নয়াদিল্লি, 20 মে: রাজধানী দিল্লিতে এক মহিলা আইএএস অফিসারের শ্লীলতাহানির অভিযোগে রেলের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস (আইআরএস) অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা আইএএস অফিসারের অভিযোগ, প্রায় তিন বছর ধরে তাঁকে হেনস্থা করছিলেন অভিযুক্ত সোহেল মালিক নামে ওই ব্যক্তি। তথ্য অনুযায়ী, করোনার সময় অভিযোগকারী ওই মহিলা আইএএস অফিসার কর্মরত ছিলেন। সেই সময় নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের পরিচয় হয় বলে খবর। এরপর থেকেই রেলের ওই শীর্ষ আধিকারিক তাঁকে ক্রমাগত সমস্যা করছিলেন বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরেই ওই মহিলা আইএএস অফিসারকে তিনি বিরক্ত করছিলেন বলে অভিযোগ ৷ নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করার জন্য তাঁকে চাপ দিচ্ছিল। নির্যাতিতা ওই রেল আধিকারিককে বেশ কয়েকবার বুঝিয়ে বলে এবং সতর্কও করে। তা সত্ত্বেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি বলে অভিযোগ ৷ উলটে বারবার নির্যাতিতাকে ফোন করে বিরক্ত করতে থাকেন ওই আইআরএস অফিসার। এরপরই বিষয়টি নিয়ে ওই মহিলা কর্মকর্তা রেল আধিকারিকের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় শ্লীলতাহানি, হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ গুরুতর ধারায় মামলা রুজু করে অভিযুক্ত অফিসারকে এরপর গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলা অফিসার কেন্দ্রীয় মন্ত্রকের যুগ্মসচিব পদে কর্মরত। নির্যাতিতা মহিলার স্বামীও একজন আইএএস অফিসার বলেও জানা গিয়েছে।
নির্যাতিতা মহিলা অফিসার তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির অত্যাচারে অফিসে তাঁর কাজ করা কঠিন হয়ে পড়েছিল। সব সময় ফোন করে দেখা করার জন্য চাপ দিতে থাকেন ওই রেল আধিকারিক ৷ যার জেরে চরম হয়রানি হতে হত তাঁকে। তিনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিয়োগ দায়ের করে ৷ ওই মহিলা আধিকারিকের অভিযোগ, তাঁকে রীতিমতো হুমকি দিতেন সোহেল মালিক নামে ওই ব্যক্তি ৷ এমনকী মিথ্যা মানহানি মামলা করারও হুমকি দিতেন তিনি। এতে বিরক্ত হয়ে অবশেষে অভিযোগ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা কর্মকর্তা।
আরও পড়ুন: রাশিয়ার হাত ছাড়ছে ভারত ? জেলেনস্কির সঙ্গে মোদির বৈঠকে জল্পনা তুঙ্গে