ETV Bharat / bharat

IPL Betting: ওড়িশায় আইপিএল বেটিং চক্র, 27 লাখ টাকা সহ গ্রেফতার 4 বুকি - IPL betting

আইপিএল’র বেটিং চক্রের পর্দা ফাঁস ৷ ওড়িশার মালকানগিরি শহরে 4 বুকিকে গ্রেফতার করল পুলিশ ৷ সেই সঙ্গে 27 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার মধ্য 9 লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে ৷ বাকি টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৷

ipl-betting-racket-busted-in-Malkangiri Odisha-27-lakh-seized-4-gamblers-arrested
ওড়িশায় আইপিএল বেটিং চক্র, 27 লাখ টাকা সহ গ্রেফতার 4 বুকি
author img

By

Published : Oct 17, 2021, 4:14 PM IST

মালকানগিরি (ওড়িশা), 17 অক্টোবর : ওড়িশার মালকানগিরি শহরে বেটিং চক্রের 4 সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তরা আইপিএল ম্যাচ নিয়ে বেটিং করছিল বলে জানতে পেরেছে পুলিশ প্রশাসন ৷ অভিযুক্তদের কাছ থেকে 27 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালকানগিরি শহরের পুলিশ ৷ তদন্তকারীরা অভিযুক্তদের কাছ থেকে নগদ ছাড়াও এটিএম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বই উদ্ধার করেছে ৷

এ নিয়ে মালকানগিরির এসডিপিও জানান, তাঁদের কাছে খবর আসে যে চার বুকি একটি বেটিং ব়্যাকেট পরিচালনা করছে ৷ খবর পেয়েই পুলিশ অভিযুক্তদের বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে 9 লাখ টাকা নগদ উদ্ধার করা হয় ৷ তাদের কাছ থেকে 7টি মোবাইল, বেশ কয়েকটি এটিএম কার্ড, ব্যাঙ্কের পাস বই এবং আরও অন্যান্য নথি উদ্ধার হয়েছে ৷ প্রসঙ্গত, গ্রেফতার হওয়া চার বুকির ফোন থেকে অনলাইন আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ ৷ যেখানে বেটিংয়ের 18 লাখ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ ওই অ্যাকাউন্টটি পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : T-20 World Cup : দেখাতে হবে পরিপক্কতা, কোহলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 'গুরুমন্ত্র' দিলেন সৌরভ

মালকানগিরির এসডিপিও জানান, এই চক্রের মূল পান্ডা ছত্তিশগড় থেকে পুরো চক্রটিকে পরিচালনা করছিল ৷ পঞ্চম ওই অভিযুক্তকে গ্রেফতার করতে ছত্তিশগড় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে মালকানগিরির পুলিশ প্রশাসন ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশায় আরও দু’টি বেটিং চক্রকে ধরে পুলিশ ৷ কয়েকদিন আগে হায়দরাবাদে আইপিএল’র বেটিং চক্রের খোঁজ পায় পুলিশ ৷ সেখানে মোট 23 জন বুকিকে গ্রেফতার করা হয়েছিল ৷

আরও পড়ুন : IPL 2021 : নজির গড়ে কমলা টুপি রুতুরাজের, একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপকদের তালিকা

মালকানগিরি (ওড়িশা), 17 অক্টোবর : ওড়িশার মালকানগিরি শহরে বেটিং চক্রের 4 সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তরা আইপিএল ম্যাচ নিয়ে বেটিং করছিল বলে জানতে পেরেছে পুলিশ প্রশাসন ৷ অভিযুক্তদের কাছ থেকে 27 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালকানগিরি শহরের পুলিশ ৷ তদন্তকারীরা অভিযুক্তদের কাছ থেকে নগদ ছাড়াও এটিএম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বই উদ্ধার করেছে ৷

এ নিয়ে মালকানগিরির এসডিপিও জানান, তাঁদের কাছে খবর আসে যে চার বুকি একটি বেটিং ব়্যাকেট পরিচালনা করছে ৷ খবর পেয়েই পুলিশ অভিযুক্তদের বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে 9 লাখ টাকা নগদ উদ্ধার করা হয় ৷ তাদের কাছ থেকে 7টি মোবাইল, বেশ কয়েকটি এটিএম কার্ড, ব্যাঙ্কের পাস বই এবং আরও অন্যান্য নথি উদ্ধার হয়েছে ৷ প্রসঙ্গত, গ্রেফতার হওয়া চার বুকির ফোন থেকে অনলাইন আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ ৷ যেখানে বেটিংয়ের 18 লাখ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ ওই অ্যাকাউন্টটি পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : T-20 World Cup : দেখাতে হবে পরিপক্কতা, কোহলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 'গুরুমন্ত্র' দিলেন সৌরভ

মালকানগিরির এসডিপিও জানান, এই চক্রের মূল পান্ডা ছত্তিশগড় থেকে পুরো চক্রটিকে পরিচালনা করছিল ৷ পঞ্চম ওই অভিযুক্তকে গ্রেফতার করতে ছত্তিশগড় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে মালকানগিরির পুলিশ প্রশাসন ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশায় আরও দু’টি বেটিং চক্রকে ধরে পুলিশ ৷ কয়েকদিন আগে হায়দরাবাদে আইপিএল’র বেটিং চক্রের খোঁজ পায় পুলিশ ৷ সেখানে মোট 23 জন বুকিকে গ্রেফতার করা হয়েছিল ৷

আরও পড়ুন : IPL 2021 : নজির গড়ে কমলা টুপি রুতুরাজের, একনজরে আইপিএলে পুরস্কারপ্রাপকদের তালিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.