৷ তারা আবার পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য পাঠাবে ৷ তাহলে চাঁদের মাটিতে ফের অনুসন্ধান করাটা সুবিধেজনক হবে ৷" তবে তা এখনও হল না ৷

আরও পড়ুন: সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

বেঙ্গালুরু, 7 অক্টোবর: আর জাগবে না বিক্রম, ঘুম ভাঙবে না রোভার প্রজ্ঞানেরও ৷ শুক্রবার এমনটাই জানালেন দেশের এক বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ৷ হয়তো এভাবেই ভারতের মিশন চন্দ্রযান-3 শেষ হয়ে যাবে, মনে করছেন বিজ্ঞানী এ এস কিরণ কুমার ৷ তিনি স্পেস কমিশনের সদস্য এবং প্রাক্তন ইসরো চেয়ারম্যানও ৷ এই মিশনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ৷

22 সেপ্টেম্বর ইসরোর তরফে জানানো হয়, চাঁদে নতুন দিন শুরু হয়েছে ৷ এরপর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযাগ করার চেষ্টা চলছে ৷ এই দু'টি যন্ত্রই সূর্যশক্তিতে চালিত হয় ৷ তারা কী অবস্থায় আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সিগন্যাল পাওয়া যায়নি ৷ তবে যোগাযাগের চেষ্টা জারি রয়েছে ৷

বিক্রম এবং প্রজ্ঞান- দু'টি যন্ত্রকেই বিজ্ঞানীরা এমন ভাবে তৈরি করেছেন, যাতে চাঁদের মাটিতে একটি দিন তারা কাজ করতে পারে ৷ চাঁদে একদিন, পৃথিবীর মাটিতে 14টি দিনের সমান ৷ ইসরোর আধিকারিকরা দেওয়া তথ্য অনুযায়ী, চন্দ্রযান-3 মিশনের তিনটি লক্ষ্য ছিল ৷ চাঁদের মাটিতে কোনও ঝাঁকুনি ছাড়া সফল অবতরণ ৷ চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের ঘুরে বেড়ানো ৷ চাঁদের মাটিতে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করা ৷

  • Chandrayaan-3 Mission:
    Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

    As of now, no signals have been received from them.

    Efforts to establish contact will continue.

    — ISRO (@isro) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

23 অগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্টল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ দক্ষিণ মেরুতে চাঁদের এই অবতরণে বিশ্বে প্রথম ভারত ৷ তাই সেদিন ইতিহাস গড়েছে ভারত ৷ এর আগে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চিন এই সাফল্য অর্জন করেছে ৷

ল্যান্ডার এবং রোভার যখন চাঁদের মাটিতে অবতরণ করে, তখন চাঁদে দিন ছিল ৷ এরপর চাঁদে দিন শেষ হলে পর 2 সেপ্টেম্বর রোভার প্রজ্ঞান এবং 4 সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে ঘুম পাড়িয়ে দেয় ইসরো ৷ আশা ছিল, 22 সেপ্টেম্বর চাঁদে ফের সূর্যোদয় হলে তাদের জাগানো যাবে ৷

চাঁদের নামার পর পৃথিবীর হিসেবে 14 দিন ধরে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করেছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ৷ ইসরো জানিয়েছিল, এরপর ল্যান্ডার ও রোভারের সঙ্গে যোগাযোগ করা গেলে সেটা বোনাস পয়েন্ট পাওয়া হবে ৷

ইসরো একটি বিবৃতিতে জানিয়েছিল, "যদি আমাদের ভাগ্য ভালো হয়, তাহলে ল্যান্ডার আর রোভার- দু'জনকেই জাগাতে পারব ৷ তারা আবার পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য পাঠাবে ৷ তাহলে চাঁদের মাটিতে ফের অনুসন্ধান করাটা সুবিধেজনক হবে ৷" তবে তা এখনও হল না ৷

আরও পড়ুন: সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.